নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উচ্চশিক্ষা+উন্নতপ্রেম

জামিনদার

গলায় কাঁটা বিদ্ধ হয়েছে, খত খত করছি।

জামিনদার › বিস্তারিত পোস্টঃ

পারস্য কবি মোল্লা জামী (রহঃ)

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫



ইতিহাস বিখ্যাত পারস্য কবি আবদুর রহমান ইবনে আহমদ মোল্লা জামী (রহঃ)। তিনি নুরুদ্দিন বা আবুল বারাকাত নামে পরিচিত ছিলেন। ৮১৭ হিজরী সালে তিনি খোরাসানে জন্ম গ্রহণ করেন এবং মৃত্যবরণ করেন ৯১৬ সালে। জাম নামক স্থানে অবস্থান করতেন বলে তাকে জামী নামে ডাকা হয়। খাজা আলী সমরকন্দি, জুনদ উছুলীসহ নিজ পিতা থেকে জ্ঞান অর্জন করেন। কবিতার প্রতি ছিল আর চরম আশক্তি। কবিতা লেখা, আবৃত্তি করা তার খুব পছন্দনীয় কাজ ছিল। পারসী কবিদের মধ্যে তার অবস্থান ছিল প্রায় শীর্ষে। একবার মক্কায় হজ করতে গিয়ে তিনি নবীজি (সাঃ) এর শানে কিছু কবিতা লেখেন এবং নবীজির রওজায় গিয়ে কবিতাগুলো পাঠ করবেন বলে মনস্থির করেন। যেই ভাবা সেই কাজ। তিনি রওয়ানা দিলেন। তার কবিতাগুলো এতটাই আবেগী ছিল যে নবী (সা:) তৎকালীন বাদশাহ কে স্বপ্নযোগে তাকে মদিনায় আসতে দিতে বারণ করেন। নবীজি বলেন সে যদি এই কবিতা আমার রওজার পাশে দাঁড়িয়ে পাঠ করে তাহলে তার সাথে আমার হাত বের করে মুসাফা করা ওয়াজিব হয়ে যাবে। জামি খবরটি শুনে লুকিয়ে মদিনার পথে চলতে থাকেন। বাদশা অনেক খোঁজাখুঁজি করে অবশেষে তাকে উটের পেটের নীচে খাবার রাখার চটের যে থলি থাকে তা থেকে বের করে কয়েদখানায় আবদ্ধ করেন। অতপর নবীজি আবার স্বপ্নযোগে তাঁকে কয়েদখানা থেকে ছেড়ে দিতে বললে বাদশাহ তাকে ছেড়ে দেন। তিনি আবার রওয়ানা দিলে তাকে আবার আবদ্ধ করা হয়।



তার সেই প্রসিদ্ধ কবিতাগুলো হুবহু অনুবাদ করার ক্ষমতা আমার নাই। নবী প্রেমের সে পরিমাণ আবেগও নাই। তবু যতটুকু বুঝেছি তা অনুবাদ করে দিলাম।



