নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উচ্চশিক্ষা+উন্নতপ্রেম

জামিনদার

গলায় কাঁটা বিদ্ধ হয়েছে, খত খত করছি।

জামিনদার › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধের জৈবনাক্ষেপ.....

০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪







কবে- কারা যেন ডেকে গেছে

স্ফীত শিল্প বুননের দিকে

প্রাণবন্তকর সূর্যাস্তের

নির্মল হাসির উচ্ছাস জীবনে

ডান চোখে লাল সবুজে লেখা জীবনের গান গেয়ে

হরিণীর প্রলুদ্ধকর আঁখিজলে স্বাধীনতা

অবশেষে সবুজ ঘাসের ডগায় এক ফোটা শিশির বিন্দু



বলপেনের নীচে কবিতার আত্মসমর্পন।

আকাশে ফালি ফালি নক্ষত্র

সন্ধার বিচিত্র পথ ভূলায়ন

অবমুল্যায়িত নগরীর শেষ প্রান্তের

জমিন থেকে তুলে আনি মাটির পুতুল

খেলাঘরে খেলে যায় মহুয়ার ভূয়ষী চরিত্র

আমি কেবল উৎসুক দর্শক।



বৃহস্পতি, শুক্র বা তিনশ পয়ষট্টি সংখ্যাগুলো

আমাদের জীবন কেড়ে নিয়েছে,

মহিয়সি মায়ের স্তন্যদানের ঋণ পরিশোধের আগেই

বহুমাত্রিক পরিকল্পনা পরিকল্পিতভাবে

আমাদের বৃদ্ধের কোটায় আবদ্ধ করেছে।



সেজদা থেকে উঠে হাটুতে হাত রাখলে

বুঝতে পারি আমাদের আঙ্গুলের চামড়াগুলোয় ভাজ পড়ে গেছে

অতপর আমরা সব বৃদ্ধরা সমাবেশ করে এই সিদ্ধান্তে পৌঁছেছি

মিছেমিছি নাটক মঞ্চের অতীতে আমরা অন্ধই ছিলাম।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

বোকামন বলেছেন:
কবিতাটি সুন্দর এবং বেশ অর্থবহ।।

০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

জামিনদার বলেছেন: পাঠ প্রতিক্রিয়ায় ধন্যবাদ।

২| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার থিমটা ভাল হয়েছে।++

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪

জামিনদার বলেছেন: ভাল লাগায় প্রীত হলাম।

কৃতজ্ঞতা

৩| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

রাইসুল সাগর বলেছেন: আগের মতই চরম কবিতা। ব্লগে এসে আপনার কবিতা পেয়ে অনেক ভালোলাগলো ভাই। শুভকামনা নিরন্তর। কবিতায় +।

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫

জামিনদার বলেছেন: আপনার এমন মন্তব্য পেয়ে অনেক ভাল লাগল ভাই। ভাল থাকবেন।

৪| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

শাওণ_পাগলা বলেছেন: + +

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬

জামিনদার বলেছেন: ধন্যবাদ।

৫| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

রাইসুল সাগর বলেছেন: আগের মতই চরম কবিতা। ব্লগে এসে আপনার কবিতা পেয়ে অনেক ভালোলাগলো ভাই। শুভকামনা নিরন্তর। কবিতায় +।

৬| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

শাওণ_পাগলা বলেছেন: + +

৭| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

শাওণ_পাগলা বলেছেন: + +

৮| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

শাওণ_পাগলা বলেছেন: ++

৯| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

রাইসুল সাগর বলেছেন: কবিতায় ভালো লাগা এবং আপনার জন্য শুভকামনা জানিবেন নিরন্তর।

১০| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

রাইসুল সাগর বলেছেন: কবিতায় ভালো লাগা এবং আপনার জন্য শুভকামনা জানিবেন নিরন্তর।

১১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:০০

রাইসুল সাগর বলেছেন: কবিতায় ভালো লাগা এবং আপনার জন্য শুভকামনা জানিবেন নিরন্তর।

১২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতা
ভাললাগা +

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭

জামিনদার বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।

শুভ কামনা থাকলো।

১৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ। আপনার কোনো কবিতা মনে হয় আজই প্রথম পড়লাম। মুগ্ধ হলাম।

বলপেনের নীচে কবিতার আত্মসমর্পন।
আকাশে ফালি ফালি নক্ষত্র
সন্ধার বিচিত্র পথ ভূলায়ন
অবমুল্যায়িত নগরীর শেষ প্রান্তের
জমিন থেকে তুলে আনি মাটির পুতুল
খেলাঘরে খেলে যায় মহুয়ার ভূয়ষী চরিত্র
আমি কেবল উৎসুক দর্শক।


