![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
বন্ধুরা, আমার একটা খবর আপনাদের এখনো জানানো হয়নি, আমি ডিভি-2006 জয়ী হয়েছিলাম। আমার ইন্টারভিউর(এ্যামবেসি ফেইস) তারিখ 17ই আগস্ট, 2006 নির্ধারিত হয়েছে, আমার এই সুসংবাদটি আপনাদের সবার সাথে শেয়ার করছি। জানিনা ভাগ্যে কি আছে, তবে যাই থাকুক, আপনারা আমার জন্যে দোয়া করবেন।
বৃদ্ধ বাবা'র যেন এ বয়সে আর অফিসে ছোটাছুটি করতে না হয়। মা'কে যেন আর তার ছেলের ভবিষ্যত নিয়ে ভাবনায় না থাকতে হয়। খুব সাধারণ মধ্যবিত্ত একটা পরিবারের সন্তান বলেই বাবা-মা'র এই চিন্তগুলো অমূলক নয়, তাই আমি আমার জন্যে আমার বাবা-মা'র জন্যে আপনাদের কাছে দোয়া আর ভালোবাসা চাইছি, একটা সুখী, সুন্দর আর ভালোবাসায় ঘেরা পরিবারের জন্যে। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।
২| ০৪ ঠা জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
ধানসিঁড়ি বলেছেন: চীন ও আরব হামারা, হিন্দুস্তা হামারা.....
পৃথিবীর যে প্রান্তেই থাকুন, ভালো থাকুন।
৩| ০৪ ঠা জুলাই, ২০০৬ সকাল ১০:০৭
রিনয় বলেছেন: আশাকরি আপনি আমেরিকা থেকেও ব্লগিং করে যাবেন।
ভাল থাইকেন...............
১৪ ই মে, ২০১১ বিকাল ৩:১৪
ইফতেখার ভূইয়া বলেছেন: প্রায় ৫ বছর পর আপনার মন্তব্যের উত্তর দিচ্ছি। আমি এখন আমেরিকায় এবং ওখান থেকেই এই মন্তব্য লিখছি। শুভ কামনার জন্য আবারও ধন্য বাদ।
৪| ০৪ ঠা জুলাই, ২০০৬ সকাল ১০:০৭
অতিথি বলেছেন: ইফতেখার,
আপনাকে অভিনন্দন;
আপনার সাফল্য কামনা করছি।
৫| ০৪ ঠা জুলাই, ২০০৬ সকাল ১০:০৭
অতিথি বলেছেন: দোয়া করি
৬| ০৪ ঠা জুলাই, ২০০৬ সকাল ১১:০৭
অতিথি বলেছেন: অভিনন্দন ও দোয়া।
৭| ০৪ ঠা জুলাই, ২০০৬ দুপুর ১২:০৭
অতিথি বলেছেন: আপনাদের সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আরো এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।
৮| ০৪ ঠা জুলাই, ২০০৬ দুপুর ১২:০৭
অতিথি বলেছেন: ভাইয়া আপনার জন্যে দোয়া করছি।
ভাইয়া, আমিও সাবমিট করে ছিলাম। কিন্তু ......হয় নাই মনে হয়। তবে তারচেয়ে ভালো কোন অপরচুনিটি পাচ্ছি আমি ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।
আর ভাইয়া, কনফিগারেশন কি আপনি মেইল এ পেয়েছেন? একটু জানালে ভালো হতো। আমি বুঝতে পারছি না।
04.07.2006
৯| ০৪ ঠা জুলাই, ২০০৬ দুপুর ২:০৭
অতিথি বলেছেন: আপনার জন্য রইলো অকৃত্রিম ভালবাসা ও দোয়া। সাথে অভিনন্দন।
আপনার সাফল্য কামনা করছি। আর আমাদের আপডেট জানান... অন্তত চলে যাবার আগে আমাদের জানিয়ে যাবেন।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
অতিথি বলেছেন: আপনার সাফল্যের জন্যে অকৃত্রিম শুভকামনা রইল...।