![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি -ঘর ভাঙ্গার আগে, মন ভেঙ্গে যায়,
তবে চলো- দু’জন দু’দিকে যাই;
মন থেকে ঘড়ি ধরে,
সংসারে পড়ে থাক মুঠো-মুঠো ছাই।
দারুচিনি, দেবদারু, উনুনের ভাজা মাছ
কর্মের দিন শেষে, ময়ূয়ের জল নাচ,
সব কিছু পড়ে থাক
ঝুলে থাক সামিয়ানা, মশারীর তিন পাশ।
কাঁথাজুড়ে আল্পনা, সুঁইয়ের সুতা ঘর
দেয়ালে টাঙ্গানো আছে বউ আর আদি বর।
স্মৃতিভরা আলমিরা,
এক জোড়া তালা চাবি, দুই জোড়া কবুতর
রাতদিন দেশে দেশে,
ঘুরে ফিরে পথ শেষে
যদি মনে হয় কারো
একসাথে থাকা ভালো।
শেষে এসে অবশেষে,সাদা মেঘে ভেষে ভেষে,
সন্ধ্যায় নীড়ে ফিরে, দুই চোখে রেখে চোখ,
আরো কিছু কাছে এসে;
বাতায়ন খোলা রেখে, আলোজ্বেলে দিয়ে তীরে।
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৬
জামিনদার বলেছেন: এটা প্রাথমিক চিকিৎসা
পাঠ প্রতিক্রিয়ায় মুগ্ধ।
২| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০২
মামুন রশিদ বলেছেন: অন্তত সম্পর্কের বাতায়নটুকু খোলা রাখা দরকার ।
সুন্দর লিখেছেন ।
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৬
জামিনদার বলেছেন: এইতো আশা।
শুভেচ্ছা।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৮
জাহাঙ্গীর.আলম বলেছেন: কবিতা পড়ে ভাল লাগল ৷
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৭
জামিনদার বলেছেন: এর চেয় আর বেশি পাওয়া কি।
ধন্যবাদ।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৩
রিমঝিম বর্ষা বলেছেন:
যদি -ঘর ভাঙ্গার আগে, মন ভেঙ্গে যায়,
তবে চলো- দু’জন দু’দিকে যাই;...............
সেটাই আসলে।
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩০
জামিনদার বলেছেন: সন্ধ্যার ফিরে আসার কথা কিন্তু বলেছি।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১০
কাবিল বলেছেন: ঈদ মোবারক।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮
অন্ধবিন্দু বলেছেন:
কোথায় হারালেন, জামিনদার।
৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
বাংলার ফেসবুক বলেছেন: রাতদিন দেশে দেশে,
ঘুরে ফিরে পথ শেষে
যদি মনে হয় কারো
একসাথে থাকা ভালো।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৫
অন্ধবিন্দু বলেছেন:
হুম।। সহজে সমাধান টেনেছে কবি।
কবিতা পাঠে তৃপ্তি !