নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুখী, নিরতিশয় আনন্দিত ব্লগ !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

প্রচেত্য

--- : শর্ত প্রযোজ্য : ---

প্রচেত্য › বিস্তারিত পোস্টঃ

বন্ধুহীন বন্ধু দিবস !

০৬ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:২৪

বন্ধু দিবস নিয়ে বন্ধুদের কতই না আয়োজন, কবিতা, ছড়া, কার্ড, উপহার যেকোন সম্ভারের কোন শেষ নেই। বন্ধু দিবস বলে কথা, কাছের, দূরের সম্পর্কের যেকোন বন্ধুকেই উইশ করতে হবে, একটু ব্যতিব্যস্ত কিংবা আয়োজন তো হবেই। ভালই লাগে যখন দেখি বন্ধুরা তাদের বন্ধুকে কত ভালবাসা, আবেগের বহি:প্রকাশ করছে। অতুলনীয় সে এক দৃশ্য।

কেউ বিশ্বাস করতে চাইনা, আমার কোন বন্ধু নেই, বন্ধু-বান্ধবহীন এই জীবন। তাই বন্ধু দিবসের উপলব্ধির ভিন্নতা আমার কাছে অন্যরকম। উইশ করার জন্য এমন কাউকে খুজে পাইনা যে এসএমএস করব কিংবা মেইল করব, কিংবা সামান্য কার্ড, গিফট উপহার দিব। তাই কারও কাছ থেকে কিছু পাবারও অনর্থক আশা কখনও করিনা।



স্কুল, কলেজ জীবনে যাদের সাথে বন্ধুত্ব হয়েছে তারা শুধু ক্লাস ফেরেন্ড হিসেবেই পরিচিত ছিল, স্কুল কলেজের বাহিরে এমন কাউকে পাইনি যার সাথে জীবনের সুখ, দু:খ, আনন্দ বেদনা শেয়ার করা যায়, এক কথায় সেরকম বন্ধুত্ব কারও সাথে হয়ে উঠেনি। তাই কলেজ জীবন পেরোবার পর ওরা যখন ইউনিভার্সিটিতে তখন আমি চাকুরীর বেড়াজালে আটকে পড়ি, দূরত্বটা তখন আরো বাড়তে থাকে, এখন এ পর্যায়ে বলতে গেলে কারও সাথে তেমন কোন যোগাযোই নেই। এই নেই থেকে আর কখনো হয়ে উঠলনা। কেউ বন্ধু হয়ে আসতেও চাইনি, আমিও কখনও হাত বাড়াইনি।



যেহেতু বন্ধুহীন জীবন, তাই বন্ধু দিবসে বন্ধুর জন্য সময় ব্যায় করাটাও আমার হয়ে উঠেনা, শুধু অনুভবে উপলব্ধিতে বন্ধুর উপস্থিতি কামনা করি।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:৩৬

সন্ধ্যাবাতি বলেছেন: বিয়ে করে ফেলেন :)

কেউ বন্ধু নেই বললে তাকে আমি এই উপদেশটা দেই :))

২| ০৬ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:৪৫

উদাসী স্বপ্ন বলেছেন: এইসব দিবসে আমি চুপ মারি। ভ্যালেন্টাইন দিবসে তো কথাই নাই। কেউ খুজ পায় না। তার পরের দিন যখন ফোন ধরা শুরু করি, অভিযোগ শোনার জন্য আলাদা কান লাগাইতে হয়। মাঝে মধ্যে খাতা কলম নিয়া বসি কারে কোন অজুহাত দিলাম। তবে এইবারের বন্ধুদিবস ব্যাতিক্রম লাগছে কেননা বোলগে নিজের অজান্তেই অনেকের সাথে কথাবার্তা (মন্তব্য) হলো। নিজের বদঅভ্যাসের কথা ভুলেই গেলাম।

৩| ০৬ ই আগস্ট, ২০০৭ সকাল ১০:২৩

সপ্তক বলেছেন: হায়রে বন্ধু দিবস.....ওই দিন কতো পরিকল্পনা...সব ভেস্তে গেল অফিসের ডাকে...বন্ধুরা সবাই ভুল বুঝল...কি আর করা...পরের বছ্ র ডবল মজা করব...!!!!

