নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

আমার ডেস্কটপ কম্পিউটার

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:০১

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং সন্ধ্যায় কাজ থেকে বাসায় ফিরে আমার সর্বপ্রথম কাজ হলো, কম্পিউটার অন করা। উইন্ডোজ স্টার্ট হতে হতে কাপড়-চোপড় চেঞ্জ করি। এরপর পছন্দের যে কোন একটা গান চালিয়ে ফ্রেশ হয়ে নেই, শুতে যাবার আগ পর্যন্ত কম্পিউটার চালুই থাকে, টুক-টাক কিছু ব্যক্তিগত কাজ করি। আর এভাবেই কম্পিউটার মিশে আছে আমার দৈনন্দিন জীবনে।



কম্পিউটারের প্রতি দুর্বলতা আমার বেশ আগে থেকেই। সর্বপ্রথম কম্পিউটার হাতে পেয়েছি সেই ৯৭'এর দিকে। মনে পড়ে সেটা ছিলো ৪৮৬ মডেলের কম্পিউটার, ১০০ মেগাহার্টজ প্রসেসর, ৮০ মেগাবাইট হার্ডডিস্ক আর ১৬ মেগাবাইট র‌্যাম। আর অপারেটিং সিস্টেম ছিলো উইন্ডোজ ৯৫। ছিলোনা কোন সিডি-রম ড্রাইভ, উইন্ডোজ ইন্সটলেশনের জন্যে ছিলো ২০/২৫টা ফ্লপি ডিস্ক। এসব মনে হলে এখন সত্যিই খুব হাসি পায়। মাত্র কয়েক বছরেই কতটা বদলে গেছে সেই প্রযুক্তি। ফ্লপি বদলে এসেছে, সিডি, ডিভিডি, ব্লু-রে ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ। শক্তিশালী মাদারবোর্ড, প্রসেসর এমনি আরো কত কি! কিন্তু কম্পিউটারের প্রতি ভালোবাসাটা ঠিক সেই আগের মতোই আছে, বদলে যায়নি এতটুকুও।



এখন আমি যে ডেস্কটপ পিসিটা ব্যবহার করছি তার কনফিগারেশনটা নিচে দিয়ে দিচ্ছিঃ



মডেলঃ এইচপি প্যাভিলিয়ন স্লিমলাইন এস৭৬০০ এন

প্রসেসর: ২.২ গিগাহার্টজ , এএমডি এথলন ৬৪ বিট।

হার্ড ড্রাইভ: ২০০ গিগাবাইট।

অপটিক্যাল ড্রাইভ: ডিভিডি আর/ডব্লিউ।

র‌্যাম: ১.৫ গিগাবাইট।

গ্রাফিক্স কার্ড: ২৫৬ মেগাবাইট, এনভিডিয়া জি-ফোর্স ৬১৫০ এল.ই.।

সাউন্ড কার্ড: ৫.১ চ্যানেল।

নেটওয়ার্কিং: ডায়াল আপ, ল্যান, ওয়্যারলেস ল্যান।

মনিটর: এইচপি ডব্লিউ ১৭ই।

অপারেটিং সিস্টেম: উইনন্ডোজ এক্সপি প্রফেশনাল ২০০২।



আসলে কম্পিউটারের কনফিগারেশনটা নির্ভর করে ব্যক্তিগত প্রয়োজন বা চাহিদার উপর। অনেকেই কম্পিউটারে গেম খেলতে পছন্দ করেন আর সেজন্যে প্রায়ই টাকা খরচ করে কম্পিউটার আপগ্রেড করেন, এটা আমার কাছে অনেকটাই অপচয় বলে মনে হয়। সাধারণত আপনি যে ধরনের কাজ করেন, মূলত সেটার উপর নির্ভর করেই পছন্দের কম্পিউটারটি বেছে নেয়া প্রয়োজন। আমার কম্পিউটারটিতে কাজ করে আমি যথেষ্টা সাচ্ছন্দ্য বোধ করি।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:১৬

কতবতবকতকত বলেছেন: আপনার আগের সেই মেশিনটা কই? মিউজিয়ামে দান করে দিছেন নাকি?
ভাল লিখছেন। চালায়া যান। কম্পিউটার গ্রুপে নাম লিখাতে পারেন।

১৯ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৩

ইফতেখার ভূইয়া বলেছেন: মেশিনটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি। নষ্ট হয়ে গিয়েছিলো। পরে অবশ্য মনে হয়েছিলো ওটা রেখে দেওয়া জরুরী ছিলো। মন্তব্যের জন্যে ধন্যবাদ।

২| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:২৭

রাতমজুর বলেছেন:
মডেলঃ আইবিএম ক্লোন।
প্রসেসর: ৭৩৩ মেগাহার্টজ , পেন্টিয়াম-৩।
হার্ড ড্রাইভ: ৬০ গিগাবাইট।
অপটিক্যাল ড্রাইভ: কম্বো।
র‌্যাম: ৩৮৪ মেগাবাইট এসডি।
গ্রাফিক্স কার্ড: ৬৪ মেগাবাইট, এনভিডিয়া।
সাউন্ড কার্ড: ২.১ চ্যানেল।
নেটওয়ার্কিং: বিল্ট-ইন নাই, ১০/১০০ কার্ড, ব্লুটুথ এডাপ্টার এজ এর জন্য।
মনিটর: স্যামসাং ৫৫০এম/এস ১৫ ইন্চি।
অপারেটিং সিস্টেম: উইনন্ডোজ এক্সপি প্রফেশনাল ২০০২।

