নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ প্রতিযোগীতায় নেমে পড়লাম

২০ শে জুন, ২০২১ ভোর ৪:২৭

ছবি ব্লগ নিয়ে প্রতিযোগীতার নোটিশ পড়ে প্রথম দিকে অংশ নেয়ার ইচ্ছে ছিলো না। কারণ আমি নিতান্তই এ্যামেচার ফটোগ্রাফার। ইতোমধ্যে অবশ্য অনেকের ছবি ব্লগ দেখে কোন কারণ ছাড়াই মন পরিবর্তন হয়ে গেল, তাছাড়া এটা একটা ভালো উদ্যোগ। অংশ গ্রহণের উদ্দেশ্যে তাই লুঙ্গি পড়ে ব্যকআপ হার্ডড্রাইভ নিয়ে বসে পড়লাম। এত ছবির মাঝে বাছাই করা বেশ ঝামেলার কাজ তবুও বিসমিল্লাহ বলে ঝাপিয়ে পড়লাম। যা আছে কপালে।


নামঃ রক্তিম সূর্যাস্ত
স্থানঃ হাডসন রিভার ভিউ পার্ক, ম্যানহাটান, নিউ ইয়র্ক।
তারিখঃ ২৯শে জুন, ২০১০।


নামঃ এক ফোঁটা জল
স্থানঃ ওকানর'স টেইল, কুইন্স, নিউ ইয়র্ক।
তারিখঃ ২৭শে অক্টোবর, ২০০৯।


নামঃ পারপল টিউলিপ
স্থানঃ ব্রুকলিন বোটানিক্যাল গার্ডেন, ব্রুকলিন, নিউ ইয়র্ক।
তারিখঃ ৩০শে এপ্রিল, ২০০৯।


নামঃ স্কাই অফিস
স্থানঃ ৮১০ ৭ নম্বর এ্যাভিনিউ, ম্যানহাটান, নিউ ইয়র্ক।
তারিখঃ ১০ই ডিসেম্বর, ২০০৯।


নামঃ প্রকৃতির কোলে
স্থানঃ লিহম্যান কলেজ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক।
তারিখঃ ২৫শে জুন, ২০০৯।


নামঃ পৃথিবী তোমার আমার / ইউনিস্ফিয়ার
স্থানঃ করোনা পার্ক, কুইন্স, নিউ ইয়র্ক।
তারিখঃ ৩রা আগস্ট, ২০১০।


নামঃ আলোর ছুঁটে চলা।
স্থানঃ নর্দান বুলোভার্ড, কুইন্স, নিউ ইয়র্ক।
তারিখঃ ১২ই মার্চ, ২০১২।


নামঃ বসন্ত বাতাসে
স্থানঃ সেন্ট্রাল পার্ক, ম্যানহাটান, নিউ ইয়র্ক।
তারিখঃ ১৩ই এপ্রিল, ২০১২।

খুব বেশী খোঁজাখুজি করার সময় পেলাম না। আপাতত এগুলোই আপনাদের জন্যে তুলে দিলাম। ছবিগুলো আরো ভালো রেজুলেশনে দেখতে পাবেন আমার সাইটে। ধন্যবাদ।

মন্তব্য ৩৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২১ ভোর ৬:০২

কামাল১৮ বলেছেন: গতানুগতিক কয়েকটা ছবি,মান তত ভালো না।প্রতিযোগিতায় অংশ গ্রহন করা একটি প্রশংসাযোগ্য কাজ।

২০ শে জুন, ২০২১ ভোর ৬:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী সেটাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২০ শে জুন, ২০২১ সকাল ৮:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রকৃতির কোলে ছবিটার বেঞ্চ দেখেই বসতে ইচ্ছে হলো। বসন্ত বাতাসে ছবিটা দারুণ, কিন্তু নামকরণের ব্যাপারে আরেকটু ভাবতে পারেন।

শুরুতেই সবগুলো ছবি কি হেডিং হিসাবে দিয়েছেন? আমার মনে হয়, ওগুলো উপরে না দিলেও হতো।

ছবি হাজার কথা বলে, সাথে যদি দু-একটা অর্থবহ কথা বা শিরোনাম জুড়ে দেয়া হয়, ওটা হয়ে ওঠে কবিতা।

আমার কাছে ভালো লেগেছে।

২০ শে জুন, ২০২১ সকাল ৮:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: কোলাজটা সরিয়ে দেয়া হলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২০ শে জুন, ২০২১ সকাল ১০:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ছবি। ++++

২০ শে জুন, ২০২১ সকাল ১০:৫৭

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

৪| ২০ শে জুন, ২০২১ সকাল ১০:৩৫

শাহিন বিন রফিক বলেছেন:


নিউইয়র্ক দেখলাম, ভাল লেগেছে মন্দ নয়।

যেহেতু প্রতিযোগিতায় তিনটি ব্লগ দেওয়া যাবে আশাকরি আপনার স্মৃতির ড্রাইভ থেকে আরো চমৎকার কিছু ছবি আমরা দেখতে পাবো।

