নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

আমার পছন্দের পারফিউম - ডলচে এ্যান্ড গাব্বানা

২৪ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:২৩


মোটামুটিভাবে সবারই কম-বেশী পছন্দের পারফিউম ব্র্যান্ড থাকে, আমারও তেমনি পছন্দের কিছু ব্র্যান্ড আছে। ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন ভারসাচি-র একটি পারফিউম ব্যবহার করেছি। কিন্তু বিগত ক'বছর ধরে ডলচে এ্যান্ড গাব্বানা "দ্যা ওয়ান" ব্যবহার করার পর আর ভারসাচিতে ফিরে যাওয়া হয় নি।

করোনার আগে অফিসে যেতে হতো তাই পারফিউমের প্রয়োজনটা খুব বেশী গুরুত্বপূর্ণ মনে হতো। এখন অবশ্য বাসায় বসেই কাজ করছি, অফিসে যাওয় হচ্ছে না সেই ২০১৯ সাল থেকে। আর আমার অফিসও অন্য স্টেটে। পারফিউম কিছুটা হলেও তার গুরুত্ব হারিয়েছে আমার কাছে খুব স্বাভাবিকভাবেই। তবুও এটাকে পুরোপুরি বাদ দিয়ে চিন্তা করা আপাতত সম্ভব নয়। সমস্যা হলো পারফিউমের দাম কিছুটা বেড়েছে বলে মনে হচ্ছে। বর্তমান পারফিউমটি ব্যবহার করার পর থেকে কম-বেশী কমপ্লিমন্টে পেয়েছি, বেশ ক'জন জিজ্ঞেস করেছে পারফিউমটির ব্যাপারে। মনে হচ্ছে মানুষের কাছে এর ঘ্রাণটা ভালো লেগেছে। তাই আবারও অর্ডার করতে হলো। দীর্ঘদিন পর হাতে নতুন পারফিউম পেয়ে বেশ ভালো লাগছে।

আপনার পছন্দের ব্র্যান্ড কোনটি? মন্তব্যে জানাতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:৫৫

সোনাগাজী বলেছেন:



আপনি যেই কর্পোরেশনে আছেন, তাদের ব্যবসা কিসের উপর; এবং আপনাকে কি করতে হয়?

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী এ্যাপলিকেশন ডেলেলপমেন্ট, ডিস্ট্রিবিউট, মেইনটেন্যান্স ছাড়াও সাইট প্ল্যানিং, অর্গানাইজেশন, ট্রেইনিং ও অনলাইন মার্কেটিং এর কিছু কাজও দেখতে হয়।

২| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:১৬

কোলড বলেছেন: Which type do you use? EDP or EDT? Strangely, very few South Asian men use the right perfume in right way. To my horror, I've seen quiet a few (men and women) spraying the fragrance on clothes!

Have you ever used anything from Creed? Please try Green Irish Tweed or Aventus.

Lastly, never buy perfume from anywhere other than the reputed stores like Nordstrom or directly from the manufacturer. Sindhi mofos have aced the counterfeit perfume market in USA.

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: I use EDP, then again that's just my personal preference. I know Creed but never used it TBH. I do buy from a very specific seller over Amazon though. Thanks.

৩| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৩৯

শেরজা তপন বলেছেন: আমার পারফিউমে মনে হয় মানসিক এলার্জি আছে। খুব কম পারফিউমের ঘ্রান আমার ভাল লাগে। আমি একেবারেই বড়ি স্প্রে বা পারফিউম ব্যাবহার করি না। কেউ একটু কড়া পারফিউম ব্যাবহার করলে তার থেকে দূরে দূরে থাকি।
এই নিয়ে গিন্নীর সাথে খটরমটর লাগে।

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৮

ইফতেখার ভূইয়া বলেছেন: বুঝলাম। ধন্যবাদ।

৪| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৪৯

নূর আলম হিরণ বলেছেন: পারফিউম আমার কাছে কখনোই ভালো লাগেনা। সর্বোচ্চ বডি স্প্রে ইউজ করা হয় এবং সেটাও খুবই কম পরিমাণে। আমার জন্য বউ পারফিউম ইউজ করতে পারে না। সেও এখন বডি স্প্রে ইউজ করে।

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৯

ইফতেখার ভূইয়া বলেছেন: সেটাতো বুঝলাম কিন্তু ব্র্যান্ডটা উল্লেখ করলে ভালো হতো। ধন্যবাদ।

৫| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:১০

সোনাগাজী বলেছেন:


ইহা কি আপনার ষ্টেটাস বুঝানোর জন্য দিয়েছেন; নাকি জানার ইচ্ছা?

