নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উচ্চশিক্ষা+উন্নতপ্রেম

জামিনদার

গলায় কাঁটা বিদ্ধ হয়েছে, খত খত করছি।

জামিনদার › বিস্তারিত পোস্টঃ

স্থির চিত্রকল্প

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫





এখানে জমে আছে উদ্ভ্রান্ত যাত্রীর

দিন শেষে পলায়নপর অন্ধকার কোন ঘর

দূরে, মৃত নদীর আঁচল বাঁকে

তরুণীর ক্ষীণকন্ঠের প্রেম প্রার্থনা

জীবনানন্দ দাসের নিরানন্দ জীবনের

ক্ষুধার্তময় কবিতার উপমাগুলো।

তবু জীবনঘনিষ্ঠ কারো পায়ের শব্দে

প্রবীন দুঃখরা জেগে উঠে

অতীত হয়ে ফিরে আসে নতুনের প্রেম।



শব্দের খেলা শেষে খড়কুটো উড়ে যায়

সফেদ শাড়ির ভাঁজ ফেলে নিমিষেই হারিয়ে যায় বিষণ্নতা।

অপরিশোধযোগ্য ঋণের চৌথার স্তুপে কাব্যিক বন্দনা শেষে

দৃষ্টির সীমানায় মিলে যাওয়া দৃশ্য নিয়ে মানুষের যত কল্পনা আছে

তা স্মৃতির দর্পণে বিগত প্রেম অথবা

ধূসর যৌবনের ভায়া পরিচয়ের মত

অন্ধকারে আলোর মশাল হয়ে ছুটাছুটি করে



সেই জমে থাকা অন্ধকার ঘর, কবিতার উপমা

আর প্রেম প্রার্থনার ভেতর পানা-দেনাহীন

দীর্ঘ হিসাব এবং একটি দীর্ঘশ্বাস আছে...

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ছবি ও কবিতা মিলিয়ে চমৎকার +++++ রইল।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

জামিনদার বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা কান্ডারী ভাই।

২| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

মাক্স বলেছেন: সুন্দর। ভালো লাগা রইল!

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১০

জামিনদার বলেছেন: Thanks

৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৯

সায়েম মুন বলেছেন: আপনি খুব ভাল কবিতা লিখেন। কিন্তু কম। আশা রাখি নিয়মিত পাবো। এই কবিতায় ভাললাগা রইলো।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১২

জামিনদার বলেছেন: কি যে বলেন না সায়েম ভাই :!> সবতো আপনাদের প্রেরণা।

৪| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ছবি ও কবিতা মিলিয়ে চমৎকার +++++ রইল।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৩

জামিনদার বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ।

৫| ১০ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ছবি ও কবিতায় ভাল লাগা। নিরন্তর শুভকামনা থাকলো ।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৫

জামিনদার বলেছেন: শুভ কামনা

৬| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫

হুপফূলফরইভার বলেছেন: 'বিগত যৌবনা নারীর শাড়ীর ভাঁজে
লুকিয়ে থাকা এইসব জীবন্ত কবিতারা
কেন নিরানন্দ জীবনের অন্ধকারে
খুজে ফেরে সময়ের স্রোত'

..................................কে দেবে এই প্রশ্নের উত্তর?

কবি,
চোখ তোল,
চেয়ে দেখ...
'জীবনঘনিষ্ঠ কারো ক্লেদাক্ত নিঃশ্বাসে
ফিরে পায় পুনরায় .... মৃত নদীর বুক চিরে জেগে উঠার অক্লান্ত বিশ্বাস'

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮

জামিনদার বলেছেন: একটা ঘোরের ভেতর থেকে কবিতা লিখতে হয় । সেটা লেখকের প্রকৃত অবস্থান নাও হতে পারে।মৃত নদীর বুক চিরে জেগে উঠে গেলে আর কবিতা লিখা হবে না।

৭| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে। ৬ষ্ট প্লাস!

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১১

জামিনদার বলেছেন: শুভেচ্ছা থাকলো।

শুভ রমযান

৮| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০২

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: এক কথায় চমৎকার...
অনেকদিন সামুতে লগিন করলাম শুরু আপনার পোষ্টে কমেন্ট করতে ++

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১২

জামিনদার বলেছেন: আমার এর'চে বেশি কি পাওয়ার থাকতে পারে।

শুভ রমাদান

৯| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:০১

সুপান্থ সুরাহী বলেছেন:

আচ্ছা আপনি কেন এমন?


লেখার প্রতিভাটা সবার থাকেনা। আর কবিতার প্রতিভাটা তো বলতেই হয়না...

কিন্তু আপনি লেখেন্না!

খুব খ্রাপ আপ্নে...

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০

জামিনদার বলেছেন: কাষ্টমার ফাঁকি দিয়ে লেখালেখি চালিয়ে যাওয়া? কঠিন স্বাধ্য।

দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.