নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
রবীন্দ্র সঙ্গীত শিল্পীদের মাঝে খুব সম্ভব ইন্দ্রাণী সেন-কেই আমার সবচেয়ে বেশী ভালো লাগে। যদিও আরো কিছু শিল্পী আছেন যাদের গান আমার ভালো লাগে, তবুও ব্যক্তিগত তালিকায় তিনিই সবার উপরে আছেন আর থাকবেনও। অনেক ছোটবেলা থেকেই তার গান শুনছি, এক মুহূর্তের জন্যেও কখনো তার গান বা তার স্বর একঘেঁয়ে মনে হয় নি। বিশেষ করে তার গাওয়া "আমারও পরাণও যাহা চায়", "এসো গো", "না চাহিলে যারে পাওয়া যায়" ইত্যাদি গানগুলো আমার কাছে অমৃত সুধার মতো মনে হয়। বহু শিল্পীকে "আমারও পরাণও যাহা চায়" গানটি গাইতে শুনেছি, কিন্তু কারো গলায় এখনো এই গানটি এতটা মানিয়েছে বলে আজও মনে হয় নি। এই গুণী মানুষটি একাধারে শিল্পী, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক। এই পোস্টের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাই।
"এসো গো" গানটি শুনুন এখান থেকে।
"না চাহিলে যারে পাওয়া যায়" গানটি শুনুন এখান থেকে।
ছবি কপিরাইটঃ লাস্ট এফ.এম।
০৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৫
কামাল১৮ বলেছেন: উচ্চারণ খুব স্পষ্ট,সুরে একটা মাধুর্য আছে।অনেকের কন্ঠেই রবীন্দ্র সঙ্গীত ভালো লাগে এর একটা কারন গানের কথা।
০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৮
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, ধন্যবাদ।
৩| ০৮ ই জুলাই, ২০২১ রাত ৮:৩১
খায়রুল আহসান বলেছেন: ইন্দ্রাণী সেন, অদিতি মোহসীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, জয়তী, সাগর সেন - এদেরকে বলা যায় আমাদের আমলের শিল্পী, যাদের গান আমার ভাল লাগে।
দ্বিতীয় ভিডিওটি আসছে না।
০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৮
ইফতেখার ভূইয়া বলেছেন: জেনে ভালো লাগছে। দ্বিতীয় ভিডিওটি সম্ভবত আপনাদের মানে এশিয়া রিজিওনের জন্য ব্লকড। ধন্যবাদ।
৪| ০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:২২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: তিনি আসলেই ভালোলাগার মতো একজন শিল্পী। তবে আমাদের পাপিয়া সারোয়ারও অসাধারণ।
০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৫০
ইফতেখার ভূইয়া বলেছেন: আসলে ব্যাপাটাকে তুলনামূলক দৃষ্টিকোণ থেকে দেখতে চাচ্ছি না। কারণ তারা সবাই প্রতিভাবান, তবে সবার স্বর বা স্বরের মাধুর্য সবার কাছে একরকম হয়তো মনে নাও হতে পারে, এই যা। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ০৯ ই জুলাই, ২০২১ সকাল ৮:৫২
কবিতা ক্থ্য বলেছেন: অসাধারন কন্ঠ উনার।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৯ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৭
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: গানটি আমার খুব প্রিয় .... ধন্যবাদ শেষারে।