১. আপনার অনুপুস্থিতিতে খন্ড খন্ড হয়ে জগতের প্রাণ বেরিয়ে যাচ্ছে

ওগো নবীজি রহমত করুন-দয়া করে একটু দয়া করুন।



২. নিঃস্বন্দেহে আপনি জগতের জন্য রহমত স্বরূপ

অথচ আমাদের রহমত থেকে বঞ্চিত করে

আপনি কিভাবে আনমনা হয়ে ঘুমিয়ে আছেন



৩. হে মুক্তার ঝলক

আপনার ধবধবে আলোক রৌশ্মি দ্বারা

জগতকে উপকৃত করুন

নারগিস ফুলেল ঘুম থেকে জেগে

আলোকিত করুণ হেদায়াত প্রার্থী আমাদের এ মনকে



৪. ইয়ামানি চাদরে আবৃত কাফন থেকে আপনার শির মোবারক একটু বের করুন

কেননা আপনার দর্শন যেন আমাদের জীবনের সকাল বেলা



৫.আপনার বিরহ ব্যথায় আমাদের দিনগুলো যখন রাত হয়ে যায়

তখন আপনার সৌন্দর্য্য পেলে অস্ত যাওয়ার আগেই

আবার লাগাতার সুর্য উদয় হতে থাকে



৬. আপনার পবিত্র শরীর মেস্কাম্বরের পোষাকে আচ্ছাদিত

আর শির মোবারক আবৃত যেন সাদা পাগড়ী দ্বারা



৭. সুগন্ধিযুক্ত পাগড়িখানা মাথা থেকে একটু ঝুলিয়ে দিন

যেন তার ছায়ার বরকতে আমরা হেদায়াত প্রাপ্ত হই



৮.সমস্ত জগতকে আপনার মনোবৃত্তির চাদর করে বিছানো হয়েছে

এমতাবস্থায় জমিন আপনার বিছানো চাদরে কদমবুচির গৌরব অর্জন করতে চায়



৯. তায়েফের প্রসিদ্ধ সেই রক্তাক্ত দু’টি জুতা পরিধান করুন

এবং নতুন করে আমাদেরকে আপনার নিকটাত্মীয় বানিয়ে দ্বীনের দাওয়াত দিন



১০. যেমন করে সবুজ গম্বুজ থেকে বের হতেন, সেভাবেই বের হয়ে আসুন মসজিদে হারামের বারান্দায়। আপনার অনুসারীগণ যে পথে চলে-সেখানে একটু কদম রাখুন, আমি সেই পবিত্র কদেমর ধুলোয় চুমু খেতে চাই



১১. অক্ষমের বিনয়ী দরখাস্তখানা অবিবেচনাপূর্বক কবুল করুন

ভালবাসা দিন প্রকৃত প্রেমিকের মনের জ্বালা মিটাতে



১২. যদিও আমরা অপরাধের সাগরে মাথা পরিমাণ ডুবন্ত

তবুও আপনার রাস্তায় পিপাসার্ত শুকনো দুটি ঠোট নিয়ে লেপ্টে আছি



১৩. আপনি রহমতের মেঘ, উন্মুক্ত দাতা (সাধারণ দান অর্থে)

পিপাসার্ত শুকনো দুটি ঠোটে এক ফোটা করুণার বৃষ্টি ঢেলে দিন



১৪. আমাদের জন্য কতইনা ভাল হত যদি আমরা কোনভাবে আপনার খেদমতে

পৌঁছাতে পারতাম এবং আপনার পবিত্র রওজার মাটি দিয়ে চোখের শুরমা বানাতাম



১৫ . বারবার কৃতজ্ঞতা জানাই মসজিদে নববীর। কৃতজ্ঞতার সেজদা এবং আপনার পবিত্র রওজার আলোক রৌশ্মি যদি আমার প্রাণের দুঃখবোধের ডানা হত আর আমি উড়ে যেত পারতাম আপনার রওজায়।



১৬. হে প্রিয় নবী আপনার পবিত্র রওজা এবং সবুজ গম্বুজ আমাকে এতটাই দগ্ধ করে যে, প্রেমের আগুনে পুড়ে আমার কলিজা টুকরো টুকরো হয়ে চালনীর ছিদ্রাকার ধারণ করেছে। আমার অদৃষ্টেই চোখের মেঘ থেকে অঝোরে বৃষ্টি ঝরছে আপনার রওজায় এবং থেমে থেমে আসছে মাতমের রোল



১৭. কখনো হেরেম শরীফের বারান্দায় ঝাড়ু– দিয়ে

কখনোবা চারপাশ ঘাসমুক্ত করার সৌভাগ্য অর্জন করতে চাই



১৮. কাঁদতে কাঁদতে আমার চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, আপনার নুরের আলো হবে আমার দৃষ্টি

এবং আমার এই অন্ধত্বই বিরহভাঙ্গা মনের স্মৃতি বহন করবে



১৯. ঐ মিম্বরে যেতে ইচ্ছে করে যেখানে আপনি কদম রাখতেন

আমার ভালবাসাভুক্ত দুই চোয়াল সেখানে ডলে ডলে মনকে একটু শান্ত করতে চাই



২০. যে মেহরাব এবং যে মুসল্লায় আপনি সালাত আদায় করতেন সেখানে দু’রাকাত নামাজ আদায় করে মনের তৃপ্তি মিটাতে চাই। মুসল্লার যে স্থানে আপনার ‘পা’ মোবারক রাখতেন, ভালবাসার রক্ত দিয়ে তা যদি ধুয়ে দিতে চাই



