নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
জ্যোতিষ শাস্ত্রে আমার কোন আস্থা নেই বললেই চলে তবুও ১৯৯৮ সাল থেকেই কোন এক অজানা কারণে প্রথম আলোতে প্রকাশিত শ্রদ্ধেয় কাওসার আহমেদ চৌধুরীর "অপনার রাশিফল" সেকশনটা সব সময়ই পড়া হতো। আরো বহু বছর পর জানতে পারি তিনি শুধু জ্যোতিষীই ছিলেন না, ছিলেন গীতিকার ও নাট্য পরিচালক। তার লিখা বেশ কিছু গান আমার ব্যক্তিগত ভালো লাগার তালিকায় স্থান করে নিয়েছিলো আমার অজান্তেই।
বিগত ক'বছর ধরে প্রকাশনী সাইটে গান সংরক্ষণের কাজ করতে গিয়ে তার লিখা বিভিন্ন জনপ্রিয় গানের খোঁজ পেয়েছি। তার অকাল প্রয়াণে ব্যক্তিগতভাবে আমি মর্মাহত ও শোকাহত। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৫
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার মতো বিশ্বাস আমিও করি না তবে তার লিখা আমার পড়তে ভালো লাগতো। তার লিখা কিছু গান বেশ জনপ্রিয় সেটাও আমার দীর্ঘদিন জানা ছিলো না। ধন্যবাদ।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩০
ফারহানা শারমিন বলেছেন: " আপনার রাশিফল " খুব মজা নিয়ে পড়তাম। আজকেই একটদ পোস্ট পড়ে জানতে পারলাম উনার গুণের কথা। আমার প্রিা কয়েকটি গান দেখলাম উনার লেখা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৬
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, উনি কিছু গান লিখে গেছেন যেগুলো শ্রোতাদের দীর্ঘদিন মনে থাকবে বলেই আমি মনে করি। ধন্যবাদ।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:১৩
রোকসানা লেইস বলেছেন: গীতিকার হিসাবে উনার চেহারা কখনও দেখা হয়নি কিন্তু গানগুলো হৃদয় আলোড়তি করে ছিল। কিন্তু রাশি ফলের লেখক হিসাবে এই চেহারাটা চেনাছিল। দুজন নন এক মানুষ মৃত্যুর পর জানলাম। আত্মার শান্তি কামানা করি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৩
ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৭
জ্যাকেল বলেছেন: হায় হায়: এটা তো অজানাই ছিল আজতক।ধন্যবাদ জানাইবার জন্য।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৩
ইফতেখার ভূইয়া বলেছেন: জেনে প্রীত হলাম। ভালো থাকুন।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার মতো বিশ্বাস আমিও করি না তবে তার লিখা আমার পড়তে ভালো লাগতো। তার লিখা কিছু গান বেশ জনপ্রিয় সেটাও আমার দীর্ঘদিন জানা ছিলো না। ধন্যবাদ।
উনার লেখা অনেক গান আজও জনপ্রিয়। আমি সময় পেলেই শুনি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৪
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী আমারও তাই। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: রাশি টাশি আমি বিশ্বাস করি না। কিন্তু উনি খুব মজা করে রাশি নিয়ে লিখতেন। পড়তে ভালো লাগতো।