নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
আজকাল অনেকেই ল্যাপটপ কম্পিউটারের দিকে ঝুঁকে পড়ছেন। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে বিগত কয়েক বছরে ল্যাপটপ কম্পিউটার বেশ জনপ্রিয়তা লাভ করেছে বা ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আকারে তুলনামূলকভাবে ছোট এবং সহজে বহনযোগ্য হওয়াতে অনেকেই ল্যাপটপ কম্পিউটার বেছে নিচ্ছেন ডেস্কটপ কম্পিউটারের তুলনায়। তবে ব্যক্তিগত বিগত পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ল্যাপটপ সবার জন্য নয়। বিশেষ করে যারা প্রযুক্তি নির্ভর সিরিয়াস প্রফেশনাল (কাজে ভিন্নতা অবশ্যই আছে) কাজ করেন, তাদের ক্ষেত্রে ল্যাপটপ কম্পিউটার ততটা ব্যবহার উপযোগী নয়। এখানে মনে রাখা জরুরী যে, ব্যক্তিগত পছন্দও এ ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে।
বিগত কয়েক দশকে প্রযুক্তি নির্ভর অনেক নতুন নতুন পেশার আর্বিভাব হয়েছে যা সম্পন্ন করার জন্য অত্যন্ত ব্যয়বহুল কম্পিউটিং ক্ষমতার প্রয়োজন হয়। যেমন এডিটিং, ডিজাইন সম্পর্কিত অনেক কাজ স্বাভাবিক ল্যাপটপে করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার বা অনুপোযোগী। দিনের বেশীরভাগ সময়ই কম্পিউটারের সামনে বসে করার মতো কাজের জন্য প্রয়োজন ডেস্কটপ কম্পিউটার। সামুতে অনেকেই লিখালিখি করেন, তাই আমি জানতে আগ্রহী আপনি কি ধরনের কম্পিউটার ব্যবহার করছেন এবং কি ধরনের কাজ করার জন্য মূলত সেটা ব্যবহৃত হচ্ছে? কম্পিউটারের স্পেসিফিকেশন জানাতে পারলে আরো ভালো। ধন্যবাদ।
২৩ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৩
ইফতেখার ভূইয়া বলেছেন: ব্লগিং এর জন্য ভালো কনফিগারেশন। তবে নিরাপত্তার দিক বিবেচনা করে আপনার অপারেটিং সিস্টেমটা আপগ্রেড জরুরী। সম্ভব হলে র্যাম ৮ গি.বা. এ আপগ্রেড করে নিতে পারেন আরো ভালো পারফরম্যান্সের জন্য, সেক্ষেত্রে অপারেটিং সিস্টেমটাও ৩২ বিট থেকে ৬৪ বিটেও মুভ করতে পারেন। ধন্যবাদ।
২| ২৩ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১০
মামুনুর রহমান খাঁন বলেছেন: ডেস্কটপ, লেনোভো, ৮ গিগা র্যাম, উইন্ডোজ ১০ প্রো। ডেভেলপমেন্ট ও অন্যান্য সব কাজের জন্য।
ল্যাপটপ অব্যবহৃত পড়ে আছে। আমি ডেস্কটপে কম্ফোর্টেবল
২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৪
ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ ভালো কনফিগারেশন। ল্যাপটপ আমারও ব্যবহার করা হয়ে ওঠে না। ডেস্কটপ আমারও প্রথম পছন্দ।
৩| ২৩ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৭
ডার্ক ম্যান বলেছেন: ডেস্কটপ কম্পিউটারের মূল সমস্যা নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করা যায় না ।
২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৪
ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যপারটা বোধগম্য হলো না।
৪| ২৩ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
@মামুনুর রহমান খাঁন ,
আপনি কিসের ডেক্সভেলপমেন্টে আছেন?
৫| ২৩ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৪
ঢুকিচেপা বলেছেন: আমার ডেস্কটপ। ল্যাপটপ আমার কাছে ঝামেলা মনে হয়।
২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৫
ইফতেখার ভূইয়া বলেছেন: পুরোপুরি একমত।
৬| ২৩ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি মোবাইল ফোনে করি।
২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৫
ইফতেখার ভূইয়া বলেছেন: বলেন কি?!