২১. আপনার মসজিদের মিম্বরের পাশে সোজা হয়ে দাঁড়িয়ে

দু’জন সত্যবাদীকে স্বাক্ষি রেখে আমি দরখাস্ত পেশ করছি



২৩. আপনার ভালবাসায় আমার মনে যখমের যে ক্ষত সৃষ্টি হয়েছে

তা ক্রমেই চুড়ান্ত রূপ ধারণ করছে এবং আলোকিত করছে আমার আশা



২৪. আল্লাহর কাছে লাখো কৃতজ্ঞতা যে, আমার শরীর যদিও মসজিদে হারামে নেই

কিন্তু আমার বিদগ্ধ আত্মাখানা পড়ে আছে আপনার রওজায়



২৫ আমি আমার আমিত্ম এবং নফসে আম্মারার জালে কঠিনভাবে আটকে পড়েছি।

এমন অক্ষমের দিকে একটু দয়াকের-করুণার দৃষ্টি দিন



২৬. যদি আপনার করুনার দৃষ্টি এবং সাহায্য না পাই তবেতো আমি পঙ্গু হয়ে যাব

অক্ষম হয়ে পড়বো কোন কাজ থেকে



২৭. প্রতিনিয়ত অহংকার এবং অকৃতজ্ঞতা আমাদের আল্লাহর পথ ‘সিরাতুল মুস্তাকীম’ থেকে বঞ্চিত করে রেখেছে, দয়া করে আল্লাহর কাছে একটু দোয়া করুন



২৮. প্রথমত দোয়া করবেন আল্লাহ যেন আমাদের বিশ্বাসযোগ্য ঈমান, দৃশ্যমান ই'তেকাদের জাকজমকপূর্ন জীবন দেন। আরো দোয়া করবেন শিশাঢালা প্রাচীরের মত পরিপূর্নভাবে দ্বীনের ওপর যেন অটল থাকতে পারি



২৯. যখন কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি তৈরী হবে

দোয়া করবেন সেদিনের মালিক যেন জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদের ইজ্জত রক্ষা করেন



৩০. আমাদের অন্ধদৃষ্টি, অদেখা ছোটবড় অপরাধগুলো মার্জনাপূর্বক আপনাকে শাফায়াত করার যেন অনুমতি দেন কারণ তার অনুমতি ছাড়া সেদিন কারোরই সুপারিশ করার ক্ষমতা থাকেব না



৩১. আমাদের অপরাধের লজ্জায় আপনি মাথা ঝোঁকানো কোন ব্যক্তি মত (ইয়া নাফসী ইয়া নাফসী) না বলে রবের কাছে ইয়া উম্মাতী উম্মাতী বলে আরজু পেশ করবেন



৩২. দোয়া করবেন আপনার দয়ার ডানার ভেতর আলগে থেকে অন্য নেককার বান্দাদের সাথে হয়ত এই গুনাগার জামি’রও মুক্তি মিলে যেতে পারে

মন্তব্য ৪৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬

মামুন,চৌ:হাট বলেছেন: গত জুম্মায় হুজুর ঘটনাটা উল্লেখ করে বয়ান করেছেন। তখন ইচ্ছে হচ্ছিল হুজুর কবিতা গুলো একটু পড়ে শুনান না। কিন্তু বলা হয়নি । আপনার মাধ্যমে সে ইচ্ছাটা পূরণ হল । শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

জামিনদার বলেছেন: আপনার মনের চাওয়াটা এভাবে মিলে যাবে ভাবতেও পারিনি।

ভাল থাকেবনা।

২| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪

হুপফূলফরইভার বলেছেন: হে সাইয়্যেদুল মুরসালীন,

আপনার বিরহ ব্যথায় আমাদের শুকনো দিনগুলো যখন রাত হয়ে যায়
ঠিক তখনও আপনার দর্শন পেলে অস্ত যাওয়ার আগেই
সুর্য আবার লাগাতার উদিত হতে থাকে

ভাইরে, এইটা কি কবিতার অনুবাদ তুলে দিলেন নবীপ্রেমী সর্বহারাদের তরে? হৃদয়ে গেথে গেছে লাইনগুলো, অনুরনিত হতেই থাকবে অগণিত দিনগুলো! আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন!

