নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

এখনও দু\'চোখে বন্যা - বাংলা ব্যান্ড মিক্সড এ্যালবাম

১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৬


প্রিন্স মাহমুদের সুরে করা একটি বাংলা ব্যান্ড মিক্সড এ্যালবাম যা ১৯৯৯ সালে সাউন্ডটেক মিউজিক লেবেল থেকে প্রথম রিলিজ হয়েছিলো, পরবর্তীতে বেশ ক'বছর পর এ্যালবামটি পুনরায় সিডি আকারে বাজারে আসে। এ্যালবামটিতে মোট বারোটি ট্র্যাক থাকলেও তার মধ্যে থেকে ছ'টির গানের গীতিকারও প্রিন্স মাহমুদ নিজেই। এছাড়াও জাহিদ আকবর দুটি, আশারাফ বাবু ও নওয়াজ আমিন একটি করে গান লিখেছেন।

এ্যালবামটির বিভিন্ন ট্র্যাকে কন্ঠ দিয়েছেন, আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, খালিদ, বিপ্লব, নকিব খান, পার্থ বড়ুয়া, টিপু ও পিয়ারু খান। জেমসে-র কন্ঠে মা'কে নিয়ে লিখা প্রিন্সের একটি গান সেসময় গগণচুম্বী জনপ্রিয়তা অর্জন করে। এছাড়া খালিদের গাওয়া "কোন কারনেই" গানটিও বেশ প্রশংসিত হয়েছিলো। উল্লেখ্য যে, নকিব খানের গাওয়া "ভালোবাসা মানে" গান-টি মূলত কবি "রফিক আজাদ"- এর ভালোবাসায় সংজ্ঞা কবিতা অবলম্বনে লিখা হয়েছে বিধার ট্র্যাকটির ক্রেডিট কবি রফিক আজাদ-কে দেয়া হয়েছে। এ্যালবামটির সবগুলো গানের লিরিক্স সংরক্ষণের কাজ শেষ হলো।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ১৯৯৯ এসএসসি পরীক্ষার বছর।

খালিদের
"কোন কারনে কোন কারনেই
ফেরানো গেলোনা তাকে
ফেরানো গেলোনা কিছুতেই "

আর হাসানের
"চলে যাও বন্ধু তুমি চলে যাও
হৃদয়ের বাঁধন ভেঙ্গে দিয়ে"

খুব শুনেছি সেই সময়। যদিও মা আর প্রশ্নের জন্য এই দুইটা গান মানুষ একটু কম শুনেছে। খালিদের 'কোন কারণে' ২০০২ এর পরে খুব হিট হয় আর 'চলে যাও' গানটা বরাবরই আন্ডাররেটেড !

চমৎকার পোস্ট।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ২:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: "চলে যাও বন্ধু" গানটা আমারও বেশ ভালোলাগে। "কোন কারণে" ট্র্যাকটা আমার কখনোই ভালো লাগে নি তবে অনেকেরই সেটা ভালোলাগে বলে শুনেছি। ধন্যবাদ।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ২:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: বাই দ্যা ওয়ে, আমিও এস.এস.সি '৯৯ এর ব্যাচ ছিলাম। মনে হচ্ছে আপনিও একই ব্যাচের ছিলেন B-) । জেনে ভালো লাগলো।

২| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: ভুলে যাওয়া গান গুলো আপনি মনে করিয়ে দিচ্ছেন।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ২:১৮

ইফতেখার ভূইয়া বলেছেন: গান ভুলে যাওয়া ঠিক নয়। তবে গান শোনার পাশাপাশি রাব্বুল আলামিন-কেও দৈনিক পাঁচবার স্মরণ করা জরুরী। ধন্যবাদ। :)

৩| ১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৮

হাসান রাজু বলেছেন: ৯০ ওরে কি সময় ছিলরে ভাই!!!

০৩ রা মে, ২০২২ ভোর ৬:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, কথা সত্য।

৪| ১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: "কোন কারণে"
খুব যে ভালো লেগেছে তা না।
তবে 'চলে যাও' খুবই পছন্দের। হাসানের গান খুব বেশি পছন্দ করতাম না।
তবে বেশ কয়েকটা গান খুব ভালো লাগতো।
পৃথিবীর সব সুন্দর হবে আমার --- সেই তালিকার একটা।

হুম আমরা একই ব্যাচের তবে। :)

০৩ রা মে, ২০২২ ভোর ৬:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: জেনে ভালো লাগলো, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.