নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

শব্দ-শ্রমিক

১০ ই মে, ২০২০ দুপুর ২:২৭

- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

আমি কবি নই-শব্দ-শ্রমিক।
শব্দের লাল হাতুড়ি পেটাই ভুল বােধে ভুল চেতনায়,
হৃদয়ের কালাে বেদনায়।

করি পাথরের মতাে চুর্ন,
ছিঁড়ি পরান সে ভুলে পুর্ন।
রক্তের পথে রক্ত বিছিয়ে প্রতিরােধ করি পরাজয়,
হাতুড়ি পেটাই চেনায়।

ভাষা-সৈনিক আমি জানি শুধু যুদ্ধ,
আমার সমুখে আলাের দরােজা রুদ্ধ-
তাই বারুদে সাজাই কোমল বর্নমালা,
তাই শব্দে শানিত আনবিক বিষ-জ্বালা
ধূর্জুটি-জটা পেতে রােধ করি অবক্ষয়ের সংশয়,
আমার এ-হাতে শব্দ কাস্তে ঝলসায়।

ভাষার কিষান চোখ মেলে চেয়ে দেখি,
চারিপাশে ঘাের অসম জীবন,
সভ্য পােষাকে পাশবিক বন।
সমতার নামে ক্ষমতাকে কোরে রপ্ত,
আমি জানি কারা জীবনে ছড়ায় পুঁজ-পোকা-বিষ তপ্ত-
জানি আমাদের কারা ধুতুরার ফুলে অন্ধ করেছে অবেলায়,
ছুঁড়ে দিয়ে গেছে নষ্ট নগ্ন বেদনায়।

আমি সেই পােড়া ভিত ভেঙে জেগে উঠেছি জীবনে,
আমি সেই কালাে ঘােড়ার লাগাম ধ'রে আছি টেনে।
বুকের ভাষাকে সাজিয়ে রনের সজ্জায়,
আমি বুনে দিই শব্দ-প্রেরনা মানুষের লোহু মজ্জায়।।

(২৫.০৩.৭৭ সিদ্ধেশ্বরী ঢাকা)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২০ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: ভালো। শব্দ শ্রমিক।

৩০ শে মে, ২০২০ রাত ১১:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, উনি অনেক উচুঁ মাপের শব্দ-শ্রমিক ছিলেন। তার বেশ কিছু লিখা প্রকাশনীতে সংরক্ষণ করেছি এখনো বেশ কিছু লিখা প্রকাশের অপেক্ষায় আছে। ধন্যবাদ।

২| ১০ ই মে, ২০২০ রাত ৮:৪৮

নেওয়াজ আলি বলেছেন: Super

৩০ শে মে, ২০২০ রাত ১১:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

৩| ৩০ শে মে, ২০২০ সকাল ১০:৫০

এস সুলতানা বলেছেন: অসাধারণ। খুব সুন্দর কবিতা।

৩০ শে মে, ২০২০ রাত ১১:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সত্যিই তাই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.