নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

মন মজালে ওরে বাউলা গান - শাহ্ আবদুল করিমের স্মরণে

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪০

ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে, রাত তিনটে বাজলো বলে! বসে বসে প্রয়াত বাউল সম্রাট শাহ আবদুল করিমের কিছু গান মনোযোগ দিয়ে টাইপ করছি প্রকাশনীতে সংরক্ষণের উদ্দেশ্যে। চোখে পড়লো, "মন মজালে ওরে বাউলা গান"। লিরিকস্ টাইপ করছি আর শুনছি গানটা। প্রায় ঘন্টা খানেক ধরে লুপ হচ্ছে গানটা। কোন একটা অজানা ঘোরের মধ্যে চলে যাচ্ছি মনে হলো। লিখা আর এগুচ্ছেনা। কি এক অজানা মায়া এই গানটায় ঠিক বোঝাতে পারছি না। শুনছি তো শুনছি। বার বার শুনেই যাচ্ছি আর ঘড়ি দেখছি। অধীর হয়ে বসে আছি, রাব্বুল আলামীনের ডাকে সাড়া দেবো বলে।

ভাবলাম কথাগুলো তুলে দিয়ে যাই সবার জন্য। ছোট্ট একটা লিঙ্কও দিয়ে যাচ্ছি। ছেলেটার গায়কি বেশ ভালো লাগলো বলে। পরম ভক্তি আর ভালোবাসায় স্মরণ করছি, প্রয়াত বাউল সম্রাটকে। সে বেঁচে থাকুক তার গানের মাঝে, হাজার বছর ধরে।


---

যা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান
মন মজালে ওরে বাউলা গান
আমার, মন মজালে ওরে বাউলা গান

অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা
তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া একতারা
মন মানেনা তোমায় ছাড়া তোমাতে সঁপেছি প্রাণ
মন মজালে ওরে বাউলা গান।।

কি করে পাবো তোমারে তাই ভাবি দিন-রজনী
মনের ভাব প্রকাশ করি কথায় দিয়ে রাগিণী

এস্কে দিল-দরিয়ার পানি ভাটি ছেড়ে বয় উজান
মন মজালে ওরে বাউলা গান।।

কত গান গেয়ে গেলেন যারা মরমী কবি
আমি তুলে ধরি দেশের দুঃখ-দুর্দশার ছবি
বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তির বিধান
মন মজালে ওরে বাউলা গান।।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৯

ঢুকিচেপা বলেছেন: কি খবর ভাই ভাল আছেন ?
আপনার জন্য এই কম্পোজিশন রেখে গেলাম: কেন পিড়িতি বাড়াইলারে বন্ধু

ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০২০ রাত ২:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী ভাই ভালো আছি। আশা করছি আপনিও ভালো আছেন। লিঙ্কের জন্য ধন্যবাদ, বেশ ভালো লেগেছে।

২| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪২

নেওয়াজ আলি বলেছেন: বাউল গান ভালো লাগে শুনতে

১৭ ই জুলাই, ২০২০ রাত ২:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: আমার কাছে তো বাউল গান খুবই ভালো লাগে। আমি, তুমি টাইপের গানগুলো এখন আর অতটা ভালোলাগে না। বাউল গানেও আমি তুমি থাকলেও তুলনামূলকভাবে দেহতত্ত্ব, জীবনমুখী, ঈশ্বর বন্দনা ধারার গানগুলো আমাকে বেশ টানে। ধন্যবাদ।

৩| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন যদি যায় একবার মজে
পাবিরে মন সেই সে সাজে
যে সাজে ধন্য জীবন
পাইলে তারে ছাড়িস নারে

মন যদি যায় একবার মজে
ও মন মন যদি যায় একবার মজে।।

অনুভবের এই স্তরটা দারুন মূল্যবান সাধনায়

আপনার মজানির চোটে আমার মন কিরাম মজছে বুঝতেই পারছেন কটি লাইনে ;)

গান আর ভাব শেয়ারে ধন্যবাদ
+++

১৭ ই জুলাই, ২০২০ রাত ২:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ গুছিয়ে বললেন। ভালো লাগলো আপনার অভিব্যক্তি।
মাঝে মাঝে আসলেই ইচ্ছে করে, ওদের সাথে গলা ধরি, সাদা কাপড় পড়ি, পৃথিবীর সব মায়া ছেড়ে হাঁটি এপথ ওপথে, ঘুরে বেড়াই পুরোটা বাংলায়।

৪| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৭ ই জুলাই, ২০২০ রাত ২:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সত্য বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.