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯

জামিনদার বলেছেন: আমিন- সুম্মা আমিন

৩| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫

ছািব্বর বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য । কিন্তু ভাই দুখজনক হল যারা নবিপ্রেমে বিশ্বাসী নয় , যারা অলিয়াল্লাহ মানেনা তারা এইসব বুঝবেনা , বিশ্বাস করবেনা ।
পুর্বের উনারা যে নবীজীর ইশকের যে অনলে জ্বলেছিলেন তা আজকাল দেখা যায়না । উলটা কেউ যদি নবিজির প্রতি মুহব্বত দেখাইতে যায় , সুন্নতের অনুসরন করতে যায় তখন তাকে নানা কথা শুনতে হয় ।
আল্লাহ আমাদের সকলকে নবিজির প্রেমে মশগুল থাকার তাওফিক দান করুন ।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

জামিনদার বলেছেন: নবী প্রেমর উৎকৃষ্ট উদাহরণ সাহাবাদের জীবনি। প্রচলিত, নজর নেয়াজ, অলি আল্লার নামে নারী পুরুষের মেলামেশা আর মাজারে গাঞ্জাটানার নাম নবী প্রেম নয়। এটা স্পষ্ট ভন্ডামী। নবীর আদর্শই সঠিক নবী প্রেম।

আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


হে প্রিয় নবী আপনার পবিত্র রওজা এবং সবুজ গম্বুজ আমাকে এতটাই দগ্ধ করে যে, প্রেমের আগুনে পুড়ে আমার কলিজা টুকরো টুকরো হয়ে চালনীর ছিদ্রাকার ধারণ করেছে। আমার অদৃষ্টেই চোখের মেঘ থেকে অঝোরে বৃষ্টি ঝরছে আপনার রওজায় এবং থেমে থেমে আসছে মাতমের রোল


নবীপ্রেমী এই ইতিহাসখ্যাত কবির প্রতি শ্রদ্ধা জানাই। আপনাকেও ধন্যবাদ এই হীরকখচিত কবিতাগুলো শেয়ার করার জন্য।

ঐ ডাকে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায়রে
নবীর দিনে আয়রে
নবীর দিনে আয়


ছোটোবেলায় খালেক দেওয়ানের জারিগানে শোনা এ কথাগুলো আজও মনে পড়ে।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

জামিনদার বলেছেন: লেখক বলেছেন: নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী নাম জপে যে জন সেইতো দু'জাহানের ধনি।

ইয়ামানি চাদরে আবৃত কাফন থেকে আপনার শির মোবারক একটু বের করুন
কেননা আপনার দর্শন যেন আমাদের জীবনের সকাল বেলা

অনেক অনেক ধন্যবাদ।

৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:১২

জুন বলেছেন: জানেন জামিন্দার আমরা যখন ছোট তখন এক লোকাল ট্রেনে অন্ধ এক ভিখারী ওয়াইজকুরুনীর নবী প্রেম নিয়ে একটি গান গাইতেন। সেই অসাধারন আবেগময় করুন গানটি শোনার জন্য আমার আব্বা পর পর কয়েকদিন সেই ট্রেনে চড়েছিলেন। চোখের পানি ধরে রাখা দায় হতো সেই গান শুনলে। আজ আপনার পোষ্ট আবার সেই দিনের কথা স্মরণ করিয়ে দিল।
খুব কম জানতাম জামী সম্পর্কে। আপনি আমার জানাকে সমৃদ্ধ করলেন।
অসাধারণ পোষ্টে প্লাস+