৪| ০৬ ই আগস্ট, ২০০৭ সকাল ১০:৩৯

অন্যরকম বলেছেন: বিয়ে করে কি বন্ধুর অভাব পুরণ করা যায়? @সন্ধ্যাবাতি। (এেক্ষত্রে আমি অজ্ঞ, আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি।)

৫| ০৬ ই আগস্ট, ২০০৭ সকাল ১০:৪৮

প্রচেত্য বলেছেন: অনযরকমের সাথে একমত এবং এই বয়সে বিয়ে করলে বাবা-মা ঘরে জায়গা দিবেনা, সো কেয়ারফুল্লি ডিসিশন নিতে হবে আমাকে@সন্ধ্যাবাতি
এভাবে বলতে গেল কত বসন্তই তো চলে গেল, কই কোন কোকিলই তো ডাকেনা @উদাসী
একই ঘটনা, একই কাহিনী আমার ক্ষেত্রেও @সপ্তক

৬| ০৬ ই আগস্ট, ২০০৭ সকাল ১০:৫৪

সপ্তক বলেছেন: বিয়ে করে একটা বাড়তি বন্ধু পাবার স ম্ভাবনা থাকতে পারে......কিন্তু বন্ধুহীন্ তা মিটাতে পারবেন কি না জানিনা......

৭| ০৬ ই আগস্ট, ২০০৭ সকাল ১০:৫৬

মাহমুদ রহমান বলেছেন: খাইছে রে, বন্ধুহীনদের মেলা বসেছে ভেবে ঢুকলাম, কিন্তু, ভিতরে যা কমেন্ট চলতেছে! তাড়াতাড়ি পালাই।

৮| ০৬ ই আগস্ট, ২০০৭ সকাল ১০:৫৯

অন্যরকম বলেছেন: @মাহমুদ রহমান। বস, কোন কমেন্টটা খারাপ লাগল?

৯| ০৬ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:০৩

মাহমুদ রহমান বলেছেন: কমেন্ট কোনটাই খারাপ লাগে নাই। বন্ধুহীনদের সব সৎ(!) পরামর্শ দেয়া হচ্ছে কিনা! :)

১০| ০৬ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:০৭

প্রচেত্য বলেছেন: প্রকটিক্যাল কথা বললেন@সপ্তক
বন্ধুহীন না কি ? পালাবেননা, যেকোন বিষয়েরই অভিজ্ঞতা দরকার আছে, ভবিষ্যতে কাজে লাগতে পারে@মাহমুদ

১১| ০৬ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৫৪

শাহানা বলেছেন: বন্ধু দিবসের কথা মনে ছিল না। বাসায় ছিলাম। হঠাৎ এক বন্ধুর মেসেজ পেলাম। কি যে ভালো লাগল। অনেকদিন পর বন্ধু যদি একটু যোগাযোগ করে (না হয় বন্ধু দিবস উপলক্ষ্যে) খুব ভাল লাগে।

১২| ০৬ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:১৪

প্রচেত্য বলেছেন: তাওতো ভাল কাউকে বন্ধু বলে পরিচয় দিতে পারেন, কিন্তু যারা বন্ধুহীন ?@শাহানা

১৩| ০৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:০৬

রবিনহুড বলেছেন: যত পালনের দিবস আছে আমাকে বলবেন, একদম ফাটাইয়া দিমু। দিবস পালনে আমি ১ নম্বর।


গতকাল ফাটাইয়া ঘুরছি... এই গ্রুপ থেকে ওই গ্রুপ...গরমে শরীর থেকে ১মন পানি ঝরছে। সারাদিনে একবার ও ছোটটার চাপ পায় নাই সব পানি ঘামের সাথে চলে গেছে।

১৪| ০৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:১৫

কালপুরুষ বলেছেন: জগতে নিজেই নিজের পরম বন্ধু। তারপর অন্য কেউ।

১৫| ০৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:২২

বকলম বলেছেন: এই প্রবাসে যাদের পেলাম সব টন্ধু, বন্ধু একটাও নাই। তাই বন্ধু দিবসে "How to be your own best friend" বইটা মনোযোগ দিয়া পড়তাছি।

১৬| ০৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:০৪

প্রচেত্য বলেছেন: আপনাকে সাকসেস দিবস পালন ম্যান মনে হচ্ছে, আশীর্বাদ রইল@রবিনহুড
আদর্শ কথাই বলেছেন@ কালপুরুষ
মন্দ না সময় পার করার বুদ্ধিটা, যদি না কোন বন্ধু থাকে @বকলম

১৭| ০৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:২৪

সন্ধ্যাবাতি বলেছেন: এ সংক্রান্ত আমার কোনই অভিজ্ঞতা নেই, তবে কারো একাকীত্বের সমস্যা দেখলেই মনে হয়, বিয়ে করলেই ভালো থাকবে । হয় আসলেই বন্ধুত্বের জন্য একাকীত্ব কাটবে, তাই ভালো থাকবে, আর না হয় বউ এত জ্বালাবে, সারাক্ষন দৌড়ের উপর রাখবে, বন্ধু নাই সেইটা ভাবারই টাইম থাকবে না :))


আমি দ্বিতীয় টাইপের বউ হবো, তাই জানি!

