নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মান্ধাতার ভাসমান শ্যাওলা এক! ভাসমান এই শ্যাওলাকে ফেসবুক, ইউটিউব, সাউন্ডক্লাউডে পাবেনঃ Kb Mahbub Khan এই নামে। শ্যাওলার সম্বল ছাইপাঁশ লেখা, আবৃত্তি, বাঁশের বাঁশি আর যখন তখন মুখে এক চিলতে হুদাই মার্কা হাসি!

মাহবুবুর রহমান টুনু

মাহবুবুর রহমান টুনু › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ সেই যে আমার প্রাণের উঠোন!

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

গত রোজার ঈদের আগে একটা চিন্তা মাথায় খুব ঘুরপাক খাচ্ছিলো! সবাইকে তো দেখি হাইস্কুল আর কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা মিলে ঈদ পুনর্মিলনি অনুষ্ঠান এর আয়োজন করে। আমি আর আমার আর এক বন্ধু মিলে উদ্যোগ নিলাম এই ঈদে আমরা প্রাইমারী স্কুল জীবনের বন্ধুরা মিলে পুনর্মিলন এর আয়োজন করব। সিদ্ধান্তে আমরা এতোটাই অটল ছিলাম যে কেউ যদি টাকাও না দেয় তবু আমরা দুজন মিলে টাকা দিয়ে হলেও আয়োজনটা সফল করব এবং যে করেই হোক বন্ধুদের শতভাগ উপস্থিতি সফল করতেই হবে। এবং আমরা সফল হলাম। চারজন বাদে বাকীসব বন্ধুই আমাদের ডাকে সাড়া দিলো এবং যে যার সাধ্যমত পয়সা দিয়ে সাহায্য করলো। দীর্ঘ ১২ বছর পর অনেকের সঙ্গে দেখা হওয়ায় আমরা প্রথমত অঝরে কাঁদলাম, কেউ কেউ হাউমাউ করে কাঁদল, মেয়েদের কান্নার রেশ সারাদিনই রয়ে গেলো প্রায়! অংশগ্রহণকারী ২৯ জন বন্ধুর ভেতর কেউ এখন ঠেলাগাড়ি চালায়, কেউ দিনমজুর, কেউ পোশাক কারখানার কর্মী, কেউ আর্মি অফিসার, কেউ ভাল ভার্সিটিতে পড়ছে, এবং মেয়েদের সিংহভাগই বাচ্চার মা হয়ে গিয়েছে, একটা মেয়ের দেখলাম তিনটে বাচ্চা! খাওয়ার সময় দুদিকে দুটোকে বসিয়ে খাওয়াচ্ছে আর একটা কাঁধে, পিঠে উঠে খেলা করছে! কি সুন্দর দৃশ্য! এই যে ছবিগুলি দেখছেন, এগুলি মূলত সেদিনই কাজের ফাঁকে ফাঁকে তুলে রেখেছিলাম মুঠোফোনে। আমাদের সময়ে প্রাইমারী স্কুলটা যেখানে ছিল, সেই জায়গাটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে বেশ ক’বছর হয়েছে! তারপর জায়গা পাল্টে স্কুলটাকে নিয়ে আসা হয়েছে এই সুন্দর ছবির মত চরে! ছবিগুলি উত্তরবঙ্গের একটি চর থেকে তোলা! এমন সময়ে তোলা যে সময় খা খা চর একদম শতভাগ প্রাণ ফিরে পেয়েছে!


আকাশ ছুঁয়েছে কাশ


একেই বলে সোনালী আঁশ


ক্ষেতের মাঝে চাটাম ঘর। বন্ধু জিরাইতে যায়!


চাটাম ঘরে বসে আরাম করে আকাশ দেখা যায়


এবং লাল্টুও পোজ দিত পটু!


বাজার ফেরত মানুষের জন্য অপেক্ষারত নাও।


বেলা যায়....


এবং পথিকেরা ঘরে ফেরে

দ্রষ্টব্যঃ ব্লগে ওরকম অনুষ্ঠানের ছবি দেবার অনুমতি আছে কিনা জানি না। আর থাকলেও যেহেতু অনেকেই সেখানে উপস্থিত ছিল, তাদের অনুমতি না নিয়ে দেয়াটা ঠিক হবে না ভেবেই পুনর্মিলন এর ছবি দিলাম না। এই ছবিগুলির উৎপত্তি কোথা থেকে তারই জানান দেবার জন্য উপরের ভূমিকাটুকু দেয়া। বিরক্ত হবেন না নিশ্চয়ই?

