নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

....স্বপ্নগুলো মনের কোনে আকুপাকু করে অহরহ....

সুমন আহমদ

একটি নাটাইহীন ঘুড়ি, বৈঠাহীন নৌকা আমি, অথবা চাল চুলোহীন নিধিরাম সর্দার-ই বলা যায়। আমার যা আছে সেটাই যেন অন্যের, আমার নিজের বলে কিছুই নেই, এমন কি আমিও আমার না...

সুমন আহমদ › বিস্তারিত পোস্টঃ

ফুট্ন্ত আলিঙ্গন

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

কোন একদিন বা রাতে আমার আমার জীবন প্রদীপ নিভে যাবে, হয়তোবা কোন একটি সস্তা পত্রিকার ভেতরের পাতায় ছোট একটি শিরোনাম হবে "সুমন নামের ছেলেটি এখন আর নেই" সমস্ত স্বপ্নগুলো রাস্তার ধুলিকণায় মিশে যাবে। কয়েকদিন পর ভুলে যাবে বন্ধু-বান্ধব, ভুলে যাবে আত্মীয় স্বজন। নতুন নতুন মানুষ আসবে পৃথিবীতে, নতুন প্রজন্ম আসবে ঢেউয়ের পর ঢেউ হয়ে, হাজার হাজার বছর পেরিয়ে যাবে, আগের মতই চাঁদ উঠবে আকাশে পৃথিবীতে মায়াময় স্নিগ্ধ আলোয় ছড়িয়ে দিতে, আগের মতোই সাগর দুলবে আবেগে, মাতাল হাওয়া এসে নিবিড় করে তুলবে আবেগের ব্যাথা, যৌবনের গর্ভে বুক ফুলিয়ে বলবে, পৃথিবী আমি তোমাকে ভালবাসি।

কেউ একজন বলেছিলেন, "অতীত কে কখনই মনে করার চেষ্টা করো না, কেননা অতীত সব সময়ই কাঁদায়, সেটা সুখেরই হোক অথবা দুখেরই হোক" আজ তার মর্মার্ত বুঝতে পারছি। সিলেট শহরে বড় হয়েছি, শৈশব কৈশর পার করেছি আজ চাইলেও ফিরতে পারছি না যেতে, সমস্ত দরজা বন্ধ করে দিয়ে এসেছি জীবনের তাগিদে, বেঁচে থাকার তাগিদে। সন্ধ্যায় চায়ের দোকানের আড্ডা, রাতে ক্যারাম এর টুকটাক শব্দ, শুক্রবারে নামাজের পরে যুক্তিখন্ডন সবকিছু মনে হয়ে বড় বেশী আঘাত লাগে বুকে।

সিলেট তোকে বড় ভালবাসিরে....

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

বিজন রয় বলেছেন: হ্যালো, কেমন আছেন।
একটু ডিস্টার্ব করছি।

কিছু পরামর্শ চাই। আপনি তো বিড়াল পোষেন, এই ব্যাপারে।
আমি একটি বিড়াল বাচ্চা সংগ্রহ করেছি তিন/চার দিন হলো, কিন্তু তার লোমের ভিতর উকুনের মতো ছোট ছোট পোকা।
এটার প্রতিকার কি?

দয়া করে পরামর্শ দিলে উপকার হবে।

আর ব্লগে আপনাকে আরো বেশি চাই।

শুভকামনা রইল।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

বিজন রয় বলেছেন: দুঃখিত!
ভুল করে এক কথাগুলো আপনার এখানে বলে ফেলেছি।
মুছে দিন প্লিজ।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সুমন আহমদ বলেছেন: হাহাহাহাহা! সত্যি বলতে আমি মজা পেয়েছি আপনার কথায়, থাকুক না কি হয় তাতে, অপ্রাঙ্গগিক কিছু দেখলে এখন ভালই লাগে

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: আবেগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.