নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

প্রত্যয় - মাইলস

৩১ শে জুলাই, ২০২২ রাত ৩:৫৩


বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের একটি স্টুডিও এ্যালবাম। এগারোটি ট্র্যাক দিয়ে সাজানো এই এ্যালবামটি বাজারে আাসে ১৯৯৬ সালে। ঢাকার সাউন্ড গার্ডেনে গানগুলো ডিজিটাল পদ্ধতিতে রেকর্ডি করা হয় এবং ইমরান আহমেদ চৌধুরী মবিন মিক্সিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। এ্যালবামটিতে বেইস ও এ্যাকুস্টিক গীটার বাজানো ছাড়াও বিভিন্ন ট্র্যাকে কন্ঠ দিয়েছেন শাফিন আহমেদ। হামিন আহমেদ কন্ঠ দেয়া ছাড়াও ইলেকট্রিক এ্যাকুস্টিক ও স্লাইড গীটার বাজিয়েছেন। কীবোর্ডে ছিলেন মানাম আহমেদ আর ড্রামস বাজিয়েছেন মাহবুবুর রশীদ।

এ্যালবামিটর জ্বালা জ্বালা ট্র্যাকটি সে সময়ে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করে।

এছাড়াও রয়েছে "ঝলমলে বিকেলে"

কিংবা "ভুলবোনা তোমাকে" এর মত জনপ্রিয় ট্র্যাক রয়েছে।


প্রকাশনীতে এ্যালবামটির সবগুলো ট্র্যাকের লিরিক্স সংরক্ষণের কাজ শেষ হলো। আগামীতে মাইলসের আরো কিছু এ্যালবামের গানের লিরিক্স সংরক্ষন করা হবে। ধন্যবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:০০

বিটপি বলেছেন: ফিরিয়ে দাও গানটা কোন এ্যালবামের? এইটাই সম্ভবত মাইলসের সবচেয়ে জনপ্রিয় গান।

৩১ শে জুলাই, ২০২২ সকাল ১০:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: ওটা "প্রত্যাশা" এ্যালবামের গান। ধন্যবাদ।

২| ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার প্রিয় গান ছিল ভুলবোনা আমি তোমাকে। জ্বালা জ্বালা তো প্রজন্মের মাথা নষ্ট করে দিয়েছিল।
@বিটপি, ফিরিয়ে দাও মাইলসের 'প্রত্যাশা' অ্যালবামের গান।

অনেক জনপ্রিয় গান আছে ঐ অ্যালবামে।

৩১ শে জুলাই, ২০২২ সকাল ১০:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: সঠিক বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ৩১ শে জুলাই, ২০২২ সকাল ১০:১০

জুল ভার্ন বলেছেন: ওদের তিন ভাইয়ের মধ্যে শাফিন আহমেদের গান মোটামুটি ভালো লাগে-তাও নজরুল গীতি।

৩১ শে জুলাই, ২০২২ সকাল ১১:০৯

ইফতেখার ভূইয়া বলেছেন: মাইলস্ বলতে মূলত শাফিনের গাওয়া গানগুলোই বেশী জনপ্রিয়। উনার মা-বাবা অত্যন্ত গুণী শিল্পী ছিলেন তাই কম-বেশী গান শিখেই তিনি এসেছেন। তার গান আমার বেশ ভালোই মনে হয়। ধন্যবাদ।

৪| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০১

মোগল সম্রাট বলেছেন: নব্বই দশকের তরুনদের মুখে মুখে ফিরতো মাইলসের গান। ”ফিরিয়ে দাও আমার প্রেম তুমি’’, ধিকি ধিকি আগুন জলে ” এসব গান সুপার ডুপার হিট ছিলো।

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫৪

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, আপনি সঠিক বলেছেন। ধন্যবাদ।

৫| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: একটা সময় এদের গান প্রচুর শুনতাম।

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫৪

ইফতেখার ভূইয়া বলেছেন: সময় এখনো আছে। শুনতে সমস্যা নেই। ধন্যবাদ।

৬| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৩২

হাসান রাজু বলেছেন: কোন এক বৃষ্টির দিনে রমনা পার্কে এই এ্যালবামটি রিলিজ হয়েছিল। গিয়েছিলাম।
সে কি ভিড়! পোলাপান পাগল হয়ে ক্যাসেট খুঁজছিল। কিন্তু এত ভিড়ে সেটা মাইলস/ সাউন্ড গার্ডেনের পক্ষে অসম্ভব। শেষে জানানো হল জিগাতলার একটি বাড়ি থেকে ৩৫ টাকায় ক্যাসেট পাওয়া যাবে। গেলাম সেখানে, হেঁটে হেঁটে বৃষ্টিতে ভিজে। ওখানেও কম ভিড় না। কলাপ্সেবল গেটের ফাঁক গলে যতক্ষণে ক্যাসেট হাতে এল ততক্ষণে লোহার গেটে হাত চিড়ে গেছে, রক্ত বের হচ্ছে।

'প্রত্যাশা' র আকাশচুম্বী সাফল্যের কাছে 'প্রত্যয়' প্রত্যাশা মেটাতে পারেনি। আর এটা সম্ভবও না। 'প্রত্যাশা' আমার দেখা সবচেয়ে সফল এ্যালবাম যার সবগুলো গানই হিট নয়ত সুপার হিট ছিল।

৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫৫

ইফতেখার ভূইয়া বলেছেন: যখন প্রত্যাশা বের হয় তখন আমি স্কুলের ছাত্র। অনেক আগের কথা তবে এটা সত্য যে "প্রত্যাশা" এ্যালবামটির মতো আর এ্যালবাম মাইলস রিলিজ করতে পারে নি। ধন্যবাদ।

৭| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: মাইলস্ আমার ফেভ্রিট খুব। নিঃস্ব করেছো আমায় গতকাল রাতেও শোনছি।

৮| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৯:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



মাইলসের প্রতিটি গান তৈরি থেকে প্রচুর শ্রম দেওয়া হতো, রাতের পর রাত গানের প্র্যাকটিস হয়েছে, তারপর রেকর্ডিংয়ের কাজ। গান বাজারে আসার পর মনে হতো সব পরিশ্রম সার্থক। আর কতো কাল খুঁজবো তোমায় - গানটি মনে দাগ কাটার মতো একটি গান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.