|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ইফতেখার ভূইয়া
ইফতেখার ভূইয়া
	গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
 
 
বাংলাদেশের জনপ্রিয় গায়ক এন্ড্রু কিশোর -এর একক সঙ্গীত এ্যালবাম যা ২০১১ সালে সংগীতা মিউজি লেবেল থেকে প্রথম রিলিজ হয়েছিলো। এ্যালবামটিতে সর্বমোট বারোটি ট্র্যাক রয়েছে যেগুলোর গীতিকার হিসেবে রয়েছেন কামরুজ্জামান কাজল, বাকিউল আলম, মিলন খান , সোহরাব হোসেন, নাসির উদ্দিন ও উৎপল দাস। সবগুলো গানে সুরারোপ করেছেন প্রণব ঘোষ। এ্যালবামটিতে একযোগে অডিও ক্যাসেট ও সিডি আকারে বাজারে আসে।
এ্যালবামটিতে উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ভুল সবই ভুল, শোনোগো চাঁদ শোনো তারা, তানপুরাটার মত, সেই রাখালিয়া, চারিদিকে মাটির দেয়াল। সম্প্রতি এ্যালবামটির সবগুলো গানের লিরিক্স সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। পুরো এ্যালবামটির সবগুলো গান ও লিরিক্স পাবেন এখানে। ধন্যবাদ।
কপিরাইটঃ সংগীতা
 ১৮ টি
    	১৮ টি    	 +২/-০
    	+২/-০  ২৩ শে জুলাই, ২০২২  সকাল ১১:১২
২৩ শে জুলাই, ২০২২  সকাল ১১:১২
ইফতেখার ভূইয়া বলেছেন: উনাকে হারানো বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জন্য অপূরনীয় ক্ষতি। ধন্যবাদ।
২|  ২৩ শে জুলাই, ২০২২  দুপুর ১:০২
২৩ শে জুলাই, ২০২২  দুপুর ১:০২
ঋণাত্মক শূণ্য বলেছেন: আগে শুনতাম একটা ক্যানক্যানে গান বাজতো সব খানে, "ভুল সবই ভুল জীবনের নাম যদি রাখা হয় ভুল"। এইটা কি সেই ভুল সবই? নাকি অন্য কোনটা।
ঐ গানটা যা বিরক্ত লাগতো। একবার খুলনা থেকে ঢাকা যাবার পথে বাস ড্রাইভারকে সন্দেশ খাইয়ে ঐ গানটা চেঞ্জ করা লেগেছিলো। ড্রাইভার সাহেব ঐ এক ক্যানক্যানে গান বাজিয়েই যাচ্ছিলেন!
  ২৪ শে জুলাই, ২০২২  রাত ২:১৮
২৪ শে জুলাই, ২০২২  রাত ২:১৮
ইফতেখার ভূইয়া বলেছেন: নাহ। এটা ঐ গান বা এ্যালবাম নয়। ধন্যবাদ।
৩|  ২৩ শে জুলাই, ২০২২  দুপুর ১:২৪
২৩ শে জুলাই, ২০২২  দুপুর ১:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: এন্দ্রু কিশোরের গান খুব ভালো লাগে। এই এ্যালবামটার সব গান শুনতে হবে। 
ঋণাত্মক শূন্যের অপছন্দের গানটা আমার খুব প্রিয় একটা গান। ভারতীয় বাংলা সিনেমা 'অতল জলের আহবান' এ এই গানটা আছে। গেয়েছেন সুজাতা চক্রবর্তী। গানটার টাইটেল হোল 'ভুল সবই ভুল' 
  ২৪ শে জুলাই, ২০২২  রাত ২:১৮
২৪ শে জুলাই, ২০২২  রাত ২:১৮
ইফতেখার ভূইয়া বলেছেন: এখন আপনাকেও সন্দেশ খাওয়াবে সে মনে হয়। ধন্যবাদ।
৪|  ২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৩:১৯
২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৩:১৯
মিরোরডডল  বলেছেন: 
এন্ড্রু কিশোরের যে গানটা আমার সবচেয়ে প্রিয়, আহমেদ ইমতিয়াজ বুলবুলের লিরিক আর কম্পোজিশনে ।
তারে একজনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না । 
দুজন ট্যালেন্ট মানুষের কেউই নেই এখন ।
এই গানের কথা ও সুর মনকে দুর্বল করে দেয় ।
জীবন আসলেই অদ্ভুত !
