নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
কিছুদিন আগেই একটি সাইটে বাংলা এফ.এম. রেডিও শোনার ফিচারটি যুক্ত করেছিলাম তবে কাজটা পুরোপুরিভাবে বা মনমতো শেষ করতে পারিনি। সম্প্রতি সাইটে এফ.এম. রেডির শোনার বিষয়টি যুক্ত করার বিষয়টি নিয়ে আবারও কিছুটা ভাবছি। একটি পরিপূর্ণ অনলাইন ভিত্তিক বিভিন্ন বাংলা এফ.এম. রেডিও শোনার ফিচার যুক্ত করা হলে আপনারা কি শুনতে আগ্রহী হবেন? অন্যভাবে বলতে গেলে বাংলাদেশে কি এফ.এম. রেডিও জনপ্রিয়? এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত পেলে কাজটার ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা যেত। অগ্রীম ধন্যবাদ জানবেন।
ছবি কপিরাইটঃ পিক্সাবে
২১ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৭
ইফতেখার ভূইয়া বলেছেন: মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
২| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪৭
বিটপি বলেছেন: এফ এম রেডিওর বাংলিশ বকবকানি অসহ্য লাগে। আমি যখন গাড়িতে থাকি, তখন কেবল বেতার শুনি ৮৮.৮ এফ এম
২১ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৮
ইফতেখার ভূইয়া বলেছেন: প্রথম লাইনের সাথে আমিও একমত। ভাবখানা তাদের এমন যেন বাংলিশ না বললে স্মার্ট হওয়া যায় না। মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
৩| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলা এফএম রেডিও দরকার,
কারন এদেশে অনেকটা সময় গাড়ীতে থাকতে হয়, নন স্টপ বাংলা এফএম রেডিও থাকলে উপকার।
ইউটিউবে গুতোগুতি করে বিজ্ঞাপনের জালায় বিরক্ত লাগে।
২১ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৮
ইফতেখার ভূইয়া বলেছেন: বুঝতে পেরেছি। মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
৪| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ১১:০০
নতুন বলেছেন: বাংলা এফএম থাকলে মানুষ অবশ্যই শুনবে।
২১ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৮
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
৫| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের এফ এম রেডিও কয়েক বছর আগেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলো। মানুষ রাত জেগে রেডিওর বিশেষ কয়েকটা অনুষ্ঠান উপভোগ করতো। ইদানিং ভাটা পড়ে গেছে।
২২ শে আগস্ট, ২০২১ রাত ৩:২৯
ইফতেখার ভূইয়া বলেছেন: আচ্ছা। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ২২ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মনে হয় আপনার আইডিয়াটা ভালো। তবে কিছু এফ এম রেডিও থেকে বাংলিশ কথা বার্তা বলা হয় নিজেদের ওভার স্মার্ট প্রমাণ করার জন্য। তারপরও বাংলা এফ এম রেডিওগুলির লিঙ্ক মানুষের পছন্দ হবে বলে আমার মনে হয়।
৩০ শে আগস্ট, ২০২১ ভোর ৪:১৬
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ। সময় করে আবার প্রকাশনীতে বাংলা এফ.এম. রেডিওকে নতুন করে ঢেলে সাজাবো।
৭| ২৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:২১
বিটপি বলেছেন: আমার একটা ২০১০ সালের এসার এস্পায়ার ওয়ান জেড এইচ ৭ ল্যাপটপ আছে, যেটার মনিটরে স্পট দেখায়। আমি এটার কি চেঞ্জ করলে ব্যবহার করতে পারব?
৩০ শে আগস্ট, ২০২১ ভোর ৪:২২
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার ল্যাপটপের কনফিগারেশন খুঁজে পাচ্ছি না। বর্তমান কফিগারেশন না জানলে কোন কিছু সাজেস্ট করা কঠিন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ৮:৫৯
হাবিব বলেছেন: এফএম রেডিও আমি শুনি না। আসলে শোনার সময় হয় না। অনেকেই শুনেন। যুক্ত করতে পারেন, কারন এফএম এর জনপ্রিয়তা একেবারে কম নয়।