![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতবছর বিজয় দিবসের একটি অনুষ্ঠানে আবৃত্তি করেছিলাম সৈয়দ শামসুল হক এর এই কবিতাটি। সেটিরই ভিডিও এটা। সরাসরি অনুষ্ঠান, সরাসরি পরিবেশনা কোন কাটঝাট ছাড়াই। পোশাক দেখেই বুঝতে পাচ্ছেন অনুষ্ঠানে আবৃত্তি করবার জন্য প্রস্তুত ছিলাম না, ঐ অনুস্থানেই একটি দল এসেছিল বৃন্দ পরিবেশনা করতে, তাদের কাছে থেকেই স্ক্রিপ্ট ধার নিয়ে পড়া! তবে আগে প্রচুর পড়েছি কবিতাটি। আমার খুব প্রিয় একটি কবিতা
হেডফোন লাগিয়ে শুনলে বেশ ভাল শোনাবে আশা করি
মাত্র আড়াই তিন মিনিটের হবে আবৃত্তিটি। পুরোটা শুনবার অনুরোধ রইল। অবশ্যই শুনবেন এবং নিশ্চয়ই আপনার ভাললাগা, মন্দলাগা, সমালোচনা, মন্তব্য রেখে যাবেন। আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে। শুভকামনা সবার জন্য।
(ভিডিও লিংক নিচেই)
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬
মাহবুবুর রহমান টুনু বলেছেন: এরই মধ্যে আপনি শুনে ফেলেছেন জেনে ভাল লাগল। ধন্যবাদ নেবেন স্যার।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: ব্রিজ আর রাস্তা না, চিন্তা প্রকাশের অধিকার চাই!
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১১
মাহবুবুর রহমান টুনু বলেছেন: জাগো বাহে কোনঠে সবায়' একটি চিরায়ত আহবান, সে আপনি যে অধিকারই আদায়ের পক্ষে থাকেন না কেন! কবিতাটাও অনুরুপ সময় বদলাবে, রাস্তা ঘাট ব্রীজ পাল্টাবে,চিন্তা প্রকাশের অধিকার পেয়েও আপনি যখন সেটা বাস্তবায়নের অধিকার চাইবেন তখনও এই কবিতা কাজে দেবে! আপনাকে বার বার আহবান জানাবে এই বাংলায় নুরলদীন হয়ে আসতে!
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০১
পবিত্র হোসাইন বলেছেন: এটা অনেক ভালো লাগলো।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১১
মাহবুবুর রহমান টুনু বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই। আগামীতে আরও ভাল দেবার চেষ্টা করব।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১০
যোখার সারনায়েভ বলেছেন: আবৃতি ভালো হয়েছে।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
মাহবুবুর রহমান টুনু বলেছেন: ধন্যবাদ জানবেন ভাইয়া।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কন্ঠ সত্যি ভাল। বেশি অনুশীলন আপনাকে আরও অনন্য উচ্চতায় পৌছাবে।
শেষের অংশ মনে রাখার মত।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
মাহবুবুর রহমান টুনু বলেছেন: আপনার মন্তব্য আমি মনে রাখব এবং আমার সর্বাত্মক দিয়ে চর্চা অব্যাহত রাখবার চেষ্টা করব। অশেষ ধন্যবাদ ভাইয়া।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
দিপু দিপু বলেছেন: খুব সুন্দর। আমার আবৃতি করতে খুবই ভাল লাগে কিন্তু কন্ঠ আপনার মত এত সুন্দর আর ভরাট না। ভাল থাকবেন চালিয়ে যাবেন।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
মাহবুবুর রহমান টুনু বলেছেন: আবৃত্তির জন্য শুধু কণ্ঠ মুখ্য বিষয় নয়, উচ্চারণ, ভাব, রস, আবেগ, স্বর প্রক্ষেপণসহ আরও নানান বিষয় কাজ করে! ভরাট কণ্ঠ নেই এমন অনেক ভাল আবৃত্তিশিল্পী আমাদের দেশে আছে এবং তৈরি হচ্ছে। ভাই, চর্চা অব্যাহত রাখুন, ভাল লাগাটাকে প্রাধান্য দিন। অশেষ ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্য। আপনার আবৃত্তি শুনবার অপেক্ষায় থাকলাম।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬
হাবিব বলেছেন: সাব্বাস.....আপনার ভরাট কন্ঠে আবৃতি মন ছুঁয়ে গেল