শুভকামনা।

২০ শে জুন, ২০২১ সকাল ১১:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: আসলে ছবিতে দেখে নিউ ইয়র্ক শহর বোঝা মুশকিল। আমার ইউটিউব চ্যানেলে নিউ ইয়র্কের উপর প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। পাশাপাশি অন্যান্য অনেক চ্যানেলেই নিউ ইয়র্কের উপর বেশ ভালো মানের ভিডিও আছে।

ছবি খোঁজা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তবুও বিষয়টা অবশ্যই মাথায় থাকছে। সময় করে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৫| ২০ শে জুন, ২০২১ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। আরও সুন্দর ছবি আশা করছি

২০ শে জুন, ২০২১ সকাল ১১:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ সময় করে মন্তব্য করার জন্য।

৬| ২০ শে জুন, ২০২১ সকাল ১০:৪১

ইমতিয়াজ ১৩ বলেছেন: একের মধ্যে দুই, আপনার ব্লগে আসার কারনে সাইটও দেখা হলো।

শুভ কামনা

২০ শে জুন, ২০২১ সকাল ১১:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: আসলে সামুতে বড় সাইজের ছবি আপলোড করা কঠিন। যদিও আমি অরিজিনাল সাইজের ছবি আপলোড করেছি তবুও পোস্টে তা বেশ ছোট হয়ে গেছে বা দেখাচ্ছে। সাইটে নিজের পছন্দমতো সাইজের ছবি আপলোড করা যায় সে জন্যেই লিঙ্ক দেয়া। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:০১

সামিয়া বলেছেন: অসাধারণ ছবি, শুভকামনা।

২০ শে জুন, ২০২১ সকাল ১১:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার তোলা ছবিগুলোও ভীষণ সুন্দর ছিলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ১ ও ৩ সবচেয়ে ভালো হয়েছে।

২০ শে জুন, ২০২১ দুপুর ১২:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ।

৯| ২০ শে জুন, ২০২১ দুপুর ২:২৪

নিয়াজ সুমন বলেছেন: প্রকৃতির কোলে ছবিটি মনে ধরেছে। :)

২২ শে জুন, ২০২১ সকাল ৭:২১

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ২০ শে জুন, ২০২১ বিকাল ৩:২০

ঢুকিচেপা বলেছেন: ছবি তোলার পর পরিষ্কার করতে হয় আমাদের, আর আপনি পরিষ্কার জায়গারই ছবি তুলেছেন, ঝামেলা নাই।

ভাল লেগেছে সবগুলো ছবি।

২২ শে জুন, ২০২১ সকাল ৭:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: আসলে ছবির ক্ষেত্রে পরিষ্কার বা অপরিষ্কার কিছু আছে বলে আমার মনে হয় না। আমাদের চারপাশ বা প্রকৃতি তার নিজস্ব যে স্বরুপ সবার সামনে তুলে ধরে সেটাই মূলত একটা বড় গবেষণার বিষয়, সেখান থেকে ছবিতে মূলত ক্যামেরাম্যানের স্বকীয়তা বা দৃষ্টিভঙ্গিটাই সবার সামনে এসে ধরা দেয়। মন্তব্যের জন্য অনেক ধন্যাবদ।

১১| ২০ শে জুন, ২০২১ বিকাল ৩:৪১

শেরজা তপন বলেছেন: ক্যামেরায় হাত আপনার ভাল সেটাতো আগেই বুঝেছি :)
ছবিয়ে মুন্সিয়ানার ছাপ আছে

২২ শে জুন, ২০২১ সকাল ৭:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: আজীবন এ্যামেচার ফটোগ্রাফার বা ছাত্র ফটোগ্রাফার হিসেবেই থাকতে চাই। এটা কিন্তু বিনয় হওয়া নয়, এটা বাস্তবতা। জ্ঞানের মহাবিশ্বে আমরা সবাই আমৃত্যু কেবল শিখতে পারি এর চেয়ে বেশী কিছু নয়। আমিও শিখছি। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ তপন দা।

১২| ২০ শে জুন, ২০২১ রাত ১১:৫৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রথম দুটি ছবি বেশি ভালো লেগেছে !

