![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
আমার ছোটা চাচার কল্যানে খুব অল্প বয়সেই কম্পিউটার হাতে পেয়েছিলাম। তার হাত ধরেই মূলত খুব অল্প বয়স থেকেই ওয়েস্টার্ন মিউজিক এর সাথে পরিচিত হয়েছিলাম। ভুল না করে থাকলে তার মাধ্যমেই এনিগমা, এইস অফ বেইজ, এলটন জন এদের নাম জানতে পারি। পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্যদেরও চিনতে শুরু নিজের চেষ্টায়। বন্ধু গালিবের মাধ্যমেই খুব সম্ভবত রিচার্ড মার্কস এর গান প্রথম শুনতে পেয়েছিলাম। তার গাওয়া "এন্ডলেস সামার নাইটস্" ট্র্যাকটি প্রথম শুনতে পাই ২০০০ সালে। প্রথম শোনাতেই ভীষণ ভালো লেগেে যায়। আজ এত বছর পরেও গানটি এখনো নতুন মনে হয়, ভীষণ ভালো লাগে আর নষ্টালজিক হয়ে যাই।
ছবি কপিরাইটঃ এ্যামাজন
০৬ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৬
ইফতেখার ভূইয়া বলেছেন: জেনে ভালো লাগছে যে উনি আপনার পছন্দের শিল্পী। যেগুলোর নাম উল্লেখ করেছেন, গুলোও ভীষণ সুন্দর ট্র্যাক। যদিও উনার আরো কিছু বেশ সুন্দর সুন্দর গান রয়েছে। ধীরে ধীরে ঐগুলোও শেয়ার করবো। বাই দ্যা ওয়ে, আমার জন্ম কিন্তু "জুন" মাসেই। ধন্যবাদ।
২| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১১:২১
শেরজা তপন বলেছেন: প্রিয় গায়কের 'ওয়েটিং ফর ইউ' গানটা নিয়ে অনেক স্মৃতি জমে আছে।
নিদেনপক্ষে হাজার বার শুনেছি মনে হয় গত সপ্তাহেও শুনেছি
০৬ ই জুলাই, ২০২১ রাত ১১:২৫
ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যক্তিগতভাবে আমি মার্কসের বেশ কিছু এ্যালবাম ফ্ল্যাক ফরম্যাটে সংগ্রহ করেছি, আরো কিছু বাকি আছে। ধীরে ধীরে তার সব এ্যালবাম নিজস্ব কালেকশানে নিয়ে আসবো। ঐ ট্র্যাকটা নিয়েও এক সময় পোস্ট করবো। ধন্যবাদ।
৩| ০৭ ই জুলাই, ২০২১ রাত ২:০৯
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: রিচার্ড মার্ক্স এর হ্যাজার্ড আমার অত্যন্ত প্রিয় একটি গান।
০৭ ই জুলাই, ২০২১ রাত ৩:৫৮
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী গানটা বেশ সুন্দর, ধন্যবাদ।
৪| ০৭ ই জুলাই, ২০২১ রাত ২:৫৯
মেরুভাল্লুক বলেছেন: এখন শুনছি , ভাল লাগছে
০৭ ই জুলাই, ২০২১ রাত ৩:৫৮
ইফতেখার ভূইয়া বলেছেন: উপভোগ করুন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০২১ রাত ১০:২০
জুন বলেছেন: অনেক অনেক প্রিয় শিল্পী রিচার্ড মার্ক্স। তার সব গান রাইট হেয়ার ওয়েটিং ফর ইউ গান মনে হয় অসংখ্য বার শোনা। আরেকটি প্রিয় তালিকায় আছে সেটা হলো হ্যাজার্ড।