নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উচ্চশিক্ষা+উন্নতপ্রেম

জামিনদার

গলায় কাঁটা বিদ্ধ হয়েছে, খত খত করছি।

জামিনদার › বিস্তারিত পোস্টঃ

দ্বিবচন

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬





অগোচরে তুমি আলোচিত হও, তুমি জাননা

দ্বিতলা বারান্দার মেয়েরা বিশ্লেষণ করে

তোমার ছোট চুল, প্যান্টের নীচের দিকে উঠানামা নিয়ে

শিড়িঁর শব্দ ভাঙ্গার ফাঁকে ইসৎ দরজা খুলে আবার মিলিয়ে দেয় কেউ কেউ

আঙ্গুলের কর গুনে আফসুস করে শহুরে মধ্যবিত্ত্ব

আগাম বার্তাদেয় বুদ্ধিজীবি

ভাস্পহয়ে উড়ে যায় মায়ের আরাধ্য



বাতি নিভে গেলে কোন কোন ঘরে তুমি উঠে আস

কথ্যসূচিতে পিনাপ হয় তোমার আয় ব্যায়

সোনালী ব্যাংকের ম্যানেজারের মত চশমার ফাঁকে

লেইজার খোলে হিসাব মিলায় বিগত ৪২ বছর

পেছনে আঙ্গুল তুলে চায়ের দোকান থেকে

কি যেন বলতে চায় কৃষকের মন



কেউ সিদ্ধান্ত দেয়না

কল্পনায় ভাসমান রেখেই

হারিয়ে যায় বাস্টপিজের নীলরঙ্গা কামিজগুলো

তখন সন্ধ্যা নামে ভোরের প্রতিক্ষায়...





১। উঠতি বয়সের প্রেম ভাবনা

২। বাংলাদেশ প্রেক্ষাপট

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রচ্ছদটা ভালো হয়েছে কবিতাও।


ভালো থাকবেন কবি।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৪

জামিনদার বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫১

সায়েম মুন বলেছেন: চমৎকার লিখেছেন।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৫

জামিনদার বলেছেন: Thanks

৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩

ভুল উচ্ছাস বলেছেন: অদ্ভুত তো। B:-) B:-)

প্লাস তো দিচ্ছি। কিন্তু যদি আপত্তি না থাকে

সোনালী ব্যাংকের ম্যানেজারের মত চশমার ফাঁকে
লেইজার খোলে হিসাব মিলায় বিগত ৪২ বছর
পেছনে আঙ্গুল তুলে চায়ের দোকান থেকে
কি যেন বলতে চায় কৃষকের মন



এই টূকু বুঝিয়ে দিবেন কি?

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৮

জামিনদার বলেছেন: উঠতি বয়সের তরুণীরা যে সব ছেলেদের প্রেমে পড়ে তারা প্রণয়ের আগে ছেলেদের অতীত খোজে সোনালী ব্যাংকের ম্যানেজারের মতই।

দেশ প্রেক্ষাপটে- আমরা বেঁচে আছি ৪২ বছরের ইতিহাস খুজে, ইতিহাসের উপর দাঁড়িয়ে

৪| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক কথায় চমৎকার ,,,,,,,,,,,শুভকামনা

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৬

জামিনদার বলেছেন: পাঠে কৃতজ্ঞতা থাকলো

৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

ফালতু বালক বলেছেন: khub valo

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০

জামিনদার বলেছেন: shovokamona, valo thakben.

৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

শিপু ভাই বলেছেন:
ভাল হোইছে গো!!!

+++++++++++++++++

৭| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৪৪

বাংলার হাসান বলেছেন: অসাধারন। ++++++

৮| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:৫৬

অন্তহীন বালক বলেছেন: খুব সুন্দর হইচে!
+++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.