নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

কালের কলস - আল মাহমুদ

০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০২


কবি আল মাহমুদের এই কবিতা গ্রন্থটি ১৯৬৬ সালে প্রথম প্রকাশিত হয়েছিলো। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে ভিন্ন প্রকাশনী থেকে গ্রন্থটি পুনরায় বাজারে এসেছে। নওরোজ সাহিত্য সম্ভার এই গ্রন্থটি প্রথম বাজারে নিয়ে আসে ২০০৩ সালে এবং গ্রন্থটির দ্বিতীয় মুদ্রণ হয় ২০১৭ সালে। মূলত দ্বিতীয় মুদ্রণ সংখ্যা থেকেই কবিতাগুলোর ক্রম ঠিক রেখে সংরক্ষণ করা হলো। এই সংখ্যাটিতে প্রচ্ছদ অলঙ্করণ করেছেন জর্জ হায়দার। গ্রন্থটিতে ৩৫ টি কবিতা রয়েছে।

সবগুলো কবিতা সংরক্ষণের কাজ শেষ হয়েছে। কবির আরো কিছু গ্রন্থের কাজ চলমান রয়েছে। কবিতাগুলো পড়তে পারবেন এখান থেকে। ধন্যবাদ।

ছবি কপিরাইটঃ বই বাজার

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: লিঙ্কে ঢুঁ মারলাম কয়েকটা কবিতা পড়ে নিলাম।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১২:১৩

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

২| ০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগসে। পরে আরও পড়ব।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১২:১৩

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

৩| ০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৫

পদ্মপুকুর বলেছেন: শেষ ট্রেন ধরবো বলে এক রকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি
নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতোন হঠাৎ
দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে।
যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ
জানালায় উবুড় হয়ে আমাকে দেখছে। হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে।
আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই
তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি।
আম্মা বলছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক
কত রাত তো অমনি থাকিস।
আমার ঘুম পেলো। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি
নিহত হয়ে থাকলাম।
অথচ জাহানারা কোনদিন ট্রেন ফেল করে না। ফরহাদ
আধ ঘণ্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। লাইলী
মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার
কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না।
আর আমি এঁদের ভাই
সাত মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে
এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি।
কুয়াশার শাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো।
শিশিরে আমার পাজামা ভিজে যাবে। চোখের পাতায়
শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতোন হঠাৎ
লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ
নামলে, সামনে দেখবো পরিচিত নদী। ছড়ানোছিটানো
ঘরবাড়ি, গ্রাম। জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর
দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা।
কলার ছোট বাগান।
দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা
একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন,
ফাবি আইয়ে আলা ই-রাব্বিকুমা তুকাজ্বিবান …।
বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন।
ভালোই হলো তোর ফিরে আসা। তুই না থাকলে
ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ
ধুয়ে আয়। নাস্তা পাঠাই।
আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে
ঘষে ঘষে
তুলে ফেলবো |

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১২:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রত্যাবর্তনের লজ্জা।

৪| ০৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: পড়া হয়নি

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১২:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: হুম।

৫| ২০ শে আগস্ট, ২০২২ সকাল ১০:২০

জুল ভার্ন বলেছেন: কবি আল মাহামুদের কাল বেলা আমি পড়িনি। তবে সমরেশ মজুমদারের কালবেলা উপন্যাস পড়েছি। সে এক অনবদ্য সৃষ্টি! কালবেলা এমন এক উপন্যাস যেখানে প্রেম এবং বিপ্লব একসাথে মিলেমিশে হয়েছে একাকার- যা না পড়লে শুধু মন্তব্য লিখে ব্যাখ্যা করা যাবেনা।

২০ শে আগস্ট, ২০২২ দুপুর ১:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সাহিত্য সংরক্ষণের কাজ করতে গিয়ে ধীরে ধীরে অনেক কিছু পড়তে হয়েছে এবং হচ্ছে। হয়তো কোন একদিন ওটাও পড়তে হতে পারে। ধন্যবাদ।

৬| ২০ শে আগস্ট, ২০২২ সকাল ১০:২২

জুল ভার্ন বলেছেন: স্যরি আল মাহামুদের কালের কলস লিখতে গিয়ে ফোনে অটো কাল বেলা চলে আসায় এডিট না করেই মন্তব্যটা করে ফেলেছি!

২০ শে আগস্ট, ২০২২ দুপুর ১:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: সমস্যা নেই। যে কেউ সেটা বুঝতে পারবে, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.