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রতিটা মানুষের টেস্ট ভিন্ন, আর সেটা সময় বা ট্রেন্ডের সাথে পরিবর্তন হয়। আমার সেটাই জানার ইচ্ছে ছিলো। পারফিউম দিয়ে স্ট্যাটাস বোঝানোর কোন কায়দা আমার জানা নেই। আমার স্ট্যাটাস হলো আমি ম্যারিড। আর আমি যেটা ব্যবহার করছি, সেটা দামী কিছু নয়। যারা ভালো পারফিউম ব্যবহার করেন তারা সেটা সহজেই বুঝতে পারবেন। ঐ ব্র্যান্ডেরই ভালো মানের পারফিউম ৩০০ ডলারের উপরেও আছে, সেগুলো ব্যবহারের মতো আর্থিক সক্ষমতা থাকলেও আমার সেই মানসিকতা নেই। আশা করছি বুঝতে পেরেছেন।

৬| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫২

সোহানী বলেছেন: আমি ডিউর এর পয়জন ইউজ করি। এর ৩টা অপশন আছে, তবে সবগুলোই আমার পছন্দের। তবে ইদানিং নতুন দুটো কিনেছি জারার নিজস্ব ব্যান্ডের। বেশ দাম কম তবে ঘ্রানটা ভালো।

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: কোন সন্দেহ নেই যে ডিওর বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড। আমার মনে হয় মেয়েরাই মূলত এটার মূল ব্যবহারকারী অবশ্য আমার জানায় ভুলও থাকতে পারে। অনেক ধন্যবাদ সময় নিয়ে মন্তব্য করার জন্য।

৭| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৩

সোনাগাজী বলেছেন:



ব্যাখ্যা খারাপ হয়নি।

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: B-) অনেক কথা বললেন, কিন্তু আপনার পছন্দের পারফিউম বা তার ব্র্যান্ডের নামটা উল্লেখ করেন নি।

৮| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৪

সোনাগাজী বলেছেন:



প্রতিদিন গোসল করেন তো?

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৮

ইফতেখার ভূইয়া বলেছেন: দু'বার করা হয়। সকালে ঘুম থেকে উঠে অফিসের কাজ শুরু করার আগে। আর দিন শেষে টুকটাক এক্সারসাইজ কিংবা হাটাহাটি করে বাসায় ফেরার পরে।

৯| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৫

সোনাগাজী বলেছেন:


সুগন্ধী হচ্ছে সামাজিক স্হানের জন্য একটি প্রটেকশান, ইহা নিয়ে আমি কিছু বলতে চাই না।

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: বুঝলাম।

১০| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩২

নতুন বলেছেন: আমার পছন্দ acqua di gio, cool water

কিন্তু দাম অনেক বেশি... তাই এই রকমের অন্য ব্যান্ড খুজে বের করি :D

আমারও বেশিরভাগ পারফিউমে এলার্জি আছে.... আমি মলে পারফিউম টেস্টের জন্য যারা থাকে তাদের এড়িয়ে চলি...

আর যারা পারফিউম ব্যবহার করতে চায় না তাদের অবশ্যই deodorant ব্যবহার করা উচিত। তখন ঘামের গন্ধটা থাকেনা।

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫০

ইফতেখার ভূইয়া বলেছেন: আচ্ছা, আপনার পছন্দের ব্র্যান্ড জানা হলো। শেষের লাইনের সাথে একমত পোষণ করি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ২৪ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৯

বিষাদ সময় বলেছেন: আমি সাধারণতঃ ফ্রি ব্রান্ডের পারফিউম ইউজ করতাম। ১৯৮০ সালে বাবা আমেরিকা থেকে এক বস্তা পারফিউম এনেছিলেন। সেগুলোর বেশ কিছু ফ্রি পেয়েছিলাম। সেই থেকে ফ্রি ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করা শুরু। কয়েক বছর পর সব শেষ হয়ে গেল। এর পর একটু বড় হয়ে যখন কলেজে উঠলাম তখন নিজের ঘামের গন্ধে নিজেকেই "দূরে গিয়ে মর" বলতাম আর ভাবতাম কি করা যায়। কারণ তখন তো মন সব সময় উড়ু উড়ু থাকতো। এ রকম সময় একদিন আড়ং থেকে বের হতে হাতে ফ্রি ধরিয়ে দিল রেক্সোনার ডিওডোরেন্ট। সেই ফ্রি মাল ইউজ করার পর দেখলাম বাহঃ এখন তো বলতে ইচ্ছে করছে " কাছে এসে বস"। সত্যি বলতে কি তার পর থেকে রেক্সোনা ডিউডোরেন্ট কিনে ইউজ করা শুরু করলাম, এর পর গেলাম হ্যাভক এ । এর মাঝে আবার বিদেশ ফেরত আত্মীয় স্বজনের দেয়া ডজন খানেক পারফিউম জমেছে। যখন সিদ্ধান্ত নিলাম আবার ফ্রিতে ফিরে যাবো, তখনই ফতোয়া পেলাম বেশির ভাগ পারফিউম এর বেস মেটেরিয়াল যেহেতু এলকোহল তাই তা ব্যাবহার করা হারাম। যদিও ধর্ম কর্ম নিয়ে তেমন মাতামাতি নাই তারপরও সিদ্ধান্ত নিলাম এলকোহল ইউজ করে জাহান্নামী হবো না। তাই পারফিউম ডিউডোরেন্ট সব বাদ ---শুধু দুবেলা গোসল।

এরপর টিভিতে আমাদের ক্রিকেট লিজেন্ড মাশরাফি এড দিল হালাল বডি স্প্রে লাফ্জ এর, কিনে ফেললাম এবং তীব্র গন্ধে কদিন পর বাদ দিলাম। আবার দুবেলা গোসল, ফ্রেশ- জীবানু মুক্ত লাগছে বেশ। :)

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: হুম, জানা হলো। পরিষ্কার-পরিছন্ন থাকার জন্য নিয়মিত গোসলের কোন বিকল্প নেই। ধন্যবাদ।

১২| ২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৬

মিরোরডডল বলেছেন:




ইফতি মাস্টারমশাই, শব্দটা ডলসি হবে না।
ডলচি (ব্রিটিশ) অথবা ডলচে (আমেরিকান)।
অরিজিন্যালি ইটালিয়ান ব্র্যান্ড।
ইউজ্যালি বলা হয় ডলচে গাব্বানা।
In Short D&G ডিএনজি।

সেইম ওয়ান ফর উইম্যান যেটা, আগেও ইউজ করা হয়েছে, এখনও করি, খুবই নাইস পারফিউম।


২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: ঠিক আছে, আপডেট করে দিলাম। B-)

আর পারি না গুরু, সেই কবে থেকে শুরু।

১৩| ২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪১

শাহ আজিজ বলেছেন: আমি বিভিন্ন ব্রান্ড ব্যাবহার করি তার মধ্যে খুব সাধারন আকর্ষণীয় হচ্ছে পাকো রাবানে । বডি স্প্রে যেটা ভাল লাগে সেটাই ব্যাবহার করি যেমন এখন করছি নিভিয়া ফ্রেশ ন্যাচারাল । আমি বেশ কম বয়স থেকেই সুগন্ধিতে আসক্ত ।

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: পাকো রাবানে সম্পর্কে আমার ধারনা নেই বললেই চলে, তবে আপনার পছন্দের ব্র্যান্ডের নাম জানা হলো। ধন্যবাদ

১৪| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

শিশির খান ১৪ বলেছেন:

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: জানা হলো। ধন্যবাদ।

১৫| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

মিরোরডডল বলেছেন:




অন্য কোন নেশা নেই কিন্তু একটাই আসক্তি আছে, সেটা হচ্ছে পারফিউম।

সোহানিপু যেটার কথা বললো, ওটাও পছন্দের একটা Christian Dior Hypnotic Poison.

Carolina Herrera vip Rose, ভীষণ পছন্দের।

প্রিয়র তালিকা অনেক বড় কিন্তু সবচেয়ে বেশি পছন্দ Estee Lauder এর Private Collection.


২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: স্বাভাবিকভাবে পয়জন আমার পছন্দ না :P তবে পারফিউম হলে ভিন্ন কথা। মনে হচ্ছে ভিন্ন কিছু ট্রাই করে দেখার সময় এসে গেছে। B-)

১৬| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

নতুন বলেছেন: দুবাইতে পারফিউম আপনার পছন্দ মতন বানিয়ে নিতে পারেন।

বর্তমানে নামী সকল ব্রান্ডের সুগন্ধীই আপনাকে তারা বানিয়ে দিতে পারবে। ঘ্রানও একই রকমের। কিন্তু দামে অনেক সস্তা।

১০০ মিলি ৭০ দিরহাম থেকে ১০০ দিরহাম ( ২২০০-৩২০০টাকার মতন) যার আসল ব্রান্ডের দাম ১০-১০ হাজার টাকাও হবে।



আমি কয়েকদিন আগে একুয়া ডিজিও দেখে এসেছি, খবই কাছা কাছি কিন্তু তবুও কেনা হয় নি। অবশ্য কিনে ফেলবো বর্তমানের বোতল শেষ হবার আগে।

যারা দামী ব্রান্ডের পারফিউম কেনে তারা এটা ভাবের জন্যও কেনে। দামী পারফিউম ব্যবহারের মাঝে ভাবের একটা জিনিস সম্ভবত থাকে। =p~

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: হুম বিষয়টি আমারও নজরে এসেছে। তবে ঠিক কবে দুবাই যাবো বা আদৌ যাওয়া হবে কি না বলা মুশকিল। দেখা যাক। আমি ধনী নই, তাই আপাতত গরীবটা দিয়েই চলতে হচ্ছে। #:-S

১৭| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৫

মিরোরডডল বলেছেন:




নতুন, ছেলেদের পারফিউমের মধ্যে এটা ওয়ান অভ দ্যা বেষ্ট Giorgio Armani Acqua Di Gio.
ভীষণ মাদকতাময়!!!


