নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

প্রকাশনীর পাতায় সাত সহস্রাধিক সাহিত্যকর্ম

১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৫২

এই বছর শেষ হওয়ার আগেই প্রকাশনীর পাতায় দশ সহস্রাধিক সাহিত্যকর্ম সংরক্ষণের যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছিলাম, তা অবশেষে বাস্তবতার আলো দেখছে। বিগত ফেব্রুুয়ারিতে প্রকাশনীর আর্বিভাব হয়েছিলো বাংলা ভাষায় রচিত কবিতা, গান, ছোট গল্প, কলাম ইত্যাদি সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে। গুটি গুটি পায়ে আমরা প্রায় আটটি মাস অতিক্রম করেছি এবং গড়ে প্রায় প্রতি মাসে এক হাজারের মতো সাহিত্যকর্ম যোগ করা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বন্ধু রাশেদের অনেকটা একক অক্লান্ত পরিশ্রমের কারনেই এতটা পথ পাড়ি দেয়া সম্ভব হয়েছে। তবে এই যাত্রা কেবল শুরু হলো, আমাদের আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে। সামনে রয়েছে অনেক অনেক কাজ। ধীরে ধীরে বিভিন্ন লেখকের লিখায় সমৃদ্ধ হচ্ছে আমাদের পাতাগুলো। যদিও এখনো অনেক সাহিত্যকর্মের সঠিক তথ্যসূত্র সংযোজিত করা হয়ে ওঠেনি তবুও অনেকটা পথই আমরা পাড়ি দিতে সক্ষম হয়েছি। আগামী আরো অনেক অনেক বাংলা ভাষায় রচিত সাহিত্যকর্ম সংরক্ষেণর সুসংবাদ নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা রাখছি।

আর সেজন্য আপনাদের একান্ত সহযোগিতাও অত্যন্ত আবশ্যক। সবাই ভালো আর সুস্থ থাকুন এই প্রত্যাশাই করছি।

সময় করে ভিজিট করতে পারেন আমাদের প্রকাশনী সাইটটি। ধন্যবাদ।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: এখনই আপনাদের সাইট ঘুরে আসছি।

১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪২

উলডুমা কেরামত বলেছেন: খুব ভালো উদ্যেগ। কিন্তু কাজটি কঠিন। কাজটি যেন চলমান থাকে তাই শুভকামনা রইলো।

১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ। জ্বী, বলতে পারেন অনেকটা নাভিশ্বাস উঠে যাচ্ছে কিন্তু কিছু করার নেই।
"যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে"
অনেকটা সেরকমই চলছে। আশা করছি আপনার সাইটির লিঙ্ক সবার সাথে শেয়া করবেন যাতে সবাই জানতে পারে। আবারও ধন্যবাদ জানবেন।

৩| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিনা মূল্যে এত সাহিত্য কর্ম আমাদের উপহার দেয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের পরিশ্রম বৃথা যাবে না। হাজার বাঙালি এগুলি পড়বে, আনন্দ পাবে এবং আপনাদের মনে রাখবে।

১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আসলে এ ক্ষেত্রে লেখদেরই মূলত প্রশংসা প্রাপ্য। তবুও এত কাজ এক সাথে একত্র করে তা সুবিন্যাস করা বেশ জটিল কাজ। বৃথা বা সফল জানিনা তবে এ ধরনের একটা ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই তবে প্রচেষ্টা খুব অল্প সময়ের। বন্ধু রাশেদের সহযোগিতা না পেলে হয়তো এত কাজ সম্ভব হতো না। ধন্যবাদ।

৪| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:



সাইট দেখলাম, অনেক কাজ করেছেন।

লেখাগুলো কি ডাটাবেইজে রেখেছেন? কোন আরডিবিএমএস?

১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪০

ইফতেখার ভূইয়া বলেছেন: ভিজিট করার জন্য ধন্যবাদ। জ্বী সবগুলো লিখাই ডেটাবেইজে রাখা আছে পাশাপাশি নিয়মিত ব্যাকআপ করা হচ্ছে যাতে সাইট হ্যাক হয়ে গেলেও তা চব্বিশ ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা যায়। মূলত এ্যাপাচি সার্ভারে মাইএসকিউএল ব্যবহার হচ্ছে সাইটটিতে। প্রচুর কাস্টম কোডিং করতে হয়েছে পুরো সাইটের তথ্যগুলো লেখক, বই দিয়ে সাজাতে। পাশাপাশি লেখকদের লিখা অন্যান্য বই দেখানো বেশ কাজ হয়েছে। আরো টুকটাক কাজ বাকি আছে। মূলত মোবাইল ডিভাইসে যাতে স্বচ্ছন্দে পড়া যায় সে দিকে খেয়াল রেখেও কিছু কাজ চলমান আছে। ধন্যবাদ।

৫| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৭

ঢুকিচেপা বলেছেন: খুব ভালো উদ্যোগ নিয়েছেন।
সাইট দেখলাম, ভিউ পছন্দ হয়েছে।
কপি করার অপশন বন্ধ করে ভালো হয়েছে তবে রাইট বাটন খুলে দেয়া যায় না ?