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৩

জামিনদার বলেছেন: জামী আরবী গ্রামার বিষয়ক একটি কিতাব লিখেছিলেন। "শরেহ জামী" নামে। কওমী মাদরাসার সিলেবাসে সেটি আছে। আমাদের পড়ানোর সময় যৎসামন্য জ্ঞান দেয়া হয়েছিল জামি সম্পর্কে। হঠাৎ সেদিন তার করা মনে পড়ল আর খুঁজতে খুঁজতে প্রায় সপ্তাহ লেগে গেল তার কবিতা সংগ্রহ করে অনুবাদ করতে। মূল কবিতার যে আবেগ তার সিকি পরিমানও মনে হয় আনতে পারি নাই।

জামির কবিতা আপনার স্মৃতিমন্থর করল জেনে ভাল লাগল।

ভাল থাকুন বিনতে বতুতা।

৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩১

বাংলার হাসান বলেছেন: চমৎকার পোষ্ট, ++++++

অনেক অনেক দিনপর জামিনদার ভাইকে পেলাম। কেমন আছেন ভাই? ফোন নাম্বার কি আগএরটা আছে?

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩২

জামিনদার বলেছেন: হাসান ভাই নাম্বার আগেরটা ঠিক আছে।
আপনি কেমন আছেন। এফবিতে যোগাযোগ করুন প্লিজ।
ব্লগার জামিনদার নামে আছি।

৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৮

রেজোওয়ানা বলেছেন: চমৎকার পোস্ট!

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩

জামিনদার বলেছেন: চমৎকার আমার পোস্ট আপনার আগমণ।

৮| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৩

সুপান্থ সুরাহী বলেছেন: ইয়ামানি চাদরে আবৃত কাফন থেকে আপনার শির মোবারক একটু বের করুন
কেননা আপনার দর্শন যেন আমাদের জীবনের সকাল বেলা

৪নংটা এভাএব সাজালে কেমন হয়?
মোবারক শির হতে সরাও তোমার
ইয়ামানি চাদরাবৃত কাফন
তুমি এলে চোখের আগে আমার
হয় জীবনের সকাল আসার কারণ।

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৭

জামিনদার বলেছেন: অসাধারণ ছন্দ্রে আবদ্ধ করেছেন।

তুমি এলে আসবে ফিরে আমার সকাল বেলা
খোল তোমার চাদর আবৃত নূরের চেহারা খানা।

ধন্যবাদ সুরাহী ভাই।

৯| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

বোকামন বলেছেন:
৫ম ভালোলাগা
আস সালামু আলাইকুম, ভাই।।

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৮

জামিনদার বলেছেন: শুভেচ্ছা জানবেন বোকামন।

ওয়ালাইকুমুস সালামা।

১০| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:২৭

নস্টালজিক বলেছেন: জামিনদার, এই অসাধারণ পোস্টের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন!


প্রিয় নবীজী-র জন্য ভালোবাসায় আমাদের অন্তর পরিপূর্ণ হয়ে উঠুক!

পারস্য কবি জামি-র কথা জেনে ভালো লাগলো!

কবিতাগুলো ছন্দে বেঁধে ফেলতে পারলে খুব ভালো হতো!



শুভেচ্ছা নিরন্তর!

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪১

জামিনদার বলেছেন: সব কৃতজ্ঞতা ফিরে যাবে জামির দিকে। আমি বরং নবিজীকে ভালবেসে জামির মত কিয়ামতে বেঁচে যাওয়ার আশা করতে পারি।

আর ভাবার্থ অনুবাদে ছন্দ্র করতে পারিনা।

কৃতজ্ঞতা রানা ভাই।

১১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৩

খেয়া ঘাট বলেছেন: মন ছুঁয়ে গেলো।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪২

জামিনদার বলেছেন: আজ জামি নাই। নবীজিও নাই কিন্তু তাদের আলোচনা আচে। জামি আসলেই কালের সৃষ্টি।

