![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ধনাত্বক গল্পে
ত্রিভুজ প্রকৃতির উপসংহার স্থায়ী হয়ে গেছে
ভাঙ্গা গ্লাসের টুকরার মতন বিরহ ভেঙ্গে
বেরিয়ে আসছে কবিতার সেল।
কালের অন্তরায় তিন আঙ্গুলের ভাঁজে
বৃত্তাকারের যেটুকু জায়গা আছে
সেখানে জমা হয়ে উড়ে যায় যতসব বেহালার সুর
আড় চোখে দেখি মায়াবী বাঁধন
ভেঙেও ভাঙেনা যেন ধ্রুব তারার মতন
আসে আর যায় । বছরের পর বছর
কষ্টের জ্বলন নিভেও জ্বলে
আসতে যেতে দেখা হলে হাত বাড়িয়ে
পরিশোধ করতে হয় প্রাচীন মায়ার ঋণ।
ভুলগুলো মুছে দেবার মত কৌশলি কোন ইরেজার নেই
জীবন পাণ্ডুলিপির খসড়ায় শুধু লাল কলমের দাগ।
২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১১
জামিনদার বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।
২| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২১
সায়েম মুন বলেছেন: ভুলগুলি কি আর ইরেজ করা যায়। থাকুক না কিছু ভুল। আলোস্মৃতি জ্বলুক সুরঙ্গ পথে।
২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১
জামিনদার বলেছেন: কবিতার চেয়ে মন্তব্য সুন্দর।
কৃতজ্ঞ সায়েম ভাই।
৩| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ভুলগুলো মুছে দেবার মত কৌশলি কোন ইরেজার নেই
জীবন পাণ্ডুলিপির খসড়ায় শুধু লাল কলমের দাগ।
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৩
জামিনদার বলেছেন: ধন্যবাদ।
৪| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১২
বাংলার হাসান বলেছেন: দারুন।
ভাই আপনাকে দুই দিন ফোন করছিলাম, কিন্তু নাম্বার বন্ধ পাইছি
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৫
জামিনদার বলেছেন: নাম্বার ভুল ছিল কি না?? [email protected] মেইল দেন।
৫| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৭
সুপান্থ সুরাহী বলেছেন:
শান্ত নদির স্রোতের মত শব্দস্রোতে ভাসলাম...
চমৎকার...
ভুলগুলো মুছে দেবার মত কৌশলি কোন ইরেজার নেই
জীবন পাণ্ডুলিপির খসড়ায় শুধু লাল কলমের দাগ।
এইটুকো প্রবাদ হয়ে যেতে পারে কালে...
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৭
জামিনদার বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্য।
শুভ কামনা।
৬| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভুলগুলো মুছে দেবার মত কৌশলি কোন ইরেজার নেই
জীবন পাণ্ডুলিপির খসড়ায় শুধু লাল কলমের দাগ।
নাইস-
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৮
জামিনদার বলেছেন: ভাঙ্গা গ্লাসের টুকরার মতন বিরহ ভেঙ্গে
বেরিয়ে আসছে কবিতার সেল।
৭| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪০
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে।
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯
জামিনদার বলেছেন: কৃতজ্ঞতা থাকলো প্রফেসর সাহেব।
৮| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৯
নাজিম-উদ-দৌলা বলেছেন:
চমৎকার মেল বন্ধন ।
ভাল হয়েছে কবিতা।
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০০
জামিনদার বলেছেন: অসংখ্য ভালবাসা থাকলো।
৯| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫১
গোর্কি বলেছেন:
-পঙ্ক্তিমালা গেঁথে গেল।
-পঠনে ভালো লাগা জানাই।
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩
জামিনদার বলেছেন: পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা থাকলো।
শুভেচ্ছা নিরন্তর।
১০| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০০
বোকামন বলেছেন:
আড় চোখে দেখি মায়াবী বাঁধন
ভেঙেও ভাঙেনা যেন ধ্রুব তারার মতন
আসে আর যায় ।
সংগ্রহে রেখে দিলুম ....
তৃপ্তপাঠ...
“+”
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭
জামিনদার বলেছেন: তৃপ্ত মন্তব্য।
শুভ কামনা, সুখে থাকুন ।
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
হুপফূলফরইভার বলেছেন: জীবনটাই যে ভূলে ভরা,
কি আসে যায় এই ভাবনায়?
ভূল পথেই হোক হৃদ্ধ গীতের সিদ্ধচারন
পদ্মমোছন শঙ্কালেপন,
কি আসে যায় এই ভাবনায়?
অতশত বেঙ্গতিতে ইরেজারের প্রয়োজনটাইবা কোথায়?
১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
শায়মা বলেছেন: ইরেজার দিয়ে যদি ভুল মুছে ফো যেত, কত ভালোই না হত!
১৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভুলগুলো মুছে দেবার মত কৌশলি কোন ইরেজার নেই
জীবন পাণ্ডুলিপির খসড়ায় শুধু লাল কলমের দাগ।
সুন্দর কবিতা।
১৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার কবিতা।
ভালো লাগলো।।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা