নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
উপমহাদেশের জনপ্রিয় গজল সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাসের একক আধুনিক বাংলা গানের এ্যালবাম "ভালোবাসা"। ১৯৮৯ সালে ইউনিভার্সাল মিউজিক লেবেল থেকে রিলিজ হওয়া এই এ্যালবামটি তৎকালীন সময়ে বাঙালী শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। দু'পারের বাংলায় এই গানের বেশ ক'টি গান সেসময়ে মানুষের মুখে মুখে শোনা যেত। এ্যালবামটিতে সর্বমোট আটটি ট্র্যাক রয়েছে।
বিভিন্ন গানের কথা লিখেছেন মুকুল দ্ত্ত, অন্তনু চক্রবর্তী ও শ্যামল গুপ্ত। এ্যালবামটির জনপ্রিয় ট্যাকগুলোর মধ্যে রয়েছে, যদি আরেকটু সময় পেতাম, তুমি খাঁচা চলে, তোমার চোখেতে ধরা ও শিরোনামের ট্র্যাকটি।
ব্যক্তিগতভাবে ২০২০ সালে এ্যালবামটির সিডি সংগ্রহ করা হলেও দীর্ঘদিন গীতিকারদের ব্যাপারে তথ্যের অভাবে এ্যালবামটির গানগুলোর লিরিক্স সংরক্ষণ করা সম্ভব হয় নি। আজই এ্যালবামটির সবগুলো গানের লিরিক্স প্রকাশনীতে সংরক্ষণের কাজ শেষ করা হয়েছে। এ্যালবামটির ট্র্যাকগুলো শুনতে ও পড়তে পারবেন এখান থেকে।
কপিরাইট: ইউনিভার্সাল
২৪ শে জুলাই, ২০২২ ভোর ৬:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: আচ্ছা, বেশ। ধন্যবাদ।
২| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ৮:৪৩
মিরোরডডল বলেছেন:
এই এ্যালবামে বেশ কয়েকটা ভালো গান আছে কিন্তু ভালোবাসা গানটাই সবচেয়ে মিষ্টি ।
যদিও ভালোবাসার কোন সংজ্ঞা হয়না, তারপরও সুন্দর করে ভালোবাসাকে ডিফাইন করেছে ।
থ্যাংকস ইফতি, এই গানের কথা মনে করিয়ে দেবার জন্য ।
মিউজিকটাও অনেক ভালো লাগে ।
২৪ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫৫
ইফতেখার ভূইয়া বলেছেন: গানগুলো আসলেই বেশ সুন্দর। ছোটবেলা থেকেই শুনে আসছি, যদিও এসব গানের গীতিকার সুরকার খুঁজে পাওয়া অনেক কঠিন। আমাদের সাইটেও লিরিক্স এর পাশাপাশি ভিডিও লিঙ্ক দেয়া থাকে যাতে পাঠকগন গানের সাথে সাথে লিরিক্সগুলো পড়তে পারেন। ধন্যবাদ।
৩| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ৮:৪৪
মিরোরডডল বলেছেন:
২৪ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫৫
ইফতেখার ভূইয়া বলেছেন: হুমম।
৪| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কন্ঠ।
২৪ শে জুলাই, ২০২২ সকাল ১০:০২
ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যক্তিগতভাবে আমি তার একনিষ্ঠ শ্রোতা নই। আমি কোন গান বিশারদ নই, তবুও আমার ব্যক্তিগত ধারনা তার চেয়েও অনেক গুণী গজল শিল্পী আছেন। হয়তো তাদের অনেকের পরিচিতি বা সুনাম উনার মতো নয়। যেমন আপনি তালাত আজিজের কথা ভাবতে পারেন। এটাও শুনে দেখতে পারেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৫
জুল ভার্ন বলেছেন: আমার অন্যতম প্রিয় শিল্পী।
২৪ শে জুলাই, ২০২২ দুপুর ১:১২
ইফতেখার ভূইয়া বলেছেন: ভালোলাগার মতোই একজন শিল্পী। ধন্যবাদ।
৬| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছোটবেলায় "ভালোবাসা" শুনলে কাউকে ভালোবাসতে ইচ্ছা করতো।
যায় না বলা, যায় না বোঝা
কোথায় ব্যথা কেন হয়
যায় না বলা, যায় না বোঝা
কোথায় ব্যথা কেন হয়
এমন ব্যথা সবাই পেতে চায়
ভালোবাসা হলে এমন হয়।
২৪ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৪
ইফতেখার ভূইয়া বলেছেন: লিরিক্স এর জন্য ক্রেডিট যাচ্ছে শ্রদ্ধেয় মুকুল দত্তের প্রতি। ধন্যবাদ।
৭| ২৪ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫৯
ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর
২৪ শে জুলাই, ২০২২ দুপুর ১:১২
ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।
৮| ২৪ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩২
নতুন বলেছেন: সেই সময়ে প্রেমে পড়া যুবক যুবতীর ১নং ফেভারেট এলবাম।
গানগুলি ভালো লেগেছিলো কিন্তু কারুর প্রেমে পড়িনাই তাই সেইভাবে শোনা হয় নাই।
ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য।
৯| ২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫২
নীল আকাশ বলেছেন: উনার কিছু হিন্দি গজল বেশ ভালো লেগেছিল, যদিও চটুল।
১০| ২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৪:০৬
মনিরা সুলতানা বলেছেন: এই ক্যাসেট যে কত হাজার কপি চিঠির সাথে উপহার হিসেবে গেছে !
আহা গুড ওল্ড ডেইজ !
১১| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩২
মোগল সম্রাট বলেছেন: পঙ্কজ উদাসের "তুমি খাচা হলে আমি হবো পাখি" গানটা বহুবার শুনেছি। এটাও কি এই এ্যালবামের? আমার মনে নাই।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২২ রাত ৩:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ,
....................................................
আমার প্রিয় শিল্পী