মন্তব্য ৩১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

সজল_ বলেছেন: ভালো পোস্ট এবং সুন্দর ছবিসমূহ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

মাহবুবুর রহমান টুনু বলেছেন: সজল আপনাকে ধন্যবাদ।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

মাহবুবুর রহমান টুনু বলেছেন: অশেষ ধন্যবাদ আপু।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

টিয়া রহমান বলেছেন: আহা! কি অপরূপ গ্রামের দৃশ্য।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

মাহবুবুর রহমান টুনু বলেছেন: টিয়া নামটাও বেশ! আপনাকে ধন্যবাদ টিয়া।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

সুমন কর বলেছেন: দারুণ ছবি ব্লগ। +।

ছবি ব্লগগুলো এমন হওয়াই উচিত, যাতে প্রথম পেজের খুব অল্প জায়গা নষ্ট করে। ধন্যবাদ।


* ব্যক্তিগত ছবি ব্লগে না দেয়াই ভালো। সেগুলো ফেসবুকে বা আপনাদের গ্রুপ পেজে দিতে পারেন (এটা আমার ব্যক্তিগত মতামত)।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

মাহবুবুর রহমান টুনু বলেছেন: ঠিক বলেছেন। আমিও তেমনটা ভেবেই দেই নি। ছবিগুলি আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল। শুভকামনা আপনার জন্য।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার ছবির হাত আপনার।
শুভেচ্ছা রইলো।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

মাহবুবুর রহমান টুনু বলেছেন: মুঠোফোন হাতে থাকলে মাঝেমধ্যেই হুট করে শখের বশে ভাল লাগা দৃশ্য বন্দী করতে ভাল লাগে তাই! অশেষ ধন্যবাদ ভাইয়া।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

মাহবুবুর রহমান টুনু বলেছেন: ধন্যবাদ অশেষ।

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

মাহবুবুর রহমান টুনু বলেছেন: আপনার গুলি বেশী সুন্দর! খুব বেশী সুন্দর।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

কাতিআশা বলেছেন: খুব সুন্দর ছবিগুলো!..আপনাদের মিলনমেলার আনন্দটা এখানে ভালই ফুটে উুঠেছে!

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

মাহবুবুর রহমান টুনু বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল আমারও।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

দূর্দান্ত দূর্ধষ দূর্বিনীত বলেছেন: বাহ, ছবিগুলো ভাল লাগল। সুন্দর একটি পোস্টের জন্য ধন্যবাদ :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

মাহবুবুর রহমান টুনু বলেছেন: খুব সুন্দর একটি মন্তব্য রাখবার জন্য ধন্যবাদ আপনাকেও।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯

নীল-দর্পণ বলেছেন: খুব সুন্দর ছবিগুলো, বিশেষ করে শেষ ছবিটা।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

মাহবুবুর রহমান টুনু বলেছেন: দর্পণ আপনি সব ছবি মনোযোগ দিয়ে দেখেছেন সে জন্য কৃতজ্ঞতা। শুভেচ্ছা রইল।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! সুন্দর ছবি ! মনমুগ্ধকর আরকি।

অপরান শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০০

মাহবুবুর রহমান টুনু বলেছেন: শুভেচ্ছা এবং ধন্যবাদ অফুরান আপনার জন্যও।

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গ্রাম আমার সবসময়ই ভাল লাগে! ভাল লাগা গ্রামের ছবিগুলো সবসময় মুগ্ধ করে।

ছবিগুলোতে বিপুল প্লাস+++

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০১

মাহবুবুর রহমান টুনু বলেছেন: একদম। গ্রাম হলো গে প্রাণের বারান্দা। প্রাণ ছাড়া কি আর চলে!

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
টুনু ভায়া ছবি ব্লগ সুন্দর হয়েছে। বেলা শেষের ছবিটা অসাধারণ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২

মাহবুবুর রহমান টুনু বলেছেন: সরকার সাহেব আপনাকে অশেষ ধন্যবাদ আপনি সব ছবি দেখেছেন জেনে খুব ভাল লাগল।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০১

মাহবুবুর রহমান টুনু বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: ও ওয়াও! খুবই ক্লিয়ার এবং আকর্ষনীয় ছবিগুলো! ছুটে যেতে ইচ্ছে করছে সেসব দৃশ্যে!

অফটপিক: আপনার প্রোফাইল ইনফরমেশন বেশ ইন্টারেস্টিং! :)

ভালো থাকুন।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২০

মাহবুবুর রহমান টুনু বলেছেন: ভাসমান মানুষ, ভাসা ভাসা কথামালায় ঠাসা রেখেছি প্রফাইল! হি হি হি
ছুটে যান ভায়া ছুটে যান, সতেজ নিঃশ্বাস হৃদয়ে ভরে ফিরবেন! শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ জানবেন।

১৬| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: প্রাইমারী স্কুল জীবনের বন্ধুদের নিয়ে মিলনমেলা আয়োজনের এমন একটা চমৎকার উদ্যোগ নেয়ার জন্য প্রথমেই আপনাকে জানাচ্ছি সাধুবাদ ও অভিনন্দন!
ছবিগুলো খুব চমৎকার হয়েছে, কয়েকটা খুবই ভাল হয়েছে। বিশেষ করে বেলা যায়, কাশফুল, সোনালি আঁশ আর পথিকেরা ঘরে ফেরে শীর্ষক ছবিগুলো। লাল গরুর পোজটাও ভাল হয়েছে। :)
আপনার প্রোফাইল ইনফরমেশন সামু পাগলা০০৭ এর মত আমারও দৃষ্টি কেড়েছে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.