নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

তিন সহস্রাধিক বাংলা সাহিত্যকর্মের মাইলফলক

২৮ শে জুন, ২০২০ রাত ২:৫২

বাংলা সাহিত্য নিঃসন্দেহে অনেক ব্যাপক একটা ধারনা। সাহিত্যের অজস্র শাখায় ছঁড়িয়ে-ছিঁটিয়ে থাকা এই কর্মগুলোকে একটি স্থানে সংরক্ষণের প্রয়াসে "প্রকাশনী"-র আর্বিভাব হয়েছিলো মাত্র ক'মাস আগেই। সম্প্রতি আমরা ডেটাবেইসে তিন সহস্রাধিক সাহিত্যকর্ম সংক্ষণ সম্পন্ন করেছি। বলতে দ্বিধা নেই, কাজটি মোটেও সহজ ছিলোনা, তদুপরি আমি আর বন্ধু রাশেদ নিরলস চেষ্টা অব্যাহত রেখেছি আমাদের ডেটাবেইসকে আরো সমৃদ্ধ করতে। অনেক অনেক কাজ এখনো বাকি আছে, বেশ কিছু লিখা এখনো পাইপলাইনে আছে যা প্রায় প্রতিদিনই একটু একটু করে এগিয়ে যাচ্ছে।

সীমিত পরিসরে আমরা চেষ্টা করছি তথ্যগুলো যতটা সম্ভব নির্ভুলভাবে সংরক্ষণ করতে। এটা একটা চলমান প্রক্রিয়া, যখনই নতুন কোন তথ্য পাওয়া যাচ্ছে, সাথে সাথেই সেটা সংযোজন বা পরিমার্জন করা হচ্ছে। প্রাথমিকভাবে মূলত, কবিতা আর গানকে প্রাধান্য দিয়েই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অল্প কিছু ছোট গল্প, কলাম-ও সংযোজন করা হয়েছে এবং হচ্ছে। এই যাত্রায় আপনাদের সকলের সহযোগীতা একান্ত কাম্য ধন্যবাদ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২০ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনারা কি পুরো বই "ফাইল" হিসেবে সংরক্ষণ করছেন, নাকি বই'এর তথ্য (যেমন টাইটেল, অথার, প্রকাশকাল ইতয়াদি)?

২৮ শে জুন, ২০২০ সকাল ১১:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: লিখাগুলো মূলত লেখকের নামের অধীনে সাজানো। পাশাপাশি ঐ লেখকের সুর্নিদিষ্ট কোন লিখা কোন বই থেকে নেয়া হয়েছে সেটাও যোগ করা হয়েছে। বইয়ের লিঙ্কে ক্লিক করলে ঐ বইয়ের অন্যান্য লিখাও পাওয়া যাবে। মনে রাখা জরুরী যে সুর্নিদিষ্ট সব লিখার তথ্যসূত্র (বই) অনেক সময় খুঁজে পাওয়া যায় না। সেটা পরবর্তীতে তথ্য পাওয়ার সাথে সাথে যোগ করার ব্যবস্থা আছে। একটা উধাহরণ দিচ্ছি বোঝার জন্য।

ধরুন হেলাল হাফিজের কবিতা আপনি পড়তে চাচ্ছেন। হেলাল হাফিজের নামের উপর ক্লিক করলে যে পাতা আসবে সেখানে তার ছোট একটা বায়োডাটা থাকবে, পাশাপাশি তার বিভিন্ন ধরনের লিখার তালিকা পাওয়া যাবে বিভন্ন ক্যাটেগরী (কবিতা, গান, কলাম, গল্প) অনুযায়ী। ধরুন আপনি তার লিখা কবিতা থেকে "ফেরীঅলা" কবিতাটা পড়তে চাচ্ছেন। ফেরীঅলা-তে ক্লিক করলে নতুন একটি পাতায় পুরো কবিতাটা পড়তে পারবেন। কবিতার ডান পাশে কবিতার লেখক, গ্রন্থের নাম (যে জলে আগুন জ্বলে) এর লিঙ্ক দেয়া আছে। গ্রন্থের নামে ক্লিক করলে আরো একটি নতুন পাতা ওপেন হবে যেখানে গ্রন্থটির প্রকাশক এবং কোন সালে প্রকাশিত হয়েছে সেটাও উল্লেখ করা আছে পাশাপাশি ঐ গ্রন্থের অন্যান্য কবিতাগুলো লিঙ্কও দেয়া আছে।

মনে রাখা জরুরী যে একটা বইয়ের বিভিন্ন সংস্করণ বিভিন্ন সময়ে প্রকাশ হয়, তাই যে সালের সংস্করণ থেকে কবিতাগুলো নেয়া হয়েছে সেটা জানা যাবে পাশাপাশি প্রথম প্রকাশের সালটাও (যদি জানা সম্ভব হয়) জানিয়ে দেয়া হয়।

বিস্তারিত বোঝার জন্য সাইটটি ভিজিট করে দেখতে পারেন। ধন্যবাদ।

২| ২৮ শে জুন, ২০২০ ভোর ৫:১৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কাজ। আপনাদের অভিনন্দন সুস্বাগতম।

২৮ শে জুন, ২০২০ সকাল ১১:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

৩| ২৮ শে জুন, ২০২০ ভোর ৫:৪৪

নেওয়াজ আলি বলেছেন: দারুণ ,বেশ ।  ভালো থাকুন।

২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনিও ভালো থাকবেন।

৪| ২৮ শে জুন, ২০২০ ভোর ৫:৪৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রচেষ্টা মহত

২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: চেষ্টা করে যাচ্ছি দেখি কতখানি সম্ভব হয়।

৫| ২৮ শে জুন, ২০২০ ভোর ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আরেকটু খুলে বললে বেশী বুঝতে পারতাম।
তারপরও শুভ কামনা রইলো।

২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: ঠিক কি জানতে চাচ্ছেন বললে উত্তর দেয়াটা সহজ হতো। ধন্যবাদ।

৬| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: খুব ভালো কাজ হয়েছে।

২৮ শে জুন, ২০২০ রাত ১১:৪০

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

৭| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কপি রাইট আইন মেনে করছেন?

২৮ শে জুন, ২০২০ রাত ১১:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: চেষ্টা করা হয়েছে যতটুকু সম্ভব। তবে এ সংক্রান্ত একটি পাতা সাইটে আছে। কারো কোন আপত্তি থাকলে তারা আমাদের জানাতে পারবেন নিচের এ্যাড্রেস থেকে। অভিযোগ থেকে থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া যাবে। ধন্যবাদ।

https://prokashoni.net/copyright/

৮| ২৮ শে জুন, ২০২০ রাত ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: ইফতেখার ভূইয়া ,



নিঃসন্দেহে কষ্টকর ও সময়সাধ্য প্রচেষ্টা।
দেখে এসেছি। থাম্বস আপ...........................

২৮ শে জুন, ২০২০ রাত ১১:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ সময়সাপেক্ষ ব্যাপারতো বটেই। ভিজিট করার জন্য ধন্যবাদ।

৯| ২৮ শে জুন, ২০২০ রাত ১০:১০

বিজন রয় বলেছেন: বিরাট ব্যাপার।

অভিনন্দন। চালিয়ে যান।

২৮ শে জুন, ২০২০ রাত ১১:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.