নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

সুখ - এল.আর.বি.

১৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৪


বাংলাদেশী ব্যান্ড দল এল.আর.বি. এর তৃতীয় স্টুডিও এ্যালবাম "সুখ"। ১৯৯৩ সালের ২৪শে জুন এ্যালবামটি সাউন্ডটেকের ব্যানারে বাজারে আসে। মূলত অডিও ক্যাসেট আকারে এ্যলবামটি বাজারে এলেও পরবর্তীতে সিডি আকারেও রিলিজ করা হয়েছিলো। সর্বমোট বারোটি গান দিয়ে সাজানো এই এ্যালবামটিতে "চলো বদলে যাই", "রূপালী গীটার" এবং "গতকাল রাতে" -এর মত কালজয়ী ট্র্যাক রয়েছে। এটিকে মূলত এল.আর.বি.-র সবচেয়ে ব্যবসা সফল এ্যালবাম হিসেবেও গণ্য করা হয়।

এ্যালবামটিতে আইয়ুব বাচ্চু লীড ভোকাল এবং গীটারিস্ট হিসেবে বাজিয়েছেন, সাথে কী-বোর্ডে ছিলেন এস.আই.টুটুল, বেইজ গীটার বাজিয়েছেন সাঈদুল ইসলাম স্বপন এবং ড্রামে ছিলেন হাবিব আনোয়া জয়। ইঞ্জিনিয়ারিং এবং মিক্সিং-এ ছিলেন আজম বাবু।

সম্প্রতি সুখ এ্যালবামটির সবগুলো গানের লিরিক্স সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: ভালো কাজ করেছেন।

১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪১

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.