![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যুকুপ
রফিকুল ইসলাম জসিম
ভানুগাছ হতে মাধবপুর রোডে
এইতো রাস্তার চিত্র,
পাকা ভেঙ্গে গর্ত হলো সেখানে
গাড়ী যাচ্ছে কষ্টে।
হালকা বৃষ্টি হলে হাটুর উপর
পানি থাকে জমে ,
রাস্তার কিনারে ড্রেনের ব্যবস্থা
হয়নি এখনো ও।
রাস্তার যেন এমন অবস্থান হচ্ছে
ছোট গাড়ি ঠলতে হয়,
গর্তে মাঝে চাকা পড়লে যখন
ইঞ্জিন তা বন্ধ হয়।
হাজার হাজার পর্যটক এই পথে
যাচ্ছে যে প্রতিদিন।
এমন রাস্তার কেমন করে চলছে
কত নামী দামী গাড়ি,
এই রাস্তার হচ্ছে নাতো মেরামত
কষ্ঠে থাকছে জনগন,
রাস্তা এমন বেহাল চিত্র থাকলে
হবে যেন মৃত্যুপথ।
প্রতিনিয়ত চলছে এখন দূর্ঘনার
যানবাহনগুলো,
এই সড়কের বেহাল চিত্র দেখে
কেউ ব্যবস্থা নিচ্ছে না।
সড়কের করুণ খন্ড চিত্র দেখে
বলতে গেলে,
সড়কের গর্ত গুলো যেন আজ
মনে হচ্ছে মৃত্যু কুপ।
©somewhere in net ltd.