১২| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৫

মনোহারী দোকান বলেছেন: অপূর্ব চমত্‍কার পবিত্র কবিতা শরীফ উনাকে পেয়ে অবাক বিশ্ময়ে হতবাক হৃদয়! হযরত মোল্লা জামি' রহমাতুল্লাহি আলাইহি উনার সম্মানিত শায়েখ তথা পীর সাহেব ছিলেন ওলীয়ে কামিল, সুফিয়ে বাতিন,নকশবন্দিয়া ত্বরিকা উনার বিশিষ্ট বুজূর্গ হযরত খাঁজা উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহি আলাইহি। হযরত মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি উনার সম্মানিত মুর্শিদ হযরত খাঁজা উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহি আলাইহি উনার মুবারক ছোহবতে থেকে যে অপরিসীম নেয়ামত হাসিল করেছিলেন উনার ই সম্মানিত বহিঃপ্রকাশ হল এই পবিত্র কবিতা শরীফ খানা। আসলেই হক্কানী রব্বানী ওলী আল্লাহ উনাদের হাতে হাত রেখে বাইয়াত হওয়া সকল জীন ইনসান সবার জন্যই ফরয। মাথায় চট আর পাছায় জট গাট্টি ওয়ালারা, গাঞ্জা সেবিরা, পাখা মার্কায় বাতাস যারা খায় এরা ওলী আল্লাহ নয় এরা ওলীউশ শয়তান। ওলী আল্লাহগণ উনাদের মুবারক পরিচয় হল উনারা খলিক মালিক রব আল্লাহ পাক উনার এবং উনার সম্মানিত হাবীব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতামুন্নাবীয়িন হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহাব্বতে গরক্ব (ডুবে) থাকবেন। ফলে কোন অবস্হাতেই উনারা পবিত্র কুরআন শরীফ পবিত্র হাদিছ শরীফ পবিত্র ইজমা শরীফ পবিত্র ক্বিয়াছ শরীফ উনাদের বিপরীত কোন আমল করবেন না উনারা পবিত্র ফরয শরীফ পবিত্র সুন্নাহ শরীফ পবিত্র মুস্তাহাব শরীফ যথাযথ পালন করবেন। উনাদের মুবারক ছোহবত ইখতিয়ার যে সমস্ত ভাগ্যবান ব্যক্তি করবেন উনারাও সকল সূন্নাহ পালণ করে আশিকে রাসূল হবেন। আল্লাহ আমাদের সবাইকে আশিকে রাসূল হবার তাওফীক দান করুন।

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫১

জামিনদার বলেছেন: আপনাদের এ কথা খুব ভালবাবে খেয়াল করা দরকার , যে নবী সারা জগতের জন্য রহমত শরুপ তাকে বিশেষ কোন দলবদ্ধভাবে আবদ্ধ করা বেকুবীর নামান্তর। ওলী আর নবী এক জিনিষ না। ওলীর কবর যিয়ারতের নামে যা হয় তা স্পষ্ট শিরক। যারা নবীজীকে উলঙ্গ স্বপ্ন দেখে তারা ওলি না ভন্ড। নবীর ভালবাসা হয় নবীল সুন্নতে। কোন গোষ্ঠির দালালীতে না।

আপনাদের জানা দরকার রাজারবাগী ছাড়াও আরো বহুত মানুষ আছে যারা নবীজিকে ভালবেসে জীবন দিতেও প্রস্ততু। কাজেই যত্রতত্র কাউকে ওয়াহাবী, কাফের ফতুয়া না দিয়ে দলাদলির ফিতনা থেকে বেরিয়ে কিভাবে উম্মাহকে এক করা যায় সে বিষয়ে চিন্তু করনু।

আল্লাহ সহায় হোন। আপনাকে অশেষ ধন্যবাদ।

১৩| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫

সুপান্থ সুরাহী বলেছেন: আল্লাহর কাছে লাখো কৃতজ্ঞতা যে, আমার শরীর যদিও মসজিদে হারামে নেই
কিন্তু আমার বিদগ্ধ আত্মাখানা পড়ে আছে আপনার রওজায়

আমার দেহ নেই তা জানি আল্লাহ তোমার ঘরে
শুকরিয়া তাও করছি আমি জগৎ খোদার তরে;
কিন্তু জেনো দগ্ধ আমার আত্মা খানা পড়ে
আছে তোমার ঠিকানাতে শান্ত রওজার ঘরে।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৯

জামিনদার বলেছেন: সুন্দরতম

আপনি পুরাটা করে ফেলেন।

১৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৪

ময়নামতি বলেছেন: অনুবাদ ভাল হয়েছে।+++++++++++

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৬

জামিনদার বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৬

সুপান্থ সুরাহী বলেছেন:

যদি দয়া করে মুলটা দিতেন তাইলে ভাল হতো...