১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৯

ইফতেখার ভূইয়া বলেছেন: কপি এবং রাইট বাটন খুলে দেয়ার বিষয়গুলো আপাতত বন্ধই থাকছে, তবে ভবিষ্যতে খুলে দেয়া হতে পারে। আসলে মূলত তথ্যসমৃদ্ধ করার দিকেই মূলত নজর দেয়া হচ্ছে। ব্যবহারকারীর সম্ভাব্য প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই লিখাগুলো প্রয়োজনবোধে প্রিন্ট করার ব্যবস্থা রাখা হয়েছে। আপনি প্রয়োজনে খুব সহজেই কাগজে অথবা পিডিএফ-এ প্রিন্ট করতে পারবেন। এটা এখনো পরীক্ষামূলক হলেও তা মাইক্রোসফট এজ, গুগল ক্রোম-এ এটা সফলভাবে কাজ করছে। ফায়ারফক্সে কিছু সমস্যা এখনো রয়ে গেছে। সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।

৬| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:




MySQL কি করে বাংলা ডাটা হ্যান্ডলিক করে?

১১ ই অক্টোবর, ২০২০ রাত ২:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: এ বিষয়ে বিস্তারিত লিখা সম্ভব হচ্ছে না। তবে কয়েকটা লিঙ্ক দিচ্ছি, পড়ে নিন।

- Unicode and HTML
- MySQL Character Sets, Collations, Unicode

ধন্যবাদ।

৭| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৩

আকন বিডি বলেছেন: খুব ভালো । সাইটটা ভিজিট করলাম। ফন্টটার বিষয়ে একটু ভেবে দেখবেন। পড়তে গেলে চোখে প্রেশার পরে। হয়তো আমি পাওয়ারওয়ালা চশমা ব্যবহার করি এর জন্য এই সমস্যা।

১১ ই অক্টোবর, ২০২০ রাত ২:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: সাইট ভিজিট করার জন্য অনেক ধন্যবাদ। না, আপনার চশমার কোন সমস্যা নেই। সাইটের ফন্ট এর ইস্যুটা আমার চোখ এড়িয়ে যায় নি মোটেও। সাইটে আপাতত গুগল থেকে নিয়ে বাংলা ফন্ট ব্যবহার করা হচ্ছে। গুগলে ইউনিকোড সমর্থিত বাংলা ফন্ট খুবই কম এটা একটা বিরাট সমস্য। প্রথাগত ফন্ট ব্যবহার করলে সাইট অনেক স্লো হয়ে যাচ্ছে। তাই আপাতত গুগল ছাড়া খুব একটা ভরসা করতে পারছি না। অনেকেই ব্যক্তিগতভাবে বাংলা ফন্ট ব্যবহার করতে দিচ্ছে, ওগুলো ব্যবহার করে দেখেছি একই সমস্যা হচ্ছে। বিষয়টা অবশ্যই সর্বোচ্চ প্রাধান্য দিয়ে রাখা হয়েছে। আশা করছি এই ইস্যুটা খুব তাড়াতাড়িরই সমাধান করতে পারবো। ধন্যবাদ।

৮| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১৭

নেওয়াজ আলি বলেছেন: ভালো উদ্যোগ । সফলতা কামনা করি

১১ ই অক্টোবর, ২০২০ রাত ২:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩৭

সাহাদাত উদরাজী বলেছেন: সুন্দর কাজ হচ্ছে। এগিয়ে চলুন।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪২

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, অনেকটাই কাজ সম্পন্ন হয়েছে। যদিও আরো অনেক অনেক কাজ বাকী আছে। ধন্যবাদ।

১০| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:১৩

শায়মা বলেছেন: শুভ সংবাদ ভাইয়া।

শুভ কামনা!!! :)

২০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: আরো শুভ সংবাদ দিতে চাই আগামীতে। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.