নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

সামুতে ১৪ বছর পূর্তি

২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:০১

বিগত বেশ ক'মাস ধরে একটা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছি। মূলত একাই ডাটাবেস ডিজাইন, মডেলিং করা, স্ক্রিপ্ট তৈরী করে সেটা সার্ভারে রান করা, কোড ডিবাগ করা, নতুন কোড লিখার কাজ করছি। পাশাপাশি যোগ হয়েছে, প্রকাশনীতে সাহিত্য সংরক্ষেনের কাজ। থিম ডেভেলপ করা, বাগ ফিক্স করা। ওয়ার্ডপ্রেস কমিউনিটির জন্য প্লাগিনের আপডেট রিলিজ করা। ব্যক্তিগত বিশাল ডাটা আর্কাইভিং এর জন্য তথ্যগুলো সাজানো, সেটা ডিস্কে বার্ণ করে নিরাপদে সংরক্ষণ করা। বলা যায়, এক প্রকার ভীষণ ব্যস্ততায় কাটছে। মাঝে মধ্যে সামুতে ঢুঁ দিচ্ছি। নিজের ব্যক্তিগত ব্লগ বেশ কিছুদিন ধরে অবহেলিত হয়ে পড়ে আছে। এতকিছু একার পক্ষে বেশ কঠিন হয়ে যাচ্ছে, তবুও চেষ্টা করে যাচ্ছি।

রাতের খাবার শেষ করে প্রজেক্ট এর কোড রিভিউ করছিলাম, হঠাৎই মনে হলো সামুতে ঢুঁ দিয়ে আসি। ঢুকেই দেখলাম সামুতে কয়েক ঘন্টা আগেই আমার ১৪ বছর হয়েছে। কয়েক সেকেন্ড-এর জন্য ভাবছিলাম কতগুলো বছর চলে গেলো! অবশ্য বেশীক্ষণ ভাবিনি। ভেবে কোন লাভও নেই। সময়তো বহতা নদীর মতো, তবুও মানুষ বলেই হয়তো পাওয়া না-পাওয়ার ভাবনাগুলো মনের অজান্তেই চলে আসে। আসলে ব্লগে কোন প্রাপ্তির প্রত্যাশা নিয়ে নয়, নিতান্তই নিজের মনের ভাবনাগুলো প্রকাশ করার জন্যেই আসা।

পৃথিবীটা একটা অস্থির আর অভাবনীয় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ১৪ বছর আগের সময় আর আজকের মধ্যে ব্যবধান এতটাই বেশী যে, সেটা নিয়ে ভাবতেও এক রকম ভয় কাজ করে। সবার মধ্যেই এক অজানা উদ্বেগ, উৎকন্ঠা। কিন্তু এমনতো হওয়ার কথা ছিলো না! লিখালিখির জন্য যে পরিবেশ প্রয়োজন সেটাও আর অতটা স্বচ্ছ বা স্বাধীন নেই। কোন একটা ইস্যু মনে আসলেই সেটাকে অবাধে লিখার মতো পরিবেশটাকে আরো বেশী সংকুচিত করে ফেলা হচ্ছে ব্যক্তিগত আক্রমন করে। কোন মতামতের উপর গঠনমূলক সমালোচনা হতে পারে, তবে অনেকেই সে ধরনের মানসিকতা পোষণ করেন না। পুরো ব্যাপারটাকেই বেশ উদ্বেগজনক মনে হচ্ছে। এ ধরনের সমাজ ব্যবস্থা বা মানসিকতা দিয়ে আর যাই হোক সামনের দিকে এগিয়ে যাওয় কঠিন।

শুধু বলবো, সব কিছুর পরেও লিখালিখির এই অভ্যেস যেন অব্যাহত থাকে। ক্রান্তিকাল বরাবরই ছিলো, আছে আর থাকবে। এর মাঝেই আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। আগামী দিনগুলো সবার জন্য সুন্দর হোক, এই প্রত্যাশাই করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৬

পদ্মপুকুর বলেছেন: আপনাকে প্রায় সময়েই ব্লগে লগড ইন দেখি। লিখেও যাচ্ছেন নিয়মিতভাবেই। এত ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিন একটা ব্লগ প্লাটফর্মে সক্রিয় থাকাটা যথেষ্ঠ কষ্টসাধ্য। আপনাকে অভিনন্দন।