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৮

জামিনদার বলেছেন: সময় করে দিব।

১৬| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৮

সুপান্থ সুরাহী বলেছেন:
১.আপনার অনুপুস্থিতিতে খন্ড খন্ড হয়ে জগতের প্রাণ বেরিয়ে যাচ্ছে
ওগো নবীজি রহমত করুন-দয়া করে একটু দয়া করুন।


প্রিয় রাসূল দয়ার সাগর দাও বুলিয়ে পূত তোমার দয়ালু হাত খানা
এই জগতের খণ্ডিত প্রাণ যায় বেড়িয়ে দৃশ্যে এসে একটু করো মানা।

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১

জামিনদার বলেছেন: শুকরিয়া।

১৭| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:২০

সুপান্থ সুরাহী বলেছেন: ২. নিঃস্বন্দেহে আপনি জগতের জন্য রহমত স্বরূপ
অথচ আমাদের রহমত থেকে বঞ্চিত করে
আপনি কিভাবে আনমনা হয়ে ঘুমিয়ে আছেন


তুমিই রহম এই ধরণীর সন্দেহ নেই হৃদয় পুরে
কিন্তু কেন তোমার দয়ার ছায়া হতে বঞ্চিত হই
কেমন করে আনমনা হও জগৎ ছেড়ে দু'হাত দূরে
ঘুমে আছো নাইবা দেখো তবু তোমার উম্মতই রই।


২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯

জামিনদার বলেছেন: অসংখ্যা কৃতজ্ঞতা।

১৮| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:৪২

সুপান্থ সুরাহী বলেছেন:
৩. হে মুক্তার ঝলক
আপনার ধবধবে আলোক রৌশ্মি দ্বারা
জগতকে উপকৃত করুন
নারগিস ফুলেল ঘুম থেকে জেগে
আলোকিত করুণ হেদায়াত প্রার্থী আমাদের এ মনকে


মুক্তোঝলক আমার নবী! বরফ-সাদা আলোর কিরণ
সেই কিরণে দাও করে দাও এই অবনীর সুখ উপকার
নারগিসেরই ফুলেল ঘুমে আর না থেকে আলোয় ভরো
মন আমাদের। চাই হেদায়াত; হেদায়াতের হও রূপকার।

১৯| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন:
৫.আপনার বিরহ ব্যথায় আমাদের দিনগুলো যখন রাত হয়ে যায়
তখন আপনার সৌন্দর্য্য পেলে অস্ত যাওয়ার আগেই
আবার লাগাতার সুর্য উদয় হতে থাকে


ওগো নবী তোমার বিরহের যাতনায় দিনগুলো যেই
রাত হয়ে যায়। তখন তোমার রূপের ছোঁয়া নিতে এসে
দিবাকর ঠিক অস্ত যাবার আগেই আসে দৃষ্টি সীমায়
হৃদাকাশে লাগাতার সে উদয় হতে থাকে হেসে হেসে।

২০| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৬

সুপান্থ সুরাহী বলেছেন: ৬. আপনার পবিত্র শরীর মেস্কাম্বরের পোষাকে আচ্ছাদিত
আর শির মোবারক আবৃত যেন সাদা পাগড়ী দ্বারা


পবিত্র সেই শরীর তোমার
আচ্ছাদিত মেষ্কাম্বরের আভরণে
মোবারক শির আবৃত যেন
শুভ্র পাগড়ির দৃষ্টিকাড়া আবরণে।

২১| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩

সুপান্থ সুরাহী বলেছেন: ৭. সুগন্ধিযুক্ত পাগড়িখানা মাথা থেকে একটু ঝুলিয়ে দিন
যেন তার ছায়ার বরকতে আমরা হেদায়াত প্রাপ্ত হই

