![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সমাজে অনেকেই বিশেষ করে মহিলারা অজিফা পড়বার ব্যাপারে খুবই আগ্রহী। আহাদনামা,দোয়ায় গাঞ্জেল আরোশসহ বিভিন্ন দোয়ার আলৌকিক মহাত্ন দেখা যায় যেগুলোর হয় কোন ভিত্তি নেই, নইলে খুবই দুর্বল/জাল হাদিসের আলোকে রচিত, নইলে আমাদের অতি উতসাহী লেখকগন ফযীলত ফুলিয়ে ফুপিয়ে লেখার ফলে সৃষ্ট। এর চেয়ে কোরআন শরীফের পর সবচেয়ে সহীহ হিসেবে বিবেচিত বোখারী আর মুসলিম শরীফে বর্নীত ছোট ছোট দোয়া/জিকির পড়া শ্রেয়। সবার প্রতি অনুরোধ রইল বাসে,ট্রেনে পথে ঘাটে সম্ভব হলে নিচের জিকিরগুলো মনে মনে পড়তে পারেন। ইনশাল্লাহ অনেক ফযীলত হবেঃ
১- "'সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার" (ধারনা করা হয় এর চেয়ে ফযীলতপূর্ন জিকির আর কিছু হতে পারে না)
২-"সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী"
৩-"সুবহানাল্লাহিল আযীম"
৪-"লা-ইলাহা ইল্লালাহু ওয়াহদাহু লা শরীকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু অহুয়া আলা কুল্লি সাইয়্যিন ক্বাদীর"
৫-"লা হাওলা ওলা কুআতা ইল্লাবিল্লাহ হিল আলিউল আযীম"
৬-বিশ লক্ষ নেকীর দোয়া (এটি সহীহ হাদিস থেকে উদ্ধৃত কিনা জানা নেই)
"লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা শারিকালাহু আহাদান ছামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউ লাদ ওয়া লাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ"
যে ব্যাক্তি এই দোয়া একবার পাঠ করবে তার আমলনামায় বিশ লক্ষ নেকী লেখা হবে...
২| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ২:০২
আনন্দক্ষন বলেছেন: ভালো লাগলো।
৩| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ২:৫৪
গ্রামের মানুষ বলেছেন:
আলহামদুলিল্লাহ
৪| ১৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:০৮
সক্রিয় বলেছেন: josss,alhamdulliha
৫| ১৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৩৯
জুবায়েদ হোসেন বলেছেন: সুন্দর, প্লাস।
৬| ১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০১
ভুং ভাং বলেছেন: +++
৭| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৪৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: পোস্টে +++++++++++++
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৫১
মেলবোর্ন বলেছেন: সুবহানাল্লহি ও বিহামদিহি , সুবহানাল্লহিল আযিম
মহা পবিত্র আল্লাহ তিনি মাহান মহিম