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: চেষ্টাটা বরাবরই ছিলো আর আছে। আপনাকেও অনেক ধন্যবাদ।

২| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:০৭

মাহমুদ০০৭ বলেছেন: আপনার জন্য লগিন হলাম। অভিনন্দন প্রিয় ইফতেখার ভাই।আপনার মত ব্লগাররাই সামুর সম্পদ। লিখে যান অবিরত।
শুভেচ্ছা।

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাই।

৩| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: অভিনন্দন।

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:১৩

জোবাইর বলেছেন: অভিনন্দন! নিয়মিত লিখতে না পারলেও ব্যক্তিগত ও সামাজিক জীবনে অনেক পরিবর্তনের পরেও ১৪ বছর ধরে ব্লগের সাথে আছেন - বিরাট ব্যাপার।

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি আপনার জীবনের সকল দিকে ভারসাম্য রেখে পরিবারের দায়িত্ব যথাযথ ভাবে পালন করে সামনে এগিয়ে চলুন এই কামনা করছি।

২৮ শে জুন, ২০২০ রাত ১১:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

৬| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:১৩

ইসিয়াক বলেছেন:




অভিনন্দন ভাইয়া।

২৮ শে জুন, ২০২০ রাত ১১:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:১৫

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। পরিচ্ছন্ন ভাবনা ও লেখা। + +
১৪ বছর অনেকটা সময়, এতটা দীর্ঘ সময় ধরে কোন ক্যাচালে না জড়িয়ে সামুতে নিষ্ঠার সাথে ব্লগিং করে যাচ্ছেন, এজন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
আপনার বর্তমান প্রজেক্টের সাফল্য কামনা করছি। একজন নন-টেকি হওয়া সত্ত্বেও যতটা বুঝতে পারি, আপনি একটা বিরাট কাজ করে যাচ্ছেন। বিশেষ করে প্রকাশনীতে সাহিত্য সংরক্ষণের কাজটাকে অসাধারণ বলতেই হবে।
একটি সুন্দর এবং আন্তরিক শুভেচ্ছাবার্তা/মন্তব্য রেখে যাবার জন্য মাহমুদ০০৭কেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

২৮ শে জুন, ২০২০ রাত ১১:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার মন্তব্য বরাবরই আমাকে অনুপ্রাণিত করে। ব্যক্তিগত প্রজেক্টটা অনেক বড় একটা পরিকল্পনার অংশ, এটা একক বা যৌথ প্রচেষ্টাতেও বাস্তবায়ন করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আমার অফিসে এ ধরনের কাজের জন্য অন্তত কয়েকজন ডেভেলপার, ডিজাইনার কাজ করেন। তবুও যখন কাউকে পাশে পাওয়া যায় না, তখন একাই পথ চলতে হয়, আমারও তাই করতে হচ্ছে। "প্রকাশনী"-র ধারনাটা অনেক দিন থেকে মনে পুষে রেখেছি। তা প্রায় ২০ বছরতো হবেই। সামুতেও আমার ব্লগের নাম "প্রকাশনীব্লগ"। আমার জীবনের প্রথম ই-মেইল এ্যাড্রেসটাতেও ঐ নাম ব্যবহার করা হয়েছে। অনেক বড় একটা ধারনা, কিন্তু আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ। চেষ্টা করছি, করে যাবো।

সময় নিয়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি আর আপনার পুরো পুরিবারের সবাই সুস্থ আর সুন্দর থাকুন এই প্রত্যাশাই করছি।

৮| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৩৮

নেওয়াজ আলি বলেছেন: congrats

২৮ শে জুন, ২০২০ রাত ১১:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

৯| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ১৪ বছর পূর্তিতে অভিনন্দন সুস্বাগতম। আপনার ব্লগ জীবন আরও দীর্ঘায়িত সফল ও সমৃদ্ধ হোক। আনন্দ ময় হোক প্রতিটি ক্ষণ।

২৮ শে জুন, ২০২০ রাত ১১:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: ছোট বেলায় ফরীদি স্যারকে দেখলে ভয় পেতাম, বড় হয়ে তাকে শ্রদ্ধা করতে শিখেছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

১০| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। এত দীর্ঘ সময় ব্লগের সাথে থাকা কোন সাধারন বিষয় নয়।

২৮ শে জুন, ২০২০ রাত ১১:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: কথা সত্য। অনেক ধন্যবাদ সময় করে মন্তব্য করার জন্য।

১১| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন!