সৌরভ মাখা পাগড়ি খানা
একটু ঝুলাও তোমার পূত শির ছেড়ে
বরকতি সেই ছায়া থেকে
হেদায়াতের আলোক মালা নেই কেড়ে।

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩

জামিনদার বলেছেন: কি দিয়ে যে কৃতজ্ঞতা জানাবো। আপনার ছন্দ্রজ্ঞানের প্রসংশা না করে পারলাম না।

২২| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৯

সুপান্থ সুরাহী বলেছেন:
৮.সমস্ত জগতকে আপনার মনোবৃত্তির চাদর করে বিছানো হয়েছে
এমতাবস্থায় জমিন আপনার বিছানো চাদরে কদমবুচির গৌরব অর্জন করতে চায়


বিছিয়েছেন সারা জগৎ
তোমার মনের চাদর করে
সেই কারণে সকল জমিন
তোমার দেয়া চাদর ধরে
কদমবুচির অভিলাসে
এবং হাসে গৌরবে সে।


৯. তায়েফের প্রসিদ্ধ সেই রক্তাক্ত দু’টি জুতা পরিধান করুন
এবং নতুন করে আমাদেরকে আপনার নিকটাত্মীয় বানিয়ে দ্বীনের দাওয়াত দিন


তায়েফেরই প্রসিদ্ধ সেই রক্তমাখা
দু'টি জুতা আবার পায়ে দিয়ে
নতুন করে ডাকো এসে দ্বীনের পথে
তোমার কাছের স্বজন করে নিয়ে।




১০. যেমন করে সবুজ গম্বুজ থেকে বের হতেন, সেভাবেই বের হয়ে আসুন মসজিদে হারামের বারান্দায়। আপনার অনুসারীগণ যে পথে চলে-সেখানে একটু কদম রাখুন, আমি সেই পবিত্র কদেমর ধুলোয় চুমু খেতে চাই


যেমন করে বাইরে যেতেন সবুজ গম্বুজ হতে
তেমন করেই আবার আসুন কাবা ঘরের পথে
বারান্দাতে তোমার আশিক তোমার পথে চলে
সেই সড়কে রাখুন কদম একটু সময় হলে
নাদান আমি পাক কদমের ধুলোয় চুমু খেতে
চাই আবেগে তোমার দিদার ভালোবাসায় পেতে।

২৩| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন: এত ভালো লাগলো, লিখে বুঝানো যাবে না।

২৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৫

সুপান্থ সুরাহী বলেছেন: ১১. অক্ষমের বিনয়ী দরখাস্তখানা অবিবেচনাপূর্বক কবুল করুন
ভালবাসা দিন প্রকৃত প্রেমিকের মনের জ্বালা মিটাতে

অক্ষম আমার বিনয় ভরা এই আবেদন
বিবেচনা ছাড়াই তুমি একটু কবুল করো
দাও অনুরাগ ঘুচাই আমার মনের জ্বালা
আমি আছি খাঁটি প্রেমিক বিবেচনায় ধরো।


১২. যদিও আমরা অপরাধের সাগরে মাথা পরিমাণ ডুবন্ত
তবুও আপনার রাস্তায় পিপাসার্ত শুকনো দুটি ঠোট নিয়ে লেপ্টে আছি

অপরাধের সাগর মাঝে ডুবে আছে
যদিও আমার মাথা-দেহ-প্রাণটা
তোমার পথে পিপাসার্ত শুষ্ক দু'ঠোঁট
নিয়ে তবুও লেপ্টে আছে জানটা।



২৫| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬

সায়েম মুন বলেছেন: চমৎকার একটা পোস্ট। অনেক ভাললাগা রইলো।

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬

জামিনদার বলেছেন: Thanks Brother

২৬| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১

মাহী ফ্লোরা বলেছেন: খুব সুন্দর!

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

জামিনদার বলেছেন: শুভ কামনা থাকলো।

২৭| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৯

শতদ্রু একটি নদী... বলেছেন: অসাধারন!! হ্যাটস অফ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.