নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উচ্চশিক্ষা+উন্নতপ্রেম

জামিনদার

গলায় কাঁটা বিদ্ধ হয়েছে, খত খত করছি।

জামিনদার › বিস্তারিত পোস্টঃ

স্মরণিকা

১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৮





পথের আলো নিভে ক্রমশ আঁধার নেমে এলে

কত কিছু ভাবি

ভাবি তোমাদের কত দেনাপাওনা

অতীতের খেলার মাঠ

ডুমুরের ডালে হাত ছেড়ে বাঁদর নাচন

কদমের খোসা ছিলে মারবেল খেলা

জোনাকির আলো নিয়ে ভোদৌড়।





বৃষ্টিভেজা স্কুল বারান্দায় বাদামের হাতাহাতি

কাঁদামাটির ফুটবল শেষে

আরো একবার নদীর বুকে আত্মসমর্পণ।

এভাবে অন্ধের লাঠি নিয়ে লুকোচুরি

পাড়ার বুড়োদের বিকৃত নামে ক্ষ্যাপানো

অসহায়ের বোঝা তুলো দেয়া।



গরুর পিঠে চড়ে বাড়ি ফেরা

কোন এক রুদ্রকর দুপুরে শূণ্য চরের বটতলে

চোখ বুজে বাঁশিতে সুর তোলা

নারা ক্ষেতের ভেতর শালিকের হৈচৈ

প্রতিবেশীর টিনের চালে ঢিল মারা

গাছের সর্বশেষ বরইটা এক ডিলে ফেলে দেয়া

অথবা শাপলা খোঁজা ভোর

মুঠো মুঠো সিমের বিচি।



গাংচিলের ডানার মতন

ঋ-কার বৃত্তে গ্রাম থেকে গ্রাম হেঁটে চলা

ক্ষয়ে যাওয়া জুতার নিচে অপচয় সময়গুলো জমে থাকা

অশৈশব প্রেমের আবেগাতুর প্রেমপত্র

দেয়ালে দেয়ালে প্লাস মাইনাসের চিত্রকল্প

সব পুরানো হয়ে গেছে





শুধু স্মৃতিস্তম্ব থেকে একটা নাকফুল, একজোড়া কানপাশা

এবং পেছন থেকে দেখা হেঁটে যাওয়া এক মানবীর কমন দৃশ্য

এখনো জাজ্বল্যমান

আমাকে টানে, অতীদের দিক।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭

সুপান্থ সুরাহী বলেছেন:

কাঁদামাটির ফুটবল শেষে
আরো একবার নদীর বুকে আত্মসমর্পণ।


জীবেনর এমন দৃশ্যমান চিত্রকল্প নির্মানের জন্য ধন্যবাদ..

গাছের সর্বশেষ বরইটা এক ডিলে ফেলে দেয়া


পেরেছেন কখনো?

''গাংচিলের ডানার মতন
ঋ-কার বৃত্তে গ্রাম থেকে গ্রাম হেঁটে চলা ''

বোল্ড অংশটা বুঝিয়ে বলুন...



শুধু স্মৃতিস্তম্ব থেকে একটা নাকফুল, একজোড়া কানপাশা
এবং পেছন থেকে দেখা হেঁটে যাওয়া এক মানবীর কমন দৃশ্য
এখনো জাজ্বল্যমান
আমাকে টানে, অতীদের দিক।


ব্যাখ্যাতীত একটি দৃশ্যকল্প...

জামিনদার এখন ফর্মের তুঙ্গে...

১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

জামিনদার বলেছেন: চিল যখন ডানা মেলে উড়ে তখন সেখানে একটা ঋ-কার (ৃ) বৃত্ত তৈরী হয়। আমাদের গ্রাম্য হাঁটাহাটি এমন ঋ-কার বৃত্তের মত ছিল।

২| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬

সায়েম মুন বলেছেন: সুন্দর কিছু দৃশ্যপট এঁকেছেন। যা চোখের সামনে ছবি হয়ে ঝুলছে।

কিছু টাইপো আছে। ঠিক করে নিয়েন।

ঝোনাকি> জোনাকি, চোখ বুঝে> চোখ বুজে

১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

জামিনদার বলেছেন: কৃতজ্ঞতা সায়েম ভাই- অনেক কৃতজ্ঞা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.