![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--- : শর্ত প্রযোজ্য : ---
মেয়েরা যে এরকম মেইল করতে পারে কল্পনায়ও ছিলনা, মানে এর আগে কখনও এরকম কিছু কোন মেয়ের কাছ থেকে রিসিভ করিনি, সে কারণেই বলছি। যদিও সে আমার ফ্রেন্ড প্লাস এক্স কলিগ।
এভাবেই সকালটা মেজাজটা বিতিকিচ্ছিরি রকম খারাপ হল। অপেক্ষায় ছিলাম দুটি গুরুত্বপূর্ণ ই-মেইলের। ইনবক্সে যথারীতি দুটি আনরিড মেইলের সংখ্যা দেখে বেশ আনন্দিত হবার কথা থাকলেও খুব বেশী আনন্দিত হতে পারিনি বরঞ্চ আনন্দের পরিবর্তে বিরক্তই হয়েছি বেশ!
মেইল আছে দুটি কিন্তু আমার সেই মেইল নয়,
১) গরম মসল্লা
২) কুর্নিকোভা উইদআউট স্কার্ট শিরোনামের দুটি মেইল
কান, মাথা, চোখ দিয়ে ধোয়া বের হচ্ছে, হচ্ছেটা কি এসব ! মেয়ে হয়ে সে এরকম মেইল করল ! তাও অফিসে ওপেন করতে হবে, অনেকটা ভাবনায় ফেলে দিল, ভাবনার এফোড় ওফোড় করে খুলেই ফেললাম প্রথম মেইলটা “গরম মসল্লা” মেইলের শুরুতে তেমন কোন ম্যাসেজ নেই, এ্যরো মার্ক দিয়ে নীচে নামতেই আছি নামতেই আছি, কিন্তু গরম মসল্লা মানে যা বুঝেছিলাম তা তো নয় বরং কিচু ইন্ডিয়ান “রান্নার” “গরম মসল্লার” প্যাকেটের ছবি দিয়ে এ্যাড ছাড়া আর কিছু না। ওফফফফ !!! হাফ ছেড়ে বাঁচলাম কি ভেবেছিলাম আর কি দেখলাম।
এবার দ্বিতীয়টা, কিন্ত ভয় পাচ্ছিলাম যদি সত্যি সত্যি স্কার্ট ছাড়া হয় তাহলে তো বিপদ ! এরকম ছবি দেখছি কেউ দেখে ফেললে সেটা তো মহা খারাপের বিষয় ! যা আছে কপালে যাহ ! একরকম ক্লিক করেই ফেলালাম। ওয়াও এখানেও ডাওন এ্যারো দিয়ে নীচে নামছি তো নামছি। হায় হায় একি দেখি স্কার্ট ছাড়া ঠিকই কিন্তু শারি পড়ে পোজ দিয়েছে। হাসতে হাসতে শেষ, কি ভাবা আর কি দেখা।
যাই হোক কাজের চেয়ে অকাজেই হল বেশী, করার কিছু নেই বরং অনুমান করা পোষ্টের প্রথম দুটি লাইন উইথড্র করে নিলাম।
এক মেয়ে ক্লায়েন্টকে কনভিনস্ করতে গিয়ে বারোটা বেজেছে, ফোনেও সেরকম, বলি এক বোঝে এক। মাথা নষ্ট হবার যোগাড়।
আজ সারাদিন বোধ হয় মেয়ে ভাগ্য খারাপ, কেন বলছি কারণ আছে ! এই তো লাঞ্চ শেষে একটু আয়েশে আছি এমনই সময় বস ডেকে প্রায় গোটা দুইশ বায়োডাটা তাও মেয়েদের, দিয়ে বললেন বাছাই করতে, ফ্রন্ট ডেষ্কে নেওয়া হবে। দুইশো থেকে বিশ জন। কঠঠিন কাজ। যারেই দেখি তাকেই ভাল লাগে, কাকে রেখে কাকে রাখি। মহা-সমস্যায় আছি বন্ধুরা। কলিগরা হেল্প করতে চাইছে কিন্তু এভয়েড করেছি। সব পাজির দল।
কি করার আর ! সিভি বাছাই বাদ দিয়ে এখন ব্লগিং করছি।
১৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৩
প্রচেত্য বলেছেন: বোন, খুবই মজার জব এটা
সবচেয়ে মজার কথা কি জানেনে
কেউ কেউ এসে বলছে
"তোমার ইয়েটাও দেখে রাখতে পার"
ইয়েটা বুঝেছেন তো !