৩| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৩০

রাতমজুর বলেছেন:

৪| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৩৪

নাজিরুল হক বলেছেন: রাত মজুর, এই পিসি দিয়ে কাজ করতে কোন বিরক্ত লাগে না? :)

৫| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৩৫

নাজিরুল হক বলেছেন: আমি কিন্তু ছবি দেখে বলিনি :)

প্রসেসর: ৭৩৩ মেগাহার্টজ

৬| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৪০

রাতমজুর বলেছেন:
@ নাজিরুল হক
আমার পিসিটাও আমার মতই সুপার পিসি (আমি হালকা সুপারম্যান টাইপ, হা হা হা), না ভাই, বরং মোবিলিটির দরকারে একটা ল্যাপটপ কিনবো ভাবছি, কিন্তু আমার এই পুরোনো পরিক্ষীত বন্ধুটাই ভালো লাগে আমার। প্রসেসর: ৭৩৩ মেগাহার্টজ হলে কি হবে? পি-৪ কে পেছনে ফেলে দৌড়োয় দরকারে।

৭| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৪৪

নাজিরুল হক বলেছেন: তাই নাকি!

আমার আগে ছিল এই রকম একটা।
সেটা ছিল প্রসেসর: ৮০০ মেগাহার্টজ। ভিডিও কনভার্ট করার সময় রিস্টার্ট হয়ে যেত। একদিন রাগে দিলাম এক আচার। :)

৮| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৫০

রাতমজুর বলেছেন:
@ নাজিরুল হক
হা হা হা, আসলে আমি অফিস ডকুমেন্ট আর ইন্টারনেট ব্যাবহার ছাড়া, শুধু গেম খেলা আর সার্ভেইল্যান্সের কাজে ব্যাবহার করি ওটাকে, অফিসে ১০ ঘন্টা পিসিতে কাজকরার পরে অন্য কাজে পিসিতে বসতে ভালোলাগে না।

আর গেম গুলোও লো-রিসোর্স এর, এজ অব মিথোলোজী টাইপ, তাই সুখেই আছি।

৯| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৫৮

নাজিরুল হক বলেছেন: আসলেই ঠিক বলেছেন। অফিসে সারাক্ষন পিসির সামনে থেকে আবার পিসির সামনে বসতে ভাল লাগে না।

মাঝে মাঝে সন্ধায় আমার ISP ইন্টারনেট সার্ভিস দেয় না ২/৩ ঘন্টার জন্য। সেই দিনটতে আমার ভাল ঘুম হয়।

১০| ১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫৩

রাতমজুর বলেছেন:
@ নাজিরুল হক
কই থাকেন ভাই?

১১| ১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৫

নেমেসিস বলেছেন: এখনো আমার একটা পিসি সচল । যা পি ১ ৪৩৩ মেগাহার্টজ । ঐটায় এক্সপি চালাই :)

১২| ১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫২

কেএসআমীন বলেছেন: খাঁটি কথা

১৩| ১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৯

ত্রিভুজ বলেছেন: নেমেসিসের কম্পিউটারটার হার্ট এ্যাটাক হয় নাই এখনো?


আমার একটা আছে... ৬৬ মেগাহার্টজের.... অনেকদিন বেঁচে ছিলো...! এখনো থাকতো, যদি যত্ন করে রাখতাম!


বেশীর ভাগ মানুষই না বুঝেই পিসির কনফিগারের পেছনে টাকা নষ্ট করে...

১৪| ১৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪২

খারাপ লোক মাগার হাচা কতা কই বলেছেন: আইচ্ছা, এইডা কি হইল?
চামে দিয়া নিজের পিচির ভাব লইয়া গেলেন মনে লয়??
আমারটঅ কিনতুক খাসা জিনিস।
p1-120mhz
ram 48 mb
agp 2 mb
hdd 1 gb
floppy drive
modem

হে হে

১৫| ১৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬

খারাপ লোক মাগার হাচা কতা কই বলেছেন: াপনের কমপি দিয়া কি করেন??
১০০ মেগার কমপি থুইয়া এইডা লইলেন কে?

১৬| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৩২

অন্যকোথাও বলেছেন: আমার একডা পি-৩ আছিল, ৫০০ মে.হা. প্রসেসর। পরে ৮০ জি.বি. হার্ডডিস্ক লাগায়া নিছিলাম। সারে ৫ বছর চালাইসি। হেইডা দিয়া কত যে স্টান্ট করছি!! একলগে ৩টা ও.এস. ঢুকাইছিলাম। ৯৮, এক্সপি, উবুন্টু। হের উপর দিয়া ফেডোরা ঢুকাইতে গিয়া হার্ডডিস্ক ইন্তেকাল ফরমাইয়াছিল। মাগার মেশিন ঠিক আছিল। পরে পুরান একটা ৮ জি.বি. হার্ডডিস্ক লাগায়া ফুল সেট মেশিন ৬হাজার টাকায় বেইচা দিসিলাম। :)

১৭| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৩

নেমেসিস বলেছেন: এ্যান্টিকস্‌ জমানো হবি আমার । এখনো পাকিস্তান পিড়িওডের কালো টেলিফোন সেট ( যেটার রিসিভার পার্ট টাইম হাতুরী বিশেষ ) , Zeiss কোম্পানীর ঐতিহাসিক মডেলের ক্যামেরা এমনি অনেক কিছু সংগ্রহে আছে :) @ ত্রিভুজ । এবং সচল :)

১৮| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১:১৭

রাতমজুর বলেছেন: হা হা হা

১৯| ১৯ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: মন্তব্যের জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.