৭| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:০৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: সব সময়েই ল্যাপটপ। এইচপি, এলিট বুক অথবা ডেল। উইন্ডোজ ১০। মোবাইল শুধু কলের জন্য ব্যবহার করি।
২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৬
ইফতেখার ভূইয়া বলেছেন: আচ্ছা। মোবাইলেতো আরো অনেক কিছু করা সম্ভব।
৮| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৬
নেওয়াজ আলি বলেছেন: সনি ল্যাপটপ আছে একটা । চার জিবি রেম । ইউনডোজ সেভেন । তবে মোবাইল বেশী ব্যবহার করি
২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৭
ইফতেখার ভূইয়া বলেছেন: ই্উন্ডোজ সেভেন থেকে সরে আসুন। ওটা ইতোমধ্যেই বেশ পুরোনো হয়ে গেছে।
৯| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৬
অভয়ারন্য বলেছেন: For continuous using : Laptop - Use Like desktop
HP-Elitbook-Folio-9480m-Core i5 - Win 10 - Pro (64bit)
16 GB RAM- 512 SSD with 22" HP monitor (HDMI Connect)
For occasional using : Laptop
Dell - Inspiron - 3000 series - Core i3 - Ein 10 Pro (64 bit)
8 GB RAM-256 SSD- Fold-able (Use as tablet sometime)
২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৯
ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ ভালো কনফিগারেশন।
১০| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:০১
রমি মেজবাহ বলেছেন: hp ProBook
4GB Ram/ 500 GB HDD
core i3/ 64 bit
windows 10
use only for net browsing , watching movie, playing game
২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:১৯
ইফতেখার ভূইয়া বলেছেন: তাহলে ঠিক আছে।
১১| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:১১
রাজীব নুর বলেছেন: যখন হাতের কাছে যেটা পাই সেটাই ব্যবহার করি।
২৪ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৯
ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা। ভালোই বলেছেন।
১২| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:১৩
বিপ্লব06 বলেছেন: তবে ব্যক্তিগত বিগত পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ল্যাপটপ সবার জন্য নয়। বিশেষ করে যারা প্রযুক্তি নির্ভর সিরিয়াস প্রফেশনাল (কাজে ভিন্নতা অবশ্যই আছে) কাজ করেন, তাদের ক্ষেত্রে ল্যাপটপ কম্পিউটার ততটা ব্যবহার উপযোগী নয়।[/sb
একটু বুঝাইয়া বলবেন? আমি তো মনে করি ভিত্রের মালামাল ভালো হইলে কোন সমস্যা হবার কথা না।
২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৪১
ইফতেখার ভূইয়া বলেছেন: বাস্তবতা তেমনটা নাও হতে পারে। ল্যাপটপের কার্যক্ষমতা এবং আপগ্রেড করার সুবিধা তুলনামূলকভাবে সীমিত।
১৩| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি মুখে বলি।
বাংলা টাইপ হয়ে যায়।
তারপর একটু পড়ি।
শেষে পোস্ট করে দিই।
১৪| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:২৩
মামুনুর রহমান খাঁন বলেছেন: @চাঁদগাজী
আমি সফট্ওয়্যার, ওয়েব ডেভেলপ করি
২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৫১
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার নজরুগীতি-র সাইট ভিজিট করলাম। ভীষণ ভালো লাগলো আপনার উদ্যোগ, সাধুবাদ জানাই। প্রায় একই রকম ধারনা নিয়েই আমি প্রকাশনী সাইটটি তৈরী করেছিলাম। আপনার সাথে এ ব্যাপারে কলাবরেশন করতে পারলে বেশ ভালো হতো, কিছু গঠনমূলক আলোচনা করা যেতো। আপনি এ ব্যাপারে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন প্রকাশনীর কন্টাক্ট পাতা থেকে। অন্তত চেনা-জানা হতে পারে। ধন্যবাদ।
১৫| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৭
আহমেদ জী এস বলেছেন: ইফতেখার ভূইয়া,
আমি ডেস্কটপেই সাচ্ছন্দ বোধ করি সব কাজের জন্যে। ল্যাপিতে আঙুল ঘোরানো কষ্টকর।
২৩ শে জুলাই, ২০২০ রাত ১০:০৮
ইফতেখার ভূইয়া বলেছেন: আমিও তাই। ডেস্কটপে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৬| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:০৫
সাফকাত আজিজ বলেছেন: একটু হেবি কাজ যেমন ওনেক গুলো এপ্লিকেশন একসাথে ব্যবহার এবং সবগুলোর ব্যবহার সমান সময়ে হওয়া বা গ্রাফিক্স এর সফটওয়ার ব্যবহারে ল্যাপটপ একেবারে পিছিয়ে বলতে গেলে শেষ হয়ে যায়। সেখানে ডেস্কটপ রাজা...
