নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

গান বাংলা টিভি ও আমার কিছু কথা

৩০ শে মে, ২০২১ সকাল ৭:৫৩

গান বাংলা টিভির ইউটিউব চ্যানেলের ভক্ত অনেক। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিষ্ঠানটি বেশ কিছু জনপ্রিয় গানগুলোকে নতুন প্রাণ দেয়ার মতো করেই বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরেছে। কিছু কিছু গান নিয়ে আমার ব্যক্তিগত অনুযোগ থাকলেও গান বাংলা টিভির কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই তাদের এই উদ্যোগের জন্য। নতুন প্রজন্মকে পুরোনো কিছু গানের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য পাশাপাশি বিশ্বাঙ্গনে নিজেদের সাংস্কৃতিক দিকের কিছুটা তুলে ধরার জন্য। কিছু কিছু বিষয় বাদ দিলে এগুলো সবই আমাদের সংস্কৃতির অংশ। যদিও ব্যক্তি তথা সমাজ পরিবর্তনের সাথে সাথে সাংস্কৃতিক ধ্যান-ধারণায়ও ব্যাপক পরিবর্তন এসেছে, তবুও।

আমার মতো যারা আশির দশকের প্রথমার্ধের প্রজন্ম তারা বিগত কয়েক দশকের স্বাধীন বাংলাদেশের পরিবর্তনের জীবন্ত সাক্ষী, হোক সেটা সামাজিক, আর্থিক কিংবা সাংস্কৃতিক। তবে মনে রাখা জরুরী একটি জাতির পরিচয় তুলে ধরতে গিয়ে যেন আমরা আমাদের আসল পরিচয়কে ভুলে না যাই। মুক্ত আকাশ সংস্কৃতির অনেক নেতিবাচক বিষয়ও আমাদের নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ছে যেটা উদ্বেগজনক। তবুও সময়ের সাথে সাথে আমাদেরও এগিয়ে যেতেই হবে সময়ের চিরচেনা নিয়মে।

গত বছর ইউটিউবে তাদের চ্যানেলে আমার ভালোলাগা একটা গান শেয়ার করছি। ধন্যবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২১ সকাল ১০:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জীবনে গানের অনেক দরকার।
কিন্তু এখন মানুষ গান শুনতে চায় না।
তারা কেবল ওয়াজ শুনে ।

৩০ শে মে, ২০২১ সকাল ১০:৪৫

ইফতেখার ভূইয়া বলেছেন: গানকে আমি ঠিক দরকার মনে করি না। তবে অনেক ক্ষেত্রেই সেটা ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে। আমরা পৃথিবীর বেশীরভাগ মানুষরাই ভুল পথে চলছি।

২| ৩০ শে মে, ২০২১ দুপুর ১২:০৭

শেরজা তপন বলেছেন: গান বাংলা অবশ্যই ধন্যবাদ পেতে পারে এ জন্য।
কিন্তু মাঝে মধ্য মুল গান ছাপিয়ে ইন্সট্রুমেন্টাল মিউজিক বেশী প্রধান্য পায়।

৩০ শে মে, ২০২১ দুপুর ১২:১৮

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার সাথে শতভাগ একমত। আর এ কারনেই আমি "অনুযোগে"র কথা বলেছি আমার লিখায়। ধন্যবাদ।

৩| ৩০ শে মে, ২০২১ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: গানটা মুগ্ধ হয়ে শুনলাম।

৩০ শে মে, ২০২১ দুপুর ২:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: গানটা আসলেই অসাধারণ লেগেছে আমার কাছেও। ধন্যবাদ।

৪| ৩০ শে মে, ২০২১ দুপুর ২:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ইউটিউবেই বেশিরভাগ সময় পড়ে থাকি, প্রচুর গান রয়েছে আমার সংগ্রহে/চ্যানেলে - Sonabeej। তবে মেজবাহ আহমেদের এই গানটা এই প্রথম শুনলাম। অনেক ভালো গেয়েছেন তিনি। নিজের লেখা ও সুর করা, ধীরলয়ের গান।

বাংলাদেশে বর্তমানে একমাত্র গানের চ্যানেল হলো 'গান বাংলা'। ডিশ এদেশে প্রথম আসার সময় 'ফাল্গুন মিউজিক' নামে একটা চ্যানেল শুরু হয়েছিল গানের, সেটাও ভালো ছিল। পরে বন্ধ হয়ে গেছে, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা থাকায়।

'গান বাংলা', বাংলা গানের জগতে বাংলাদেশে অনেক ভালো কাজ করে যাচ্ছে। অনেক নতুন শিল্পীকেও তারা প্রমোট করছে। তবে, তাদের একটা জিনিসই আমার খারাপ লেগেছে, সেটা হলো - তারা কোক স্টুডিয়োর ডিজাইন, গেটাপ, সেটাপ অনুসরণ করে যাচ্ছে, কোনো কোনো গান রিমেইক করার সময় হুবহু কোক স্টুডিয়োকে ফলো করছে, যাতে তাদের স্বকীয়তার অভাব পরিস্ফুট হয়ে ওঠে।


গান বাংলা টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলের নাম 'গান বাংলা'।

৩১ শে মে, ২০২১ ভোর ৪:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

৫| ৩০ শে মে, ২০২১ বিকাল ৩:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শেরজা তপন বলেছেন: কিন্তু মাঝে মধ্য মুল গান ছাপিয়ে ইন্সট্রুমেন্টাল মিউজিক বেশী প্রধান্য পায়।
ঠিক এইটাই বলতে চাইছিলাম।

৩১ শে মে, ২০২১ ভোর ৪:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: একমত।

৬| ৩১ শে মে, ২০২১ সকাল ১১:৪৭

ইনদোজ বলেছেন: বিদেশীদের দিয়ে বাজালে ঠিক আছে, কিন্তু গাওয়ালে ব্যাপারটা কেমন যেন হাস্যকর ঠেকে। দুইটা এরকম হাস্যকর গান হল

মোর ভাবনারে

কমলায় নিত্ত করে

০৯ ই জুন, ২০২১ সকাল ১০:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: এরপরেও ভেড়ার পাল উচ্ছাস নিয়ে ভিডিওতে মন্তব্য করছে। দু'টোতেই ডিজলাইক দিয়ে এসেছি।

৭| ৩১ শে মে, ২০২১ দুপুর ১২:০৫

রানার ব্লগ বলেছেন: ভাগ্যিস গান বাংলা হিরু আলম কে গান গাইতে ডাকে নাই।

০৯ ই জুন, ২০২১ সকাল ১০:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: অবশ্য ডাকলেও অবাক হবার কিছু নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.