![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পড়া রবীন্দ্রনাথ ঠাকুর'র সব কবিতাই আমার প্রিয়। তবুও তার লেখা জনপ্রিয় কবিতাগুলির মধ্যে অন্যতম কবিতা "হঠাৎ দেখা।" এই কবিতাটির আবৃত্তি রেকর্ড করেছিলাম অনেকদিন আগে। সেটিই পোস্ট করলাম আপনাদের জন্য। অপরিপক্ব হাতের সম্পাদনা, যে কারনে কিছুটা শব্দের গোলমাল (Noise) রয়ে গেছে। অনিচ্ছাকৃত ভুল, মাফ করবেন। হেডফোন লাগিয়ে শুনলে ভাল শোনাবে আশা করি। কেমন লেগেছে জানবার প্রতীক্ষা করছি। ভাললাগা, মন্দলাগা, সমালোচনাসহ আপনার মন্তব্য জানাবেন দয়া করে। শুভকামনা সবার জন্য।
(আবৃত্তির লিংক নিচেই)
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২
মাহবুবুর রহমান টুনু বলেছেন: অন্তত, Modulation এর ঘাটতির ব্যাপারে খেয়াল রাখবার শতভাগ চেষ্টা করি সবগুলি আবৃত্তির বেলাতেই। এটাতে কোথায় কোথায় ঘাটতি ছিল অন্তত জায়গাটা মেনশন করে দিলেও খুব উপকৃত হতাম, চেষ্টা করব সংশোধনের। ধন্যবাদ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার!
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
মাহবুবুর রহমান টুনু বলেছেন: অশেষ ধন্যবাদ জানবেন ভাইয়া। শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। তবে কিছু সমস্যা আছে। কোথায় জোর দিবেন? কোথায় আস্তে তা আগে সিউর হয়ে নিন।