নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

স্টপ জেনোসাইড - অবসকিওর

২৪ শে মার্চ, ২০২২ ভোর ৬:৩৫


বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড "অবসকিওর" এর বারোতম এ্যালবাম হলো "স্টপ জেনোসাইড" যা ২০১৭ সালে বাজারে এসেছিলো। সে সময়ে চলা রোহিঙ্গাদের উপর জাতিগত নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এই এ্যালবামটির নামকরন করা হয়েছে। যদিও একটি গান ছাড়া বাকিগুলো অবসকিওরের নিজস্ব ধাঁচে করা হয়েছে। এ্যলবামটির বেশীর ভাগ গানই লিখেছেন "অমিত গোস্বামী", যিনি দু'বাংলাতেই বেশ পরিচিত নাম। এ ছাড়াও মোস্তফা মাহমুদ ও তাঞ্জিল রহমানের একটি করে গান স্থান পেয়েছে এই এ্যলবামটিতে। সর্বমোট আটটি ট্র্যাক দিয়ে সাজানো এই এ্যালবামটি ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড মিউজিক লেবেল থেকে প্রকাশিত হয়েছে। ইতোমধ্যেই প্রকাশনীতে এ্যালবামটির সবগুলো গানের লিরিক্স সম্পাদেনর কাজ সম্পন্ন হয়েছে।

(অটোগ্রাফসহ এই এ্যলবামটির সিডি উপহার হিসেবে দিয়ে বাংলা সাহিত্য অনলাইনে সংরক্ষণের উদ্যোগকে উৎসাহিত করার জন্য প্রকাশনীর টিম এবং আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই সাইদ হাসান টিপু ভাইকে এবং অবসকিওর ব্যান্ডের প্রতিটি সদস্যকে।)

মন্তব্য -৩ টি রেটিং +০/-০

মন্তব্য (-৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২২ সকাল ৯:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরকম প্রকাশনা আরো প্রয়োজন।

২৪ শে মার্চ, ২০২২ সকাল ৯:৫৬

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

২| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: একসময় গানের ক্যাসেট, সিডি সংগ্রহ করতাম। ইউটিউব এসে সব তছনছ করে দিলো। এখন যখন তখন ইচ্ছা হলেই যে কোনো গান শুনতে পারি।

২৫ শে মার্চ, ২০২২ রাত ১:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি এখনো সিডি কালেকশান করি। সিডির মতো কোয়ালিটি কখনোই ইন্টারনেট থেকে শোনা সম্ভব হবে না।

৩| ২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

মিরোরডডল বলেছেন:




এই এ্যালবামের শিরোনামে যে গানটা স্টপ জেনোসাইড ওটা ভালো লাগে ।
বাকি গানগুলো এভারেজ ।
অবসকিওরের পুরনো এ্যালবামে অনেক সুন্দর সুন্দর গান আছে ।
টিপু ভালো গান করে, অনেক ভালো বোঝেও কিন্তু গলাটা মনে হয় কেউ চেপে ধরে আছে ।





২৫ শে মার্চ, ২০২২ রাত ৩:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, ভালো বলেছেন। পুরোনো এ্যালবামগুলো সংরক্ষণের কাজ চলমান রয়েছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.