নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি

প্রবাস৩৩

মানুষ আমি

প্রবাস৩৩ › বিস্তারিত পোস্টঃ

'' জাগো জনতা ''

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১

জাগো জনতা , তোলো হস্ত ,

কষে ধরো শমসের ,

রুখো বেদুইন রুখো রাজাকার

রুখো আলবদর ।



ক্রান্তিকালে আপনাকে লয়ে

ধেয়ে চলো সন্মুখ পানে,

শুধু তুমি নও পরম বিধাতা

রইবে তোমার সনে ।



লাখো জনতার রন কলরবে

নিজেকে করো সমর্পন ,

চেয়ে দেখার নেই সময় এখন

রুখে দাঁড়াবার ক্ষন ।



লাখো শহীদের রক্তে বয়ে গেছে

পায়রার ন্যায় স্রোত ,

সেই স্রোতে ওরা স্রান করেছে

সাথে লয়ে পাক দোসর ।



লাখো মা-বোনের ইজ্জত নিয়ে

খেলেছিল সেদিন খেলা ,

সেই থেকে কেউ বলেনি কিছু

শুধু বেড়েই চলেছে বেলা ।



তাই আজ মোরা হাতে রেখে হাত

করবো নতুন পন ,

যায় যান যাবে , তবু বেঁচে রবে

সোনার বাংলার মান ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
তাই আজ মোরা হাতে রেখে হাত
করবো নতুন পন ,
যায় যান যাবে , তবু বেঁচে রবে
সোনার বাংলার মান

+++++++++++++++++++++++

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

প্রবাস৩৩ বলেছেন: স্বর্না , আপনাকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.