আমরা মনে করি আমাদের প্রিয় মানুষটা মনে হয় সারাজীবন এরকমভাবেই পাশে থাকবে । 
কিন্তু বাস্তবতা অন্যরকম ।
  ২৪ শে জুলাই, ২০২২  রাত ২:২০
২৪ শে জুলাই, ২০২২  রাত ২:২০
ইফতেখার ভূইয়া বলেছেন: স্যারের গাওয়া সবগুলো গানের মধ্যে এটি অন্যতম জনপ্রিয়, কোন সন্দেহ নেই। অনেক ছোটবেলায় গ্রামের বাড়ির পাশে এক লোক প্রায় প্রতিদিনই "চোখের জলে আমি ভেসে চলেছি" গানটা বাজাতো মাইকে। সেই থেকে স্যারের গানের সাথে পরিচিত হওয়া। ধন্যবাদ।
৫|  ২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৩:২৬
২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৩:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডলের ৪ নং মন্তব্যে দেয়া গান দুটি আমি সপ্তাহে অন্তত ২ দিন শুনি। 
এন্দ্রু কিশোরের মত এই রকম ট্যালেন্ট বাংলাদেশের সঙ্গীত জগতে বিরল। 
আরেকজন বিস্ময়কর সঙ্গীত স্রষ্টা হলেন মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। 
বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
  ২৪ শে জুলাই, ২০২২  রাত ২:২১
২৪ শে জুলাই, ২০২২  রাত ২:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: নিঃসন্দেহে তারা বাংলা গানের জগতে আলোকিত ব্যক্তিত্ব। তাদের স্মৃতির প্রতি রইল শ্রদ্ধা। ধন্যবাদ।
৬|  ২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৩:৩২
২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৩:৩২
মিরোরডডল  বলেছেন: 
এন্ড্রু কিশোর মোস্ট অভ দ্যা টাইম মুভিতে গাইলেও এই গানটা একটা আধুনিক বাংলা গান, একটা মিক্সড এ্যালবামের ।
এটা শুনে দেখতে পারে, গানটা ভালো ।
হয়তো শোনা হয়নি আগে ।
  ২৪ শে জুলাই, ২০২২  রাত ২:২২
২৪ শে জুলাই, ২০২২  রাত ২:২২
ইফতেখার ভূইয়া বলেছেন: আসলেই কখনো শুনেছি বলে মনে হচ্ছে না। ধন্যবাদ।
৭|  ২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৩:৩৫
২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৩:৩৫
মিরোরডডল  বলেছেন: 
সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডলের ৪ নং মন্তব্যে দেয়া গান দুটি আমি সপ্তাহে অন্তত ২ দিন শুনি।
৪ নং মন্তব্যে ২টা না ১টা গান দিয়েছি 
৮|  ২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৩:৪৮
২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৩:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: গানটা শুনে দেখেছে। ভালো ছিল। গলার আওয়াজ চিনতে প্রথমে কষ্ট হয়েছিল। মিরোরডডলকে ধন্যবাদ। 
আগে শোনা হয়নি। শোনা গান বারবার শোনা হয়। নতুন গানের ঝুড়ি তাই প্রায় শূন্য। এটা ভালো লক্ষণ না। নতুন নতুন ভালো গান শোনার অভ্যাস করতে হয়।
৯|  ২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৪:৫৬
২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৪:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিরোরডডল- দুইটা একই গান আসলে। বয়সের কারণে এমন হচ্ছে।  
 
' তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না' এই লাইনটা চেনা লাগলো এবং নিয়মিত শুনি। 
আবার পরে ভিডিওর গানের প্রথম লাইন 'আমার সারা দেহ খেও গো মাটি' এটাও তো চেনা। 
তাই হঠাৎ দুইটা গান মনে হয়েছে।  এটা অনিচ্ছাকৃত ভুল। বিব্রতবোধ করছি।
 এটা অনিচ্ছাকৃত ভুল। বিব্রতবোধ করছি।  মিরোরডডল আর লজ্জা দেবে না আশা করি।
 মিরোরডডল আর লজ্জা দেবে না আশা করি। 
১০|  ২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৫:১৫
২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৫:১৫
ঢাবিয়ান বলেছেন: লিজেন্ডারি সিঙ্গার।   '' হায়রে মানুষ, রঙ্গীন ফানুষ দম ফুরাইলে ঠুস ---- 
বয়স বাড়ছে , সেই সাথে যে বোধ তীব্র হচ্ছে  তা হল '' জীবন এক মিথ্যা মায়া ছাড়া আর  কিছুই না''।  
ওটঃ বয়সের কথায় মনে পড়ল  ব্লগার সাড়ে চুয়াত্তর   কি কারনে এই নিক নিয়ে নিয়েছেন জানা নাই, তবে আমিও সাড়ে চুয়াত্তর  
  ২৫ শে জুলাই, ২০২২  রাত ১:০৩
২৫ শে জুলাই, ২০২২  রাত ১:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার প্রথম প্যারার সাথে সহমত পোষণ করছি। ধন্যবাদ।
১১|  ২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৫:৪৫
২৩ শে জুলাই, ২০২২  বিকাল ৫:৪৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ ঢাবিয়ান - আরেকজন জনপ্রিয় এবং একটিভ নারী ব্লগার আছে আপনার মত সাড়ে চুয়াত্তর।  আপনিও তাকে ভালো করেই চেনেন।
 আপনিও তাকে ভালো করেই চেনেন। 
আসলে 'সাড়ে চুয়াত্তর' হোল উত্তম এবং সুচিত্রার প্রথম দিকের (১৯৫৩ সালের) একটা বিখ্যাত সিনেমা। এতে আরও আছে ভানু বন্দ্যোপাধ্যায় এবং জহর রায়। এই কমেডি টাইপের ছবিটা আমার খুব প্রিয়। তাই এই রকম নিক নিয়েছি। 
আমার বয়স এখন হাফ সেঞ্চুরি। 
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০২২  সকাল ১০:২৫
২৩ শে জুলাই, ২০২২  সকাল ১০:২৫
জুল ভার্ন বলেছেন: এন্ড্রু কিশোর আমার অন্যতম প্রিয় গায়ক। আমার ঘনিষ্ঠ বন্ধু ফ্রান্সিস এর বন্ধু এন্ড্রু কিশোর সেই সুবাদের আমাদের বাসায় কয়েকবার এসেছিলেন ফ্রান্সিস এর সাথে- তখন তিনি তেমন জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেননি।