নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

ওয়ার্ডপ্রেসে বাংলা কিবোর্ড সংযোজন

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৮


অতি সম্প্রতি প্রকাশনী সাইটটিতে আমরা বাংলা কিবোর্ড সংযোজন করেছি। ওয়ার্ডপ্রেসভিত্তিক এই সাইটটির এ্যাডমিন প্যানেল থেকে লিখালিখির জন্য এই ফিচারটি সংযোজিত হয়েছে। মূল স্ক্রিপটি একুশে থেকে নেয়া হয়েছে পাশাপাশি কিছুটা মডিফাই করে তা ওয়ার্ডপ্রেস এর উপযোগী করা হয়েছে। লক্ষ্যণীয় বিষয় হলো আমরা ওয়ার্ডপ্রেস এর গুটেনবার্গ এডিটরের পরিবর্তে ক্ল্যাসিক এডিটর ব্যবহার করছি। আপাতত ইউনিজয় কিবোর্ড লেআউট ব্যবহার করা যাবে ভবিষ্যতে অন্যান্য কীবোর্ডও যোগ করা হবে।

আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইটেও এই স্ক্রিপটি ব্যবহার করতে চান তাহলে নিচের পদ্ধতি অনুরসণ করুন।

১। এই ঠিকানা ভিজিট করুন।
২। মডিফাইড স্ক্রিপটি (unijoy.js) ডাউনলোড করুন।
২। আপনার সাইটে যে থিমটি ব্যবহার করা হচ্ছে তা ভেতর "js" ফোল্ডার তৈরী করে তাতে ডাউনলোকৃত স্ক্রিপটি (unijoy.js) রাখুন।
৩। উপরের ঠিকানা থেকে functions.php ফাইলটি ওপেন করুন এবং ভেতরের ফাংশনটুকু কপি করে আপনার থিমের functions.php পেইজে পেস্ট করুন।

আপনার ওয়ার্ডপ্রেস সাইটের পেইজ বা পোস্ট এডিটরে গিয়ে চেক করুন। উপরের স্ক্রিনশটের মতো আপনার এডিটরেও কিবোর্ড সিলেক্ট করার অপশন পাবেন। ইউনিজয় সিলেক্ট করে বাংলা টাইপ করুন।

আশা করছি স্নিপেটটি আপনাদের কারো কাজে আসবে। ধন্যবাদ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


ব হুদিন আগে, একবার আপনার ১ টা শক্তিশালী কম্প্যুটার নিয়ে আপনার সাথে আলাপ হয়েছিলো। আপনি কি ডেভেলপার?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী। ব্যক্তিগত ভালোলাগা এবং পেশাগতভাবেও আমি একজন ছোটাখাটো ডেভেলপার।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: কম্পিঊটার সম্পর্কে আমি খুব কম জানি। বুঝি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৬

ইফতেখার ভূইয়া বলেছেন: কম বোঝা ভালো। সবাই বেশী বুঝলেতো সমস্যা, তাই না?!

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৯

নেওয়াজ আলি বলেছেন: শুভ কামনা। ভালো হলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.