নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ প্রতিযোগীতাঃ ফায়ারওয়ার্কস

২৩ শে জুন, ২০২১ সকাল ৭:৫০

আমেরিকার স্বাধীনতা দিবস হলো ৪ঠা জুলাই, ১৭৭৬। আর আমেরিকায় আমার পদার্পন দেশটির স্বাধীনতার দু'শ বছরেরও বেশী সময় পরে। তবুও আমার দিক থেকে প্রায় এক দশকেরও বেশী সময় আগে, মানে ২০১০ সালের ৪ঠা জুলাই স্বাধীনতা দিবসে ফায়ারওয়ার্কসের কিছু ছবি তুলে ছিলাম। তার থেকেই কিছু ছবি "ছবি ব্লগ প্রতিযোগীতার" অংশ হিসেবে সবার সাথে শেয়ার করছি। ছবিগুলো মিড টাউন ম্যানহ্যাটানের হাডসন রিভার এর ৪৫তম রাস্তার পাশে থেকে তোলা। ছবিগুলো তোলায় ট্রাইপড ব্যবহার করা হয় নি।


নামঃ ফারারওয়ার্কস ১


নামঃ ফারারওয়ার্কস ২


নামঃ ফারারওয়ার্কস ৩


নামঃ ফারারওয়ার্কস ৪


নামঃ ফারারওয়ার্কস ৫


নামঃ ফারারওয়ার্কস ৬


নামঃ ফারারওয়ার্কস ৭


নামঃ ফারারওয়ার্কস ৮


নামঃ ফারারওয়ার্কস ৯


নামঃ ফারারওয়ার্কস ১০

উপরের ছবিগুলো পোস্টে যোগ করার পর সিস্টেম আমাকে জানালো আমি আর ছবি আপলোড করতে পারবো না। অগত্যা এখানেই শেষ করতে হলো। সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ২০ টি রেটিং +৯/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২১ সকাল ৮:০৮

হাবিব বলেছেন: দারুণ সব ছবি। আলোর ঝলকানি।

২৩ শে জুন, ২০২১ সকাল ৮:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী স্যার B-) অনেক ধন্যবাদ।

২| ২৩ শে জুন, ২০২১ সকাল ৮:২৯

নিয়াজ সুমন বলেছেন: ছবি গুলো দারুন হয়েছে। আট ও দশ নম্বর ছবি ভালো হয়েছে।

২৩ শে জুন, ২০২১ সকাল ৮:৩৫

ইফতেখার ভূইয়া বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ২৩ শে জুন, ২০২১ সকাল ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: ফায়ার ওয়ার্কস দেখেছি হংকঙে , কি উজ্জ্বল তাদের রঙ । পিকিঙ্গে থিয়ান আন মেন স্কয়ারে ফায়ার ওয়ার্ক হয় ।

২৩ শে জুন, ২০২১ সকাল ১০:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: হুম আমি অবগত আছি। ধন্যবাদ।

৪| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:১০

সামিয়া বলেছেন: ফায়ার ওয়াক্স বাস্তবে যতটা সুন্দর ছবিতে খুব ভালো রেজুলেশন ছাড়া ফুটিয়ে তোলা যায় না, আপনার প্রচেষ্টা কে অভিনন্দন জানাই, সুন্দর পোষ্ট।

২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৩৩

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার মন্তব্যের সাথে পুরোপুরি একমত। সামুতে পূর্ণ রেজুলেশনে ছবি আপলোড করা সম্ভব হয় না। আমি রেজুলেশন কমিয়ে ৮ মেগাপিক্সেলে নামিয়ে এনে আপলোড করেছি খুব একটা ফয়দা হয় নি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগ
এই ফায়ার ওয়ার্কসের কত্ত ছবি তুলছি।

২৫ শে জুন, ২০২১ ভোর ৫:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ২৩ শে জুন, ২০২১ দুপুর ১:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:



ফায়ারওয়ার্কসের ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। ফায়ারওয়ার্কস দিয়ে কি বোঝানো হয় আগামী দিন সুন্দর হোক এমন কিছু কি? আমাদের দেশে এক সময় তারাবাতি ছাড়া আর কিছুই ছিলো না। এখন ফায়ারওয়ার্কস আছে নববর্ষ সহ বিয়ে বৌভাত সহ নানা অনুষ্ঠানে প্রচুর ঝলমলে ফায়ারওয়ার্কস জ্বলে।

ছবিব্লগ খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।


২৫ শে জুন, ২০২১ ভোর ৫:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: ফায়ারওয়ার্কস মূলত আনন্দ বা উৎসবের বহিঃপ্রকাশ তেমন কোন সুর্নিদিষ্ট কারণ নেই। তারা বাতির কথা আমারও মনে আছে, দিনগুলো নিতান্তই সাধারণ কিন্তু অনেক সুন্দর ছিলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:৪১

শেরজা তপন বলেছেন: কয়েকখানা চমৎকার!

২৫ শে জুন, ২০২১ ভোর ৫:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

৮| ২৩ শে জুন, ২০২১ রাত ১১:১২

ঢুকিচেপা বলেছেন: বাহ্ চমৎকার হয়েছে।

২৫ শে জুন, ২০২১ ভোর ৫:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

৯| ২৫ শে জুন, ২০২১ সকাল ১০:০২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আলোর ঝলকানিতে চোখে অন্ধকার দেখছি ! =p~
সবগুলো ছবিই সুন্দর হয়েছে !

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:১৩

ইফতেখার ভূইয়া বলেছেন: যোগীদের বেশীরভাগ সময় ধ্যানে থাকার কথা তাই আশা করছি একটু আধটু আলোর ঝলকানি আপনার কোন সমস্যার কারণ হবে না B-) । মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:১১

অপু তানভীর বলেছেন: ফায়ারওয়ার্ক টা বাস্তবে দেখে যত চমৎকার ছবিতে তত ভাল ভাবে আসে না । তবে আপনার ছবি গুলো বেশ ভাল এসেছে ।

সিস্টেমে একবারে ১০ টা করে ছবি আপলোড করা যায় । এরপর পোস্টে আরও বেশি ছবি যোগ করতে হলে পোস্ট ড্রাফটে সেভ করুন । তারপর আবার আরও ১০টা ছবি যোগ করতে পারবেন । আরও বেশি যোগ করতে চাইলে একইভাবে ড্রাফট করুন । এইভাবে অনেক ছবি এড করা যায় !

২৭ শে জুন, ২০২১ সকাল ৭:৫০

ইফতেখার ভূইয়া বলেছেন: অপু তানভীর বলেছেন: ফায়ারওয়ার্ক টা বাস্তবে দেখে যত চমৎকার ছবিতে তত ভাল ভাবে আসে না ।
সত্য কথন। ব্যক্তিগত অভিজ্ঞতাও সেটাই বলছে।

ছবি আপলোডের ক্ষেত্রে আপনার উল্লেখিত টিপসটি আগামীতে ব্যবহারের ইচ্ছে থাকছে যদিও স্বাভাবিকভাবে আমি পোস্টে খুব বেশী ছবি যোগ করি না। তেব ছবি ব্লগের ক্ষেত্রে আপনার টিপসটি কাজে আসবে বলে মনে হচ্ছে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.