নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উচ্চশিক্ষা+উন্নতপ্রেম

জামিনদার

গলায় কাঁটা বিদ্ধ হয়েছে, খত খত করছি।

জামিনদার › বিস্তারিত পোস্টঃ

"মৃত্যু এবং মোহভঙ্গ"

০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭





শতবর্ষ পাড়ি দিয়ে যেতে হবে

জীবনের অন্তিম সন্ধ্যায়।

মরু বালুচরে দীর্ঘ মায়ারেখা ফেলে

অবসাদগ্রস্ত একজোড়া পা নিয়ে

কতদূর পথ সাঁতরে এসেছি মনে নেই।

কামনার কতফুল মাঝপথে ঝরেগেছে

স্বপ্নের উঠোন জুড়ে চির ভাস্বর হয়ে

জেগে আছে কত লাজুক স্পর্শ।

এখন নির্ঘুম রাত শেষে, নীলিমায়

নিস্তব্ধ হাওয়ায় ভর করে ভেসে আসে

মিনারের প্রিয় আজানের সুর।







মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: দিন শেষে মৃত্যুই যে একমাত্র নিষ্ঠুর সত্য। কবিতার পঙক্তিগুলো যথেষ্ট ভাবিয়ে তুলেছে। খুব ভালো লিখেছেন জামিনদার। অল্প কথায় অনেক কথার দ্বার উন্মোচন করা হয়েছে কবিতাটিতে।

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫০

জামিনদার বলেছেন: অনেক প্রেরেরণাদায়ক মন্তব্য।
অনেক ধন্যবাদ প্রিয় বিদ্রোহী বাঙ্গালি।

২| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৭

মামুন রশিদ বলেছেন: নাইস ওয়ান ।

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩১

জামিনদার বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৭

জাহাঙ্গীর.আলম বলেছেন: সত্য সুন্দর অথচ নিষ্ঠুর বাস্তবতা ৷ ভাল লিখেছেন ৷

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩২

জামিনদার বলেছেন: পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.