২২ শে জুন, ২০২১ সকাল ৭:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার ভালো লেগেছে জেনেও ভালো লাগছে। কাজের কিছুটা স্বার্থকতা খুঁজে পাওয়াও অনেক বড় ব্যাপার, এটা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ধন্যবাদ।

২২ শে জুন, ২০২১ সকাল ৭:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আমি ফটোগ্রাফীর ক্লাস নিয়েছিলাম লিবারাল আর্টস এর ক্লাস হিসেবে। সেমিস্টার শেষে কিছু ছবি ফাইনাল প্রজেক্ট হিসেবে ডিপার্টমেন্টে জমা দিতে হয়েছিলো সবাইকে। প্রথম ছবিটা মূলত আমার ঐ প্রজেক্টেরই অংশ। ক্লাসের অন্যান্য ছাত্রদের অভিমত এবং আমার প্রফেসরের সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত সেমিস্টার শেষে যে চার পাঁচটা ছবি নির্বাচন করে ডিপার্টমেন্টে বাধিঁয়ে ঝুলানো হয়েছিলো ঐ ছবিটাও তাদেরই একটা। শত শত ছবি থেকে আমার একটা ছবি নির্বাচিত হওয়াটাও আমার জীবনের এখনো পর্যন্ত ফটোগ্রাফীর ক্ষেত্রে সবচেয়ে বড় অর্জন বলে আমি মনে করি। ধন্যবাদ।

১৩| ২১ শে জুন, ২০২১ সকাল ১০:৪৫

মোঃমোজাম হক বলেছেন: ছবিগুলি ভাল লেগেছে। শুভ কামনা রইল।

২২ শে জুন, ২০২১ সকাল ৭:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: সময় নিয়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও।

১৪| ২২ শে জুন, ২০২১ সকাল ৮:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:



সবগুলি ছবি সুন্দর হয়েছে ।
শেষেরটি তো আরো সুন্দর
এটির টাইটেল বসন্ত বাতাসে পাঠের পর
অবদুল করিমের গানের কথা মনে পড়ে যায়-
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে
আমার বাড়ি আসে
সইগো বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ির ফুল বাগানে, নানান বনের ফুল।
ফুলের গন্ধে মন আনন্দে।।
ভ্রমরা আকুল, সই গো,
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।
বন্ধুর বাড়ির ফুলের টঙ্গে, বাড়ির পূর্ব ধারে।
সেথায় বসে বাজায় বাঁশি।।
প্রাণ নিলো তার সুরে, সইগো
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।
বন্ধু আমার বাড়ি আসে
সইগো বসন্ত বাতাসে।।
মন নিলো তাঁর বাঁশির গান, রুপে নিলো আঁখি।।
তাইতো পাগল আব্দুল করিম।।

আপনার ছবি ব্লকের কথার সুত্র ধরে একুশে পদক প্রাপ্ত
কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার , সঙ্গীত শিক্ষক
আর বাউল সঙ্গীতকে যিনি অনন্য এক উচ্চাতায় নিয়ে গেছেন
সেই গুণী মানুষ শাহ আব্দুল করিমের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলী ।

আপনার প্রতি রইল শুভেচ্ছা ।

২৩ শে জুন, ২০২১ ভোর ৪:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: "বসন্ত বাতাসে" ছবিটা আসলেই বসন্তের সময় তোলা হয়েছে। আগে ডিএসএলআর ক্যামেরা নিয়ে রাস্তা ঘাটে ঘুড়ে বেড়াতাম এখন অবশ্য সেটার পরিবর্তে এ্যাকশন ক্যামেরা ব্যবহারই করা হচ্ছে বেশী। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার দিকে মনোযোগ দিচ্ছি আপাতত। যাইহোক ছবিগুলো ভালো লেগেছে এটাই বড় পাওয়া।

শাহ আবদুল করিম নামটি আমার বেশ পরিচিত এবং আমি নিজেও উনার ভক্ত। উনার কিছু কাজ সংরক্ষেনের চেষ্টা চলছে আমাদের সাইটে।

আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আর সময় করে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১৫| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর সুন্দর যতসব মুগ্ধকরা ছবি।

২৫ শে জুন, ২০২১ ভোর ৫:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

১৬| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:২৩

শেরজা তপন বলেছেন: প্রিয় ভ্রাতা, আপনার ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন!

০৫ ই জুলাই, ২০২১ ভোর ৫:১১

ইফতেখার ভূইয়া বলেছেন: শেরজা তপন দা, জ্বী বিষয়টা আমার নজরে এসেছে। অরিজিনাল ছবিটা পাঠিয়েও দিয়েছি বিচারকদের বিবেচনার জন্য। অনেক ধন্যবাদ সময় করে মন্তব্য করার জন্য।

১৭| ০৫ ই জুলাই, ২০২১ রাত ২:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "বসন্ত বাতাসে ছবিটি আমার ভালো লাগল ।
......................................................................
আপনাকে অভিনন্দন

০৫ ই জুলাই, ২০২১ ভোর ৫:১৩

ইফতেখার ভূইয়া বলেছেন: জেনে অনুপ্রাণিত হলাম। অনেক অনেক ধন্যবাদ।

১৮| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। প্রকৃতির কোলে আর বসন্ত বাতাসে বেশি ভাল লাগলো ।

১০ ই জুলাই, ২০২১ ভোর ৪:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার ভালো লেগেছে জেনেও ভালো লাগছে। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.