নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

এনভিদিয়া কোয়ােড্রা পি৬২০

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৪


এনভিদিয়া কোয়ােড্রা পি৬২০ গ্রাফিক্স কার্ড।

স্বাভাবিকভাবে গেম খুব একটা খেলা হয় না। করোনার অলস সময়গুলোতে পুরোনো কিছু গেম খেলেছি। খুব সাধারণ মানের জিফোর্স জিটিএক্স ১০৩০ কার্ড দিয়েই হয়ে যাচ্ছিলো। গত লিখায় এসব নিয়ে টুকটাক লিখার পর একটা কোয়াড্রো গ্রাফিক্স কার্ড কেনার ইচ্ছে হচ্ছিলো, প্রথম দিকে দাম দেখে আর কেনা হয়নি। এন্ট্রি লেভেলের হোক একটা কোয়াড্রো কার্ড ব্যবহার করার ইচ্ছেটাকে খুব বেশী সময় চাপা দিয়ে রাখতে পারিনি। বাসায় এসেছে নতুন বন্ধু, এনভিদিয়া কোয়ােড্রা পি৬২০। আপাতত ওটা নিয়েই কিছুটা টেস্ট চালাচ্ছি, এর চেয়ে বেশী কিছু নয়। ভালো থাকবেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: আহ কি বিপুল অপচয়!

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার কাছে অপচয় মনে হতে পারে তবে আমার এই কার্ড কেনার মূল উদ্দেশ্য স্ক্রীণকাস্ট এনকোডিং। উন্নত মানের ভিডিও এনকোডিং এর জন্য "এনভেনক" একটি গুরুত্বপূর্ণ ফিচার যেটা আপনি সাধারণ মানের গ্রাফিক্স কার্ডে পাবেন না। ওয়েব ডেভেলপমেন্ট এর উপর কিছু ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্যই এটা কেনা। পাশাপাশি ৪কে মনিটর এবং মাল্টি মনিটর বেইজড সেটাপের জন্যই মূলত এটা কেনা হয়েছে। ধন্যবাদ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কত খরচ পড়েছে একটু জানাবেন ।
তাহলে আমরাও আফসোস করতে পারতাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: দাম বেশী নয়, বাংলাদেশী টাকায় প্রায় ১৬/১৭ হাজার হবে হয়তো। এবার আফসোস করুন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.