![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনাহুত দীর্ঘরাত
বন্যায়, খরায় ভিজে
ডানা ভাঙ্গা কাকের মতন
বেঁচে আছি শুভ্রতার পালক চেয়ে।
রোদে শুকিয়ে যাওয়া দিনগুলি পার করে
দিগন্তে এগিয়ে গেছে কত সহযাত্রী।
শুধু আমাদের মায়ের প্রবস বেদনার রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়...
মায়াজালে বিদগ্ধ অবরুদ্ধ জীবন
কুহতার বন থেকে সানাইয়ের সুর বাজে
অতিপ্রাকৃতিক গন্ধম খেয়ে মানুষেরা পাপি হয়
জননীর কোল ঘেঁষে ভারি হয় জনতার পদচ্ছাপ।
শতাব্দির নির্মম শিক্ষা হয়ে ফিরে আসে
আপদমস্তক লোভি নেড়ি কুকুরের দল।
দু'আনা ভিক্ষার নিচে উভে যায় দেশ প্রেম।
উদ্ধাস্ত রাজনীতির ছায়া মাড়িয়ে রাজপথে
গজে উঠে লাল লাল জীবন্ত চাপাতি বৃক্ষ।
খাট, সামিয়ানা, দেয়ালে পলেস্তার জুড়ে
চোপ চোপ রক্তের দাগ মুছে দেয়া যায় না।
হাহাকার শেষে জননীর মৃত্যু উৎসবে
ক্ষমতার রাজনীতির ফাতেহা পাঠ।
তখনো ওয়াসার ট্যাংকির নীচে লাশের সারি
মুখ ফোটে কথা বলে।
কয়েকটি আগরবাতি জ্বলছে
নিকটবর্তী দূরে সমস্ত নিরবতা ভেঙ্গে
থেমে থেমে ভেষে আসছে মাতমের রোল।
গোলাপজল, আতরের ঘ্রাণ
মুখে মুখে অশুদ্ধ কলেমা শাহাদাত পাঠ।
চল্লিশ কদমের আরো কিছু পরে একটি গ্রামিণ সন্ধ্যায়
বাড়ি ফেরা মুসল্লিদের অভিব্যক্তি...
ক্ষুধাময় জীবনের মায়া
গোয়ালে গরুর ডাক
নাঙ্গল, কোদাল, জোয়ালের পাশে সোনালী আঁশ
প্রদিপহীন খড়কুটো সংসারে আরো কিছুদিন
বেঁচে থাকার ইচ্ছাই আমাদের মেরে ফেলেছে।
ছবি: জামিনদার।
নূরের টেক, সোনারগাঁ, নারায়নগঞ্জ
১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৫
জামিনদার বলেছেন: পাঠ পতিক্রিয়ায় ধন্যবাদ।
ভাল থাকবেন বোকামন।
২| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:০৬
জুন বলেছেন: অসাধারণ জামিন্দার ভাই সত্যি মর্মস্পর্শী কবিতা ।
কেন নিয়মিত যে লিখেন না, বুঝি না .।.।।।
+
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:০১
জামিনদার বলেছেন: লেখালেখি এবং রুটি রুজির সমন্ব করতে পারিনা। বাস্তাবতার দিকে ডুবে গেলে আবেগের মুতু্য হয়।
ভাল থাকবেন।
৩| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:১৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: কবিতা পছন্দ হয়েছে। শুধু কিছু টাইপো আছে। ঠিক করে দিলে ভালো হয়
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:০২
জামিনদার বলেছেন: ওকে ওকে
৪| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:০২
জামিনদার বলেছেন: Thanks
৫| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:০০
হুপফূলফরইভার বলেছেন: এসব কবিতা নয়
রক্তাক্ত ইতিহাসের ব্যাদনার্ত আর্তনাদ
ঘুমে বুঝা শোকপাঠ উঠবে কি বেজে
পাঠকের কানে?
কিংবা ফোসফোস ধ্বনির নির্মম আঘাতে আঘাতে
শেখাবে কি প্রতিবাদ?
ওসব বিপ্লবীদের কারবার!
এসেছি একটা পিলাস দাগাতে
দাগিয়ে গেলাম এইতো ব্যাস!
কেল্লাফতে তুরুপের তাস!
১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৩
জামিনদার বলেছেন: মন্তব্যস্টাইল অতি পুরানো।
কথার কথা বলে গেলাম কারো মনে দাগ কাটলেও কাটতে পারে
৬| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কুহতা শব্দের মানে কী?
কবিতা পড়ে ভালো লাগলো।
২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৪৮
জামিনদার বলেছেন: খুব সম্ভবত বনের ঐ অংশ যা সবচেয়ে বেশি নীরব।
৭| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: ছবিতে ও কবিতায় ভাল লাগা।
২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৫০
জামিনদার বলেছেন: Thanks
৮| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৫
রাজু মাষ্টার বলেছেন: কবিতা পছন্দ হয়েছে। +++
২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৫১
জামিনদার বলেছেন: alhamdulillah
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬
বোকামন বলেছেন:
শব্দে শব্দে কিছু দৃশ্য দেখতে পেলাম !!
গভীর চাহনি .... করুণ দৃশ্য ....।
ভালো থাকবেন।