![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরের কোন ঠিকানায়
----- রফিকুল ইসলাম জসিম
আমায় ছেড়ে তুমি চলে গেল
দূরের কোন ঠিকানায়?
তোমায় ছাড়া থাকবো কেমন
আমার একাকী জীবন।
তোমাকে পাবার কত আশা
করেছি এই জনম....
আমায় ছেড়ে চলেছো তুমি
নতুন এক ঠিকানায়।
কত আশায় ছিলাম আমি
তোমাকে শুধু পাবার.....
আমায় ছেড়ে তুমি চলে গেল
চুপিসারে দূরে কোথাও।
তোমায় হারিয়ে চোখের জল
কেঁদে সদায় মন....
ইচ্ছে থাকা গল্পগুলো লিখে
আমার পরান বুকে।
হারানো স্মৃতিগুলো বারেবারে
মনে পড়ে যায় .....
বুকের মাঝে কষ্ঠ গুলো লুকিয়ে
দিবানিশি মনে কাঁদে।
তোমার লাগি কতবার আমি
চোখের জল ভাসায়....
আমায় ছেড়ে চলে গেলেই
দূরের কোন ঠিকানায়।
©somewhere in net ltd.