২| ১৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫১
আবু সালেহ বলেছেন: এইসবই করা হয়!!!!
আপনার বসও আর মানুষ পাইলো না......
বাইছা বাইছা আপনারে!!!
১৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৫
প্রচেত্য বলেছেন: ওস্তাদ
আর কিছু বইলেন না
বস মানুষ চিনে বুঝলেন, খাঁটি বান্দা একদম ১০০% ভেজাল বিহীন
আমি থাকতে নাই ভরসা
৩| ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০০
ফ্রুলিংক্স বলেছেন: আহারে, এইরকম চাকরি যে কবে পাবো !!
সবার নাম, ঠিকানা, ছবি নিয়ে সাইড ব্যবসা হিসেবে ঘটকালি শুরু করে দেন। এই রকম চান্স লাখে একটা পাইছেন।
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৯
প্রচেত্য বলেছেন: ভাইয়ে সবুরে মেওয়া ফলে, সবুর ধরেন পেয়ে যাবেন
আর ঘটকালি !
বহুত জবরদসত্ জিনিস মনে করায়ে দিলেন, ভাল কাজ সওয়াবও বটে !
মন্দ না, তবে চাকরি হারিয়ে ঘটকালি করতে চাইনা
৪| ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
মৃন্ময় আহমেদ বলেছেন:
জয়তু..
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৬
প্রচেত্য বলেছেন: জয়তুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ !!!
৫| ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
রোবট রাজকন্যা বলেছেন: হা হা হা হা,
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৭
প্রচেত্য বলেছেন: শুধু হাসলেই হবে ! হাসাতে হবে !
৬| ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
আবু সালেহ বলেছেন: ১০০% ভেজালবিহীন নাকি ১০০% ভেজাল??
সয়াবিন তেলের জায়গায় পামওয়েল এই অবস্থা....
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৯
প্রচেত্য বলেছেন: ভেঁজাল তবে ........................
৭| ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪১
বিবেক সত্যি বলেছেন: হুমম .. এই কাজে কলিগদের হেল্প না নেয়াই ভালো
২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৩
প্রচেত্য বলেছেন: অভিজ্ঞতা সম্পন্ন মন্তব্য
উপকৃত হলাম
৮| ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫১
শাওন বলেছেন: ভালই দিন কাটাচ্ছেন তাইলে
২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৫
প্রচেত্য বলেছেন: শাওন ভাই
এই তো এভাবেই কেটে যাচ্ছে
৯| ১৮ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:২৯
বিহঙ্গ বলেছেন:
ভালই দিন কাটাচ্ছেন তাইলে !!!
শুধু ছবি দেখলেই হবে।
২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৯
প্রচেত্য বলেছেন: ভাই বিহংগ
চলছে একরকম
সিভির শুরুতেই ছবি থাকে, আলটিমেটলি ছবিটাই তাই প্রথম নজর কাড়ে
ভাল লাগে এ্যাডমিনের এই কাজটা
১০| ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৯
মুকুল বলেছেন: সিভিগুলা আমার কাছে পাঠাইয়া দেন। আমি বাছাই কইরা দিমুনে।
২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪২
প্রচেত্য বলেছেন: হইছে মুকুল ভাই,
ওই কাজ করতে পারবনা
বিবেক সত্যি ভাই কি বলেছেন দেখেন নি, ওনার অভিজ্ঞতা আছে, আমারও
তবে একটু টাফ প্রতিযোগিতামূলক এই সময়ে অনেক সিভি থেকে অল্পসংখ্যক বাছাই করা
রুপে, গুণে, যোগ্যতায় সবাই মোটামুটি দেখা যায় সমমানের
তব্রও এনজয়েবল জব
১১| ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হা হা হা
২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৩
প্রচেত্য বলেছেন: ভাই হাসি থামান
আমি এখান থেকেই সাউন্ড পাচ্ছি
১২| ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: "তোমার ইয়েটাও দেখে রাখতে পার"
২৬ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৪
প্রচেত্য বলেছেন: আপনার কথা মাথায় রাখলাম
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৫
ফারজানা মাহবুবা বলেছেন: উমম, এই করা হচ্ছে!!