১৮| ০৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৪৯

অন্যরকম বলেছেন: আর না হয় বউ এত জ্বালাবে, সারাক্ষন দৌড়ের উপর রাখবে, বন্ধু নাই সেইটা ভাবারই টাইম থাকবে না :))
আমি দ্বিতীয় টাইপের বউ হবো, তাই জানি!
হা হা হা... আমার আবার ভরবেগ বেশী.... দৌড়ানো শুরু কারতে অনেকককক টাইম লাগবে... :-)

১৯| ০৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৫৪

মাহমুদ রহমান বলেছেন: বন্ধু না থাকা কি মানুষের একাকীত্বের কারণ! আসলে বন্ধুর সংগাটা কি?

২০| ০৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৫৭

প্রচেত্য বলেছেন: যুক্তি যা দিলেন তা না হয় বোঝা গেল, কিন্তু দ্বিতীয় লাইনে ব্যক্তিগত বিষয়ে যদি হস্তক্ষেপ করি তাহলে "দ্বিতীয় টাইপের বউ" ব্যপারটা অজানাই রয়ে যাবে যদি না কিছু ব্যখ্যা করেন @সন্ধ্যাবাতি

২১| ০৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:০০

মানুষ বলেছেন: সবাইকে ইন্টারন্যাশনাল দোস্ত দিবসের শুভেচ্ছা।

২২| ০৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:০৩

প্রচেত্য বলেছেন: সন্ধ্যাবাতির রিপ্লাই দিতে দিতে 'অনযরকম' ও 'মাহমুদ' ঢুকে পড়েছেন, ভালই করেছেন ।
আসলেই বন্ধুর সংগা কি? আমি যতই বলিনা কেন বাহিরের সম্পর্কের কোন বন্ধু আমার নেই কিন্তু আমার আত্মার সম্পর্কে আমারা বাবা-মা আমার জীবনের শুধু অভিভাবকই নয় শ্রেষ্ঠ বন্ধু ও সাথীও বটে!

২৩| ০৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:০৫

অন্যরকম বলেছেন: আসলে বন্ধুর সংগাটা কি?
সংগা দিয়ে ডিফাইন করা কষ্টকর। তবে বন্ধুত্ব কিছুই না, আবার অনেক কিছু। বন্ধু ছাড়া জীবন একেবারে অচল হয়ত বলা যাবে না তবে জীবন চলবে না। (বেশী চিন্তা করে ফেল্লাম, সব কেমন ছেড়াবেড়া লাগতেছে!!)

২৪| ০৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:২৫

মাহমুদ রহমান বলেছেন: আমি আসলে 'ইউনিভার্সাল ব্রাদারহুডে' বিশ্বাসী। আমার কাছে এটি বন্ধুত্বের চেয়েও অনেক বেশি কিছু মনে হয়।

একেবারে চেনা নাই জানা নাই এমন ব্যক্তির সাথেও খুব অল্প সময়ের পরিচয়ে এমন ভালবাসা পেয়েছি যে তা ভুলবার নয়। হয়ত তাকে মনে নেই।

এতে কোন স্বার্থ নেই, এই দিকটিউ আমার কাছে খুব ভাল লাগে।

২৫| ০৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩৫

মৃন্ময় আহমেদ বলেছেন: বন্ধুত্বের কোনো আলাদা সত্ত্বা আছে বলে আমি মনে করি না। প্রতিটা পজিটিভ সম্পর্কের মাঝে বন্ধুত্ব বিদ্যমান। আর বন্ধু? কে সে?

লিংকঃ বন্ধুত্ব

২৬| ০৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩৮

অন্যরকম বলেছেন: ভাল ব্যাখ্যা @ মাহমুদ রহমান। এরকম প্রায়ই হয়। আবার অনেক দিনের পরিচিতের কাছ থেকেও (ভালো বন্ধু) মেকি ভালবাসা/হিংসা পেয়েছি। পরে যখন বুঝতে পেরেছি.... অনেক দেরী হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.