নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

....স্বপ্নগুলো মনের কোনে আকুপাকু করে অহরহ....

সুমন আহমদ

একটি নাটাইহীন ঘুড়ি, বৈঠাহীন নৌকা আমি, অথবা চাল চুলোহীন নিধিরাম সর্দার-ই বলা যায়। আমার যা আছে সেটাই যেন অন্যের, আমার নিজের বলে কিছুই নেই, এমন কি আমিও আমার না...

সুমন আহমদ › বিস্তারিত পোস্টঃ

আমি যেন বন্ধিশালায়....

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

অনেক দিন পর লিখতে বসেছি, অনেক দিন পর ব্লগে হাত দিচ্ছি। সেই ২০০৯ইং থেকে ব্লগে আছি লিখছি পড়ছি, উপহাস করেছি, উপহাস পেয়েছি, বাচ্চাদের মতো পোষ্ট করেছি, কমেন্ট করেছি, অভিমান করেছি। ফিরে দেখলে পোষ্টগুলো আজ নিজে নিজেই হাসি, মাঝে মাঝে লজ্জাবোধ হয়।

মাঝখানে অনেকটা সময় চলে গেছে জীবন থেকে, পাড়ি দিয়েছি অনেকটা পথ, বিয়ে করেছি, সংসার করছি, পরীর মতো একটা মেয়ে সন্তানের বাবা হয়েছি। সুখের সময়টা দ্রুত পেরিয়ে এখন অভাব, দুঃখ, দূর্দশা এবং বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে নিষ্ঠুর শহর ঢাকাতে একা থাকছি। পরিবারের কেউ নেই সাথে যেন এতগুলো মানুষের মাঝেও আমি মরুভূমিতে বসবাস করছি। মেয়েটির জন্য বুকের মধ্যে প্রতিনিয়ত একটা হাহাকার কাজ করে, ফোন করলে যখনই "বাবা" বলে ডাক দেয়, মনে হয় বুকের পাজড়গুলো কেউ ষ্টিমরোলার দিয়ে ভেঙ্গে খান খান করে দিচ্ছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ছাড়া কখনো থাকিনি, এই প্রথম দীর্ঘ সময়ের জন্য থাকতে এসেছি ভাবতেই কষ্টের রেখাগুলো সুস্পষ্ট হয়ে যায় চোখে মুখে।

হাতেও তেমন একটা টাকা নেই কিন্তু টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছি, চাকুরী করছি, গুছিয়ে নিতে এখনও পারিনি, কিছুদিন সময় লাগবে হয়তো সবকিছু গোছাতে সেই সময়ের অপেক্ষাতে আছি।

দোয়ার দরখাস্ত রইল সবার তরে।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

ওমেরা বলেছেন: আল্লাহ যেন আপনার সব ধরনের সমস্যা দুর করে আপনার জীবনকে সুন্দর করে দেন ! আমীন।

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

সুমন আহমদ বলেছেন: আমীন

২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

আমি ৎৎৎ বলেছেন: আপনার মধ্যে পজিটিভিটি আছে, সব হয়ে যাবে, নো টেনশন।


ভাল থাকুন, সবসময়।

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

সুমন আহমদ বলেছেন: ধন্যবাদ, সত্যি বলতে এখানে অনেকের অনুপ্রেরনা পেয়েছি নয়তো যে কটা দিন আছি তাও থাকতে পারতাম না। ধন্যবাদ অনুপ্রেরনার জন্য।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: আপনার জন্য শুভকামনা রইলো।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২

আহমেদ জী এস বলেছেন: সুমন আহমদ,




এরই নাম জীবন!
জীবনের এই জটিল পথটুকু সাহস না হারিয়ে পেরিয়ে যেতে চেষ্টা করুন। যিনি এমন সুন্দর করে লিখতে জানেন, তিনি জীবনের পাতাতেও সুন্দরতার ছাপ রেখে যাবেন অবশ্যই।
শুভকামনা রইলো।

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

সুমন আহমদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া অনুপ্রেরনার জন্য।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার জন্য শুভকামনা

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: মানুষের জীবনে সব সময় সু-সময় থাকে না।
আপনার জীবেন আবার সু-সময় ফিরে আসুক সে কামনায় করি।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন সাফল্য আসবেই।
দেরী হোক যায়নি সময়।

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

সুমন আহমদ বলেছেন: অপেক্ষায়ই আছি ভাই, কিন্তু দুঃসময় গুলা বড় দীর্ঘ হয়...

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

বিজন রয় বলেছেন: এতদিন পর ব্লগে আসলেন????

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

সুমন আহমদ বলেছেন: সুঃসময়ে ভুলে গিয়েছিলাম আমার কিছু শুভাকাঙ্গী ব্লগে আছে, যখন দুঃসময় পাশে দাড়ালো, শেয়ার করার জন্য কাউকে পাচ্ছিলাম না তখনই মনে হলো অপিরিচত স্বজনরাই আমার জন্য শ্রেষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.