নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উচ্চশিক্ষা+উন্নতপ্রেম

জামিনদার

গলায় কাঁটা বিদ্ধ হয়েছে, খত খত করছি।

জামিনদার › বিস্তারিত পোস্টঃ

বঞ্চনা থেকে বঞ্চিত যারা তাদের তরে

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫







ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবার খেয়ে

অনাথ শিশুরা যে নির্মল হাঁসি দেয়

অভিজাত অর্থে তা মানুষের হাঁসি নয়,

মানুষের হাঁসির যে অভিজাত অর্থ হতে পারে

তা শেরাটনের লবিতে খুঁজতে গেলে তুমি দেখতে পাবে ।



তোমরা কেউ জৈবিক সুখ নিয়েছ

জন্ম দিয়ে পালিয়েছ কেউ

অঙ্কুরটা রেখে গেছ রেল লাইনের পাশে

সে এখন জাত -পরিচয়বিহীন এক বৃক্ষ

যার ক্ষুদার জ্বালা আর নেড়ি কুকুরের ঘেউ ঘেউ

প্রতিদিন মধ্য দুপুরে অভুক্ত পথচারির পায়ের সাথে

বাস্প হয়ে উড়ে যায়।



যেহেতু কুকুরের ঘেউ ঘেউ খাওয়া যায়না

তাই মানুষের ঘেউ ঘেউ খেয়ে

প্রগতীকর্তীর খন্তির ছেঁকা খেয়ে

গৃহকর্তার লুলুপ দৃষ্টি আর

প্রতিনিয়ত ধর্ষন খেয়ে সে এখন জীবন বাঁচায়।



অথচ মানুষে মানুষে ব্যবধানের এমন আইল্যান্ড রেখেও

শান্তি প্রতিষ্ঠার নামে তোমরা তৈরী কর মিলিয়ন ডলারের মরনাস্ত্র

ধর্মবিরোধী স্লোগান দিয়ে

নারী অধিকারের কথা বলে তাকে বাজারজাত কর

চে’র ছবিযুক্ত টি-শার্ট গায়ে দিয়ে চেতনায় বিপ্লবী সাজ

মূলত তোমরা প্রতারণার প্রচারণায়

প্রতারিত হয়ে পরাজিত হয়েছ।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩

বাংলার হাসান বলেছেন: যেহেতু কুকুরের ঘেউ ঘেউ খাওয়া যায়না
তাই মানুষের ঘেউ ঘেউ খেয়ে
প্রগতীকর্তীর খন্তির ছেঁকা খেয়ে
গৃহকর্তার লুলুপ দৃষ্টি আর
প্রতিনিয়ত ধর্ষন খেয়ে সে এখন জীবন বাঁচায়।
++++++++++

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৩

জামিনদার বলেছেন: হাসান ভাই ভাল আছেন? কতদিন দেখিনা আপনাকে।

২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৫

সুপান্থ সুরাহী বলেছেন:

মূলত তোমরা প্রতারণার প্রচারণায়
প্রতারিত হয়ে পরাজিত হয়েছ।[/sb

খুবই সরল সত্য। বাট বুঝেনা চেতনার ক্যাভাসাররা...

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৪

জামিনদার বলেছেন: বুঝবে একদিন তখন আর কিছুই করার থাকবেনা। যেমন বুঝেছে ফরহাদ মাজহার আর আল মাহমুদরা।

৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

আরজু পনি বলেছেন:

:(

+

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৪

জামিনদার বলেছেন: কষ্টইতো লাগে।

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৭

জামিনদার বলেছেন: দুঃখইতো পেলাম।

৪| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৭

রাইসুল নয়ন বলেছেন:

ওদের মুখে থু দেই।

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০০

জামিনদার বলেছেন: আমাদেরো কিছু করতে হবে।

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১০

জামিনদার বলেছেন: কাদের মুখে???

৫| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫০

সোমহেপি বলেছেন: কেমন আছেন?


কি আর বলব।সব শালা ভন্ড।নারীবাজারজাত হচ্ছে।এতে কিন্ত্ত কাউকে চিল্লাতে দেখি না।স ধান্ধা রে ভাই।

২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১

জামিনদার বলেছেন: আলহামদুলিল্লাহ।

নারীকে পন্য বানানো অপরাধ নয়। নারীকে পণ্য বলা অপরাধ।

৬| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫

সায়েম মুন বলেছেন: শেষ পঙক্তি খুব ভাল লাগছে।

২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

জামিনদার বলেছেন: কৃতজ্ঞতা সায়েম ভাই।

৭| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৯

রাইসুল নয়ন বলেছেন:








আমাকে করা আপনার প্রশ্নের উত্তর-
Click This Link

৮| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৭

রাইসুল নয়ন বলেছেন:







আপনার প্রশ্নের উত্তর এখানে-
Click This Link

৯| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:১২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সত্য বড় কঠিন.... ভালো ...

১০| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:১৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সত্য বড়ই কঠিন... ভালো ..

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩০

জামিনদার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.