নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
নতুন কম্পিউটার কেসিং কেনার পর থেকেই একটা ব্যাপার লক্ষ্য করেছি, আর সেটা আমার কেসিংটা তুলনামূলকভাবে একটু গরম থাকে। আমার কম্পিউটার মোটামুটিভাবে প্রতিদিন ১২/১৬ ঘন্টা চালু থাকে। কোর টেম্প সফটওয়্যার দিয়ে কিছুক্ষণ পর পর চেক করতেই দেখি উত্তাপ কেবল বাড়ছেই। ভারী তেমন কোন কাজ না করার পরেও কেন তাপমাত্র বাড়ছে তা চিন্তার খোরাক যোগাচ্ছিলো বেশ কয়েকদিন থেকেই। স্বাভাবিকভাবে এত ছোট একটা কেসিং-এর ভেতর জিনিসপত্র বেশী থাকাতে বাতাসের যাতায়ত কম হবে সেটা প্রত্যাশিত ছিলো। বেশীরভাগ কেসিং এর পেছনের দিকে গরম বাতাস বের করে দেয়ার জন্য একটা ফ্যান থাকে, আমার কেসিংএ সেটা সামনের দিকে। মানে দাঁড়াচ্ছে, বাতাসকে পেছন থেকে টেনে সামনের দিকে থাকা ফ্যান তা ব্লো আউট করছে।
অনেক ভেবে-চিন্তে যেটা বুঝতে পারলাম সেটা হলো, ফ্যানটা যে পরিমাণ বাতাস বের করতে পারার কথা, তা পারছে না। কারণ ভেতরে বাতাস আসছেই কম। তাই কেসিং-এর দু'টো বন্ধা থাকা এক্সপান্সন স্লটের জন্য ব্র্যাকেট ভেঙ্গে দিয়ে উপরের ব্র্যাকেট থেকে দু'টো ব্র্যাকেট বসিয়ে দিলাম। "কি তামশা সব ফক্ফকা।" এখন অবশ্য তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। বিষয়টা কয়েকদিন ধরেই মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিলো। যাইহোক, এখন আর মাথা ব্যাথা নেই। হ্যাপি কম্পিউটিং।
০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৪
ইফতেখার ভূইয়া বলেছেন: "আমি কিছুই জানি না" - খুবই হতাশাজনক একটা বক্তব্য। চেষ্টা করুন আপনিও আরো অনেক বেশী জানতে পারবেন। জানার জন্য শুধু ইচ্ছেটাই জরুরী। ধন্যবাদ।
২| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৮
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আমার পিসির ডেট টাইম ভুল দেখাতো।মাদারবোর্ড এর ব্যাটারি পরিবর্তন করেছি।কিন্তু ব্যাটারি উল্টা লাগিয়েছিলাম।৩-৪ মাস এভাবে চলেছে।এখন কিছুদিন থেকে সমস্যা হচ্ছে।পিসি চালু হতে চায় না,ব্যাটারি খুলে আবার লাগালে চালু হয়।মাঝে মাঝে বায়োসে চলে যায়।বর্তমানে ঠিক ঠাক চলছে।মাদারবোর্ড কি নষ্ট হয়ে গেল?সমস্যা কোথায়,আর সমাধান কি?
০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০০
ইফতেখার ভূইয়া বলেছেন: মনে হচ্ছে আপনার মাদারবোর্ড বেশ পুরাতন। আমার ধারনা আপনি মাদারবোর্ডে নতুন একটা ব্যাটারী লাগালেই ঠিক হয়ে যাবে। কারণ ব্যাটারী ঠিক মতো কাজ না করলে বায়োসের সফটওয়্যার (ফার্মওয়্যার) এ তারিখ অনেক পেছনের তারিখে চলে যায়। কিন্তু কম্পিউটার বুট করার সময় বুঝতে পারে উইন্ডোজরে তারিখ অনেক সামনের দিকের মানে বর্তমান সময়ের, তাই বুট করার সময় বায়োসে অটো চলে গিয়ে আপনাকে তারিখ ঠিক করতে বলে খুব সম্ববত। আপনার মাদারবোর্ডের প্রস্তুতকারকের সাইট থেকে আধুনিক ফার্মওয়্যার ডাউনলোড করে তার মাধ্যমে ফার্মওয়্যার আপডেট করুন, তবে তার আগে অবশ্যই একটি ভালো ব্যাটারী লাগিয়ে নিন। এ বিষয়ে এক্সপার্ট না হলে তেমন কোন ব্যক্তির সাহায্য নিন। এটা একটু রিস্কি প্রক্রিয়া কারণ, ফার্মওয়্যার আপডেট করার সময় ইলেকট্রিসিটি চলে গেলে মাদারবোর্ড চিরস্থায়ীভাবে অব্যবহারযোগ্য হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৯
মোহামমদ কামরুজজামান বলেছেন: জানার কোন বিকল্প নেই । আর মানুষ দেখে শুনে ,ঠেকে-ঠকেই শিখে।
০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০১
ইফতেখার ভূইয়া বলেছেন: ঘটনা সত্য।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৩
শাহ আজিজ বলেছেন: এক্স ওয়াই জেড নামে একটা প্রতিষ্ঠান আছে যারা হোম সার্ভিস দেয় । আমাকে গতমাসে উইনডোজ পাল্টে একটা নতুন ছোট হার্ড ডিস্কে উইন্ডোজ সেট আপ , আমার মাদারবোর্ডে ব্যাটারি চেঞ্জ , এ টি এক্স বক্স চেঞ্জ , নতুন ফ্যান বসিয়ে ঠিকঠাক করে দিল । ভাল চলছে । ইবরাহিম খলিল ভাল সার্ভিস দিল । স্টার্ট আপ শাট ডাউন এতো দ্রুত হয় যা আগে হয়নি । আমায় বললে (শুধু ঢাকাতে) ওর মোবাইল নাম্বার দেব ।
০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৮
ইফতেখার ভূইয়া বলেছেন: খুব সম্ভবত আপনার কম্পিউটারে প্রথাগত হার্ডডিস্ক বাদ দিয়ে এসএসডি ড্রাইভ লাগানো হয়েছে যার কারনেই কম্পিউটার দ্রুত স্টার্ট এবং শাট ডাউন হচ্ছে। এটা বেশ উপায় কম্পিউটার আপগ্রেড করার। এখনকার বেশীরভাগ স্যাটা বেইসড এসএসডি ড্রাইভ মূলত ২.৫ ইঞ্চি সাইজের হয়ে থাকে, তাই আপনার কাছে ছোট হার্ড ডিস্ক মনে হয়েছে। প্রথাগত ৩.৫ ইঞ্চি হার্ড ড্রাইভ মূলত ডেস্কটপ কম্পিউটারে আগে ব্যবহার করা হতো যদিও ২.৫ ইঞ্চি সাইজের প্রথাগত হার্ড ডিস্ক রয়েছে। তবে ডেস্কটপ কম্পিউটারে খুব সাধারণত ২.৫ ইঞ্চি সাইজের হার্ড ডিস্ক ব্যবহার হতে দেখা যায় না (যদি না কেউ ইচ্ছে করে লাগিয়ে নেয়), এগুলো সাধারণত ল্যাপটপে ব্যবহার হতো। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: কম্পিউটার সম্পর্কে জানলে অনেক সুবিধা।
আমি কিছুই জানি না। অথচ ঘন্টার পর ঘন্টা কম্পিটার ব্যবহার করছি।