![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি আবু জাফর ওবায়দুল্লাহ'র বহুল পঠিত একটি কবিতা "কোন এক মাকে" । ৫২'র ভাষা সংগ্রাম'র প্রেক্ষাপট নিয়ে রচিত এই কবিতায় কবি বাংলা ভাষার প্রতি যে গভীর মমত্ববোধ ফুটিয়ে তুলেছেন তা সত্যিই বিমহিত করবার মত। বিখ্যাত এই কবিতাটি আবৃত্তি করবার ক্ষুদ্র প্রচেষ্টা আমার। ভাষার মাসে সকল শহীদ'র প্রতি শ্রদ্ধা রেখে নিবেদন করছি "কোন এক মাকে"। সবাইকে আমন্ত্রন জানাই আবৃত্তি শুনতে। আপনার ভাললাগা, মন্দলাগা নিয়ে অবশ্যই মন্তব্য করবেন। আমার আবৃত্তি আপনার ভাল লাগলে এবং নিয়মিত নতুন কবিতার আবৃত্তি শুনতে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বাংলা ভাষা এবং বাংলা ভাষার প্রমিত উচ্চারণ চর্চাকে এগিয়ে রাখতে সাহায্য করবার অনুরোধ রাখছি (জানি না, এই অনুরোধ ব্লগের নিয়ম বহির্ভূত কিনা! ক্ষমা করবেন) অশেষ শুভকামনা সবার জন্য। শুনুন-
কবিতাঃ কোন এক মাকে
কবিঃ আবু জাফর ওবায়দুল্লাহ
আবৃত্তিঃ মাহবুব।
লিংক নিচেই-
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯
মাহবুবুর রহমান টুনু বলেছেন: অশেষ ধন্যবাদ এবং ভালবাসা জানবেন। আপনার ভাললাগা জেনে উৎসাহ বোধ করছি।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭
মাহবুবুর রহমান টুনু বলেছেন: অনেকদিন পর! রাজীব ভাইয়া কেমন আছেন?
ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২
তারেক ফাহিম বলেছেন: আবৃত্তি ভালো হয়েছে।
কবিতাটি ভাষার প্রতি মমত্ববোধ অনেকটা।