২৪ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৮
ইফতেখার ভূইয়া বলেছেন: পুরোপুরি একমত। ধন্যবাদ।
১৭| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:১৯
মামুনুর রহমান খাঁন বলেছেন: আপনার নজরুগীতি-র সাইট ভিজিট করলাম। ভীষণ ভালো লাগলো আপনার উদ্যোগ, সাধুবাদ জানাই। প্রায় একই রকম ধারনা নিয়েই আমি প্রকাশনী সাইটটি তৈরী করেছিলাম। আপনার সাথে এ ব্যাপারে কলাবরেশন করতে পারলে বেশ ভালো হতো, কিছু গঠনমূলক আলোচনা করা যেতো। আপনি এ ব্যাপারে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন প্রকাশনীর কন্টাক্ট পাতা থেকে। অন্তত চেনা-জানা হতে পারে।
নিশ্চই। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। পারষ্পরিক সহোযোগীতাই পারে আমাদের এগিয়ে নিয়ে যেতে। শুভকামনা।
২৪ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৮
ইফতেখার ভূইয়া বলেছেন: পরিচিত হয়ে ভালো লাগলো। আপনার মূল্যবান সময়ের জন্য অনেক ধন্যবাদ।
১৮| ২৪ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৬
পুলক ঢালী বলেছেন: আমি ল্যাপটপ ব্যবহার করি।
Laptop : HP Pro Book
Windows : 10 Pro.
Ram : 4 GB
System Type : 64 bit Operating System, x64 - Based Processor
Processor : Intel Core i5 - 6200 U CPU @ 2.30 GHz 2.40 GHz
কাজ হচ্ছে : ব্লগিং করা, ব্রাউজিং করা, সিনেমা দেখা, গল্পের বই ডাউনলোড করে পড়া।
২৪ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫০
ইফতেখার ভূইয়া বলেছেন: ৬৪ বিট অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমি সবাইকেই নূন্যতম ৮ গি.বা. র্যাম ব্যবহারের পরামার্শ দিয়ে থাকি বিভিন্ন কারনে। ধন্যবাদ।
১৯| ২৪ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৫
অপু তানভীর বলেছেন: আমি মুলত লেখালেখি করি পিসিতেই । এটা অনেক আগের, ২০১১তে কেনা । কোর আই থ্রি, দুই জিবি র্যাম আর ৫০০ জিবি হার্ড ডিস্ক !
আরেকটা ল্যাপটপ আছে ডেল এর । কোর আই সেভেন, আট জিবি র্যাম আর ২৫৬ এসএসডি ।
পিসিতে উইন্ডোজ সেভেন দেওয়া, ল্যাপটপে টেন ।
মূলত অনলাইনে কিছু কাজ করি । সবই লেখালেখি সম্পর্কৃত । এছাড়া ব্লগ ফেসবুকে লেখালেখি আর ভিডিও দেখার কাজ চলে । সম্প্রতি ভিডিও কলিংয়ের কাজে ল্যাপট নিয়মিত ব্যবহৃত হচ্ছে । এছাড়া পিডিএফ পড়ি ল্যাপটপে ।
পিসি কেনার প্রথম দিকে প্রচুর গেম খেলতাম । পরে সেই আগ্রহ হারিয়ে গেছে ।
২৪ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫২
ইফতেখার ভূইয়া বলেছেন: করোনার সময়ে আমি বেশ পুরোনো কিছু গেইম খেলেছি, মূলত এফপিএস টাইপ। এখনো মাঝে মাঝে খেলি তবে নিয়মিত নয়। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২০| ২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: আমি মোবাইল, ল্যাপটপ, ডেক্সটপ সবই ব্যবহার করি, হাতের কাছে যখন যেটা পাই।
তবে অধিকাংশ কাজ ডেক্সটপেই করি, এখনও তাই করছি এবং এতেই স্বাচ্ছন্দ বোধ করি।
২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
ইফতেখার ভূইয়া বলেছেন: আচ্ছা, সেটাই করা উচিত যাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
ল্যাপটপ, তোসিবা স্যটেলাইট, ৪ গিগ র্যাম, ইউনডোজ-৭; ব্লগিং'এর জন্য