নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

সব শিশুই ভালো থাকুক

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৬

বিগত চব্বিশ ঘন্টায় যে মানুষটার মুখ সবচেয়ে বেশী বার দেখেছি তার ছবিটা নিচে তুলে দিলাম। প্রথম আলো পত্রিকা থেকে ছবিটা নেয়া হয়েছে।
কপিরাইট - প্রথম আলো।

কোন সুর্নিদিষ্ট কারণ নেই, তবুও কেন যেন বাচ্চাটার কথা বার বার মনে পড়ছে। বয়স কত হবে ঠিক বলতে না পারলেও এটা বুঝি যে ও হয়তো আমার ছেলেটার মতোই হবে, একটু কম বেশী হতে পারে। ওর মলিন চেহারাটা কেন যেন আমাকে বেশ পীড়া দিচ্ছে। জীর্ণ বস্তির পলিথিন ধরে দাঁড়িয়ে থাকা, গায়ে কোন কাপড় না থাকা, এক ধরনের অসহায়ত্বকেই মনে করিয়ে দিচ্ছে। অথচ ও-ওতো আমার সন্তানের মতো কিছুটা হলেও ফিটফাট থাকতে পারতো, আর দশটা বাচ্চার মতো, পরিষ্কার-পরিচ্ছন্ন, গায়ে সুন্দর জামা। হয়তো ওর পরিবারের সে সামর্থ্য নেই, তবুও আমার কেন যেন এক ধরনের অপরাধবোধ কাজ করছে। চারিদিকে অজানা মৃত্যুর ভয়ের মাঝেও ও ঘুরে বেড়াচ্ছে। ইচ্ছে করছে, ওর জন্য কিছু সুন্দর জামা কিনে নিয়ে যাই, কিছু ভালো খাবার। ও আর দশটা বাচ্চার মতোই সুস্থ, সুন্দর আর আনন্দে খেলাধুলা করুক, বড় হোক এই দোয়াই করছি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা কত বাচ্চা যে কস্টে আছে !

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: হুম সেটাই। আল্লাহ সব বাচ্চাদের সুন্দর জীবন দিন এই দোয়াই করছি।

২| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: বিশ্বের এই পরিস্থিতিতে আমি সবচেয়ে বেশি ভাবী শিশুদের কথা। বারবার তাদের মঙ্গলের জন্য প্রার্থনা করি।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৭

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, এটাই করা উচিত। পাশাপাশি সাধ্যমত এদের সহযোগিতায় যতটা সম্ভব হাত বাড়িয়ে দেয়া উচিত। ধন্যবাদ।

৩| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৫

শুভ্র মিহির বলেছেন: কি আর করা

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৭

ইফতেখার ভূইয়া বলেছেন: সাহায্য করুন। না পারলে তাদের জন্য দোয়াটা অবশ্যই করা যেতে পারে।

৪| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: শিশুদের কথা ভাবলেই বুকের মধ্যে যেন কেমন করে ওঠে।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৭

ইফতেখার ভূইয়া বলেছেন: ঠিক তাই।

৫| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৫

নেওয়াজ আলি বলেছেন: সবাইকে যেন সুস্থ রাখে আল্লাহ ।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৭

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী। আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.