নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

হারজিৎ - বাংলা মিক্সড ব্যান্ড এ্যালবাম

২৩ শে মার্চ, ২০২২ ভোর ৫:১২


নব্বইয়ের দশক ছিলো বাংলা ব্যান্ড ইতিহাসের স্বর্নযুগ, যদিও ২০০০ এর প্রথম দিকেও বেশ কিছু ভালো এ্যালবাম রিলিজ হয়েছে। বাংলা সাহিত্যের বিশেষ করে বাংলাদেশের সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বাংলা ব্যান্ড সঙ্গীতকে বাদ দিয়ে চিন্তা করা অসম্ভব বলে আমি মনে করি। "হারজিৎ" তেমনই একটি এ্যালবাম যা ২০০০ সালে রিলিজ হয়েছিলো সাউন্ডটেকের ব্যানারে। এ্যালবামটিতে সর্বমোট বারোটি ট্র্যাক রয়েছে যার সবগুলো লিখেছেন জনপ্রিয় গীতিকার প্রিন্স মাহমুদ। বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন, আইয়ুব বাচ্চু, জেমস, শাফিন আহমেদ, হাসান, বিপ্লবের মতো ব্যান্ড শিল্পীবৃন্দ। এই এ্যালবামে জেমসের গাওয়া "বাবা" গানটি আজও অনেক শ্রোতার মুখে মুখে শুনতে পাওয়া যায়। অতি সম্প্রতি এই এ্যালবামটির সবগুলো গানের লিরিক্স এবং সাথে ইউটিউব ভিডিও সংযুক্ত করে সংরক্ষণের কাজ সম্পন্ন করেছি। আরো বেশ কিছু এ্যালবাম এর লিরিক্স সংরক্ষণের কাজ চলমান রয়েছে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৩

বাকপ্রবাস বলেছেন: ব্যান্ডকে মিস করি

২৩ শে মার্চ, ২০২২ রাত ৯:০০

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, আমিও মিস করি।

২| ২৩ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্যান্ডদল কেউ কেউ টিকে আছে কেউ কেউ হারিয়ে গেছে।

২৩ শে মার্চ, ২০২২ রাত ৯:০০

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, ব্যাপারটা আসলেই দুঃখজনক।

৩| ২৩ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৩

তানজীল ইসলাম বলেছেন: ভালো কাজ

আগে কি নাফিস ইফতেখার নাম ছিলো?

২৩ শে মার্চ, ২০২২ রাত ৯:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: না, আমি এই নামেই প্রথম থেকেই লিখছি। ধন্যবাদ।

৪| ২৩ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: আমার মনে আছে স্কুল থেকেই ফিরেই ব্যান্ডের গান গুলো শুনতাম। সাউন্ড বাড়িয়ে দিতাম। মা চিল্লা চিল্লি করতো। তবুও সাউন্ড কমাতাম না।

২৩ শে মার্চ, ২০২২ রাত ৯:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা.. আমার ক্ষেত্রেও অনেকটাই তেমন ঘটেছে। ধন্যবাদ।

৫| ২৪ শে মার্চ, ২০২২ রাত ৮:২০

মিরোরডডল বলেছেন:




এই এ্যালবামের একটা গানই শুধু ভালো লাগে, খুবই ভালো লাগে জেমসের বাবা ।
অসাধারণ একটা গান ! এই গানটা শুনলেই আমার বাবাকে মনে পড়ে । ঠিক যেন এই গানের মতো ।
প্রিন্স মাহমুদের সেরা সৃষ্টি ।


এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙে পড়লো
বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়








২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫০

ইফতেখার ভূইয়া বলেছেন: জেমসের গাওয়া অসাধারণ একটি গান এটি আর প্রিন্স মাহমুদ -এর গানগুলোও সংরক্ষণের কাজ চলছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.