২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: আহেম আহেম নেক্সট টাইম। B-)

১৮| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: বর্তমানে আমার পছন্দ আরিয়ানা।

২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ২:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: হুম জানা হলো, ধন্যবাদ।

১৯| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:০০

অধীতি বলেছেন: পারফিউম ব্যবহার করা হয়নি তেমন। একবার সেটওয়েট সেক্সির এ্যাড দেখে কিছুদিন ব্যবহার করেছিলাম। এরপর আরেকদিন দেখলাম ফগ বিনা গ্যাসওয়ালা বডি স্প্রে । ব্যাস ওটাও সবগুলো কালার ব্যাবহার করলাম। কালোটা ভাল লেগেছিল।

২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: আচ্ছা, জানা হলো। আমার ধারনা বাংলাদেশের মতো গরম দেশে পারফিউমের ব্যবহার বাড়ানো জরুরী।

২০| ২৫ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৫২

ডঃ এম এ আলী বলেছেন:




আপনি যথেষ্ট উন্নতমানের পারফিউম ব্যবহার করেন জেনে ভাল লাগল ।
সচরাচর আমি কোন পারফিউম ব্যবহার করিনা ।
তবে ঘরে শুটকী জাতীয় কোন খাবার রান্না করা হলে তার ঘ্রান কোন না
কোন ভাবে ঘরের ওয়ার ড্রব কিংবা করিডরে হ্যাংগারে থাকা পরিধৈয়
পোষাকে লেগে থাকে । তাই কোন জন সমাগম স্থানে যাওয়ার পুর্বে
বিশেষ করে মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য যাওয়ার
পুর্বে আতর জাতীয় সুগন্ধী ব্যবহার করি । আমার পছন্দের ব্রান্ড
হল আহসান ব্রান্ডের ফুল জেসমিন আতর ।
(Original Attar Full Jasmine 100ml Perfume Spray from Ahsan)
দামেও বেশ সস্তা ৮ হতে ১০ ডলারের মধ্যেই সুপারস্টোরে মিলে ।
এক বোতলেই মাস ছয়েক চলে যায় । সুগন্ধী খাতে ব্যয় সাস্রয়ী হয়ে
জমানো অর্থ জনহিতকর কাজে অনুদান হিসাবে ব্যয় করার জন্য
পক্ষপাতি । এতে করে সুগন্ধটা সারা সমাজেই ছড়িয়ে দেয়া যায়
অনায়াসে । যাহোক, যারা দামী সুগন্ধী ব্যবহার করেন তাদের
সক্ষমতা আরো অনেক বেশী । তাঁরা হয়তবা তাদের আয়ের
একটা উল্লৈখযোগ্য অংশই ব্যয় করেন জনহিতকর কাজে ।
তাদের প্রতি রইল অফুরান শ্রদ্ধা ।

শুভেচ্ছা রইল

২৫ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:১১

ইফতেখার ভূইয়া বলেছেন: আসলে আমি এগুলোকে ঠিক উন্নত মানের বলবো না, নাম টা কিছুটা পরিচিত হয়তো। তবে আরো অনেক ভালো মানের পারফিউম পাওয়া যায় যেগুলো হয়তো আমাদের পক্ষে কিনে ব্যবহার করা সম্ভব হবে না। ভালো আতর পেলে সেটা ব্যবহারেও আমার কোন আপত্তি নেই, বরং খুশিই হবো। আপনার ব্যবহৃত ব্র্যান্ডের আতর আমি এ্যামাজনে দেখলাম, সময় করে অর্ডার করবো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ২৫ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:৪৩

কোলড বলেছেন: Back again to read the comments and to add some more as perfume was one of my graduate level courses.

Following are PSA (mostly for men)

1. Never buy perfume by smelling the samples in store. What you are smelling in stores are top note which lasts max 1 hour. Normally Perfume has 3 notes: Top, Middle and Base and its the base which lasts the longest.
2. Always spray on the pulse points of your body and if you are to go to the club, please spray behind the ears too for obvious reasons.
3. Best time to spray the perfume is right after shower when your skin pores open up the most.
4. EDP lasts the longest and Cologne the shortest.

Lastly, please broaden your horizon. D&G, Gucci, Paco Rabane, Diors make good perfume but these are fashion houses and perfume is just one of their many products. I recommend buying perfume from companies who make perfumes only and nothing else, i.e., Creed, Maison Kurkdjian etc.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.