****

সেজদা থেকে উঠে হাটুতে হাত রাখলে
বুঝতে পারি আমাদের আঙ্গুলের চামড়াগুলোয় ভাজ পড়ে গেছে
অতপর আমরা সব বৃদ্ধরা সমাবেশ করে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে
মিছেমিছি নাটক মঞ্চের অতীতে আমরা অন্ধই ছিলাম।

খুব ভালো লাগলো।

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:০০

জামিনদার বলেছেন: মনে পড়ে ব্লগের প্রথম দিকে আপনার লেখা গুলোই পড়তাম খুব ভাল লাগত। পড়ার পথ মসৃণ হত। এক সময় ব্লগ ছেড়ে দেই। বন্ধুদের চাপে এবং লেখা লেখির স্বার্থে ব্লগে আবার লেখা শুরু করলাম।

অপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:০১

জামিনদার বলেছেন: কৃতজ্ঞতা জানালাম।

শুভ কামনা থাকলো।

১৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:১৬

মামুন রশিদ বলেছেন: ভালো লাগলো +

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭

জামিনদার বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ।

১৬| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২২

সায়েম মুন বলেছেন: সুন্দর। অন্যরকম মাধূর্যের কবিতা।

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮

জামিনদার বলেছেন: সায়েম ভাই অনেক খুশি হলাম।

১৭| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:১৮

সুপান্থ সুরাহী বলেছেন:
জামিনদারের আরো একটি হৃদয়কাড়া পোস্ট...

তবে শেষ লাইনদুটির প্রথম লাইনের শেষ থেক 'যে' টা উঠিয়ে দিলে আবৃত্তি করতে সুবিধে হবে।











'উনি' আজ হঠাৎ আসলেন আমার সাথে ব্লগ দেখতে। এসেই দেখে এই কবিতা। কয় আবৃত্তি করেন।

কি আর করা শুরু করলাম। তবে আটকে গেলাম 'যে'তে।










বউয়ের কাছে ধরা খাওয়ানোয় আপনেরে মাইনাস :D

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৬

জামিনদার বলেছেন: আপনার হ্রদয় কাড়লো জেনে অনুরিত হলাম।
নি:শ্বন্দেহে আপনি একজন ভাল আবৃত্তিকার। কিন্তু লেখকেরতো কিছুটা দায়বদ্ধতা থাকে।

আর ধরা খাইছেন জেনে আনন্দিত হলাম। সময়টা কিছু সময়ের জন্য স্থবির হয়েগেছে।

১৮| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:২৩

তুষার কাব্য বলেছেন: অন্যরকম প্রতিদ্ধনি...
বলপেনের নীচে কবিতার আত্মসমর্পন। বাহ্‌..........................

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৯

জামিনদার বলেছেন: কি চমতকার মন্তব্য

ভাল লাগল আপনাকে পেয়ে।

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫২

শায়মা বলেছেন: ভাইয়া হঠাৎ এমন ভবিষ্যতের কাব্য কেনো?



যাইহোক অনেক অনেক ভালো লাগা একটু একটু মন খারাপ ভাবও আছে।

০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৩

জামিনদার বলেছেন: ভবিষ্যৎত সব সময় বর্তমান। শুধু বর্তমানটাই অতীত। তাই ধরে নিতে পারো আমি বর্তমান নিয়ে লিখেছি।

ভাল আছ নিশ্চই। ভাল থেকো।

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫০

অনির্বাণ প্রহর বলেছেন: সেজদা থেকে উঠে হাটুতে হাত রাখলে
বুঝতে পারি আমাদের আঙ্গুলের চামড়াগুলোয় ভাজ পড়ে গেছে
অতপর আমরা সব বৃদ্ধরা সমাবেশ করে এই সিদ্ধান্তে পৌঁছেছি
মিছেমিছি নাটক মঞ্চের অতীতে আমরা অন্ধই ছিলাম।


এই অনুভুতিগুলোই আমাদেরকে প্রতিনিয়ত খুঁচিয়ে যাচ্ছে, আপনার লেখায় অনেক সুন্দর ভাবে ধরা দিল। আরো একবার ভাবতে বাধ্য করলো কোথায় যাচ্ছি আমরা!!

কবিতায় অনেক ভাল লাগা রইল।

২১| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

সুন্দর।।

২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত শব্দের বিন্যাসে মুগ্ধ হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.