যুগোত্তরের পরও দুই বছর - সুদীর্ঘ সময় সামুর সাথে থাকায়, আমাদের সাথে থাকায় কৃতজ্ঞতা!
আজীবন এভাবেই থাকুন - পাশে পাশে , সাথে সাথে :)

২৮ শে জুন, ২০২০ রাত ১১:২৭

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকেও।

১২| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



চৌদ্দ বছর! কী সর্বনাশ! অভিনন্দন! B-)
কিন্তু আপনাকে আরো বেশি বেশি দেখে অভ্যস্ত ছিলাম। অভ্যাসটা ভাঙবেন না প্লিজ! :)

২৮ শে জুন, ২০২০ রাত ১১:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: আগে তুলনামূলকভাবে বেশী আসা হতো, এখন কম হচ্ছে। চেষ্টাটা বরাবরই ছিলো আর এখনো আছে। অনেক ধন্যবাদ সময় করে মন্তব্য করার জন্য।

১৩| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন, ব্লগে অনেক কিছু দেখার সুযোগ পেয়েছেন! কখনো জেনারেল হয়েছিলেন, কমেন্ট ব্যান খেয়েছেন?

২৮ শে জুন, ২০২০ রাত ১১:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, অনেক কিছুই দেখার সুযোগ হয়েছে। নাহ্, জেনারেল হওয়া বা কমেন্ট ব্যান খাওয়ার মতো অভিজ্ঞতা হয়নি। তবে মনে হয় মডুরা ভালো বলতে পারবেন, আমার হয়তো ঠিক মনে নাও থাকতে পারে। ধন্যবাদ।

১৪| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:



কোন RDBMS ব্যবহার করে ডাটাবেইস করলেন? ইহাতে কিসের ডাটা রাখবেন?

২৮ শে জুন, ২০২০ রাত ১১:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: আসলে DBMS এর পছন্দটা মূলত আসে এ্যাপ্লিকেশন-এর উপর নির্ভর করে। আমি আামর ক্ষেত্রে মাইএসকিউএল -টাকে প্রাধান্য দিচ্ছি বিভিন্ন কারনে। একটা কাস্টম ই-কমার্স প্ল্যাটফর্ম বানানোর কাজ করছি। পাশাপাশি কিছু লিস্টিং-ও হবে। মূলত ব্যবসায়িক যোগাযোগ এবং বেচা-কেনার তথ্য সংরক্ষিত হবে।

১৫| ২৮ শে জুন, ২০২০ রাত ৯:৫১

শের শায়রী বলেছেন: এত দিন ব্লগে থাকা লেখা সোজা ব্যাপার না, অভিনন্দন ইফতেখার ভাই।

২৮ শে জুন, ২০২০ রাত ১১:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা, বেশ সোজা আসলে। ব্লগে রেজিস্ট্রেশন করে, ভুলে যান। হঠাৎ কোন কালে মনে পড়লে, গিয়ে শুধু চেক করুন কতদিন হলো। ব্যাস। তবে এটা সত্যা লিখালিখি চালিয়ে যাওয়া কঠিন বৈ কি! হা হা হা। অনেক ধন্যবাদ আপনাকেও।

১৬| ২৮ শে জুন, ২০২০ রাত ১০:০৩

আহমেদ জী এস বলেছেন: ইফতেখার ভূইয়া,




বহতা নদীর মতোই এই ১৪ বছর বয়ে যাক আরো ২৪ বছর ধরে!

২৮ শে জুন, ২০২০ রাত ১১:৩৮

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনিও অনেকদিন ধরেই আছেন, তাই আপনাকেও অভিনন্দন। শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৭| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভেচ্ছা রইলো :)